এখন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করেন। এই কাজে ল্যাপটপ মাস্ট। ঘণ্টার পর ঘণ্টা ল্যাপটপে চলে অফিসে কাজ। অজান্তেই পুরুষরা হারিয়ে ফেলছেন পুরুষত্ব। কমে যাচ্ছে স্পার্মকাউন্ট। কীভাবে? জানালেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রুদ্রজিৎ পাল।