চকচকে মুখের স্বপ্ন সকলেই দেখেন। কেউ ফেশিয়াল করান, আবার কেউ কেউ মুখে নানা ধরনের প্রসাধনী মাখেন। তবে এর ফল দীর্ঘমেয়াদী হয় না। মুখ চকচকে যদি প্রাকৃতিক ভাবে করা যায়, তা হলে সবথেকে ভাল উপকার হয়। আর এজন্য দারুণ কার্যকরী তুলসী পাতা। তুলসী কীভাবে মাখলে উপকার পাবেন, জেনে নিন ...