স্থূলতা নিয়ে এবার দেশকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন,'দেশের জন্য সঙ্কট অতিরিক্ত ওজন। আগামী বছরে প্রতি তিনজনে একজন হবেন স্থূলতার শিকার। একটা পরামর্শ দিচ্ছি, খাবার তেল বাড়িতে ১০ শতাংশ কম আনুন'।