scorecardresearch
 
Advertisement
লাইফস্টাইল

স্বামীর পরকীয়া, গর্ভবতী হওয়ার পর যা করলেন মহিলা...

সম্পর্কের টানাপোড়েন
  • 1/7

স্বামী-স্ত্রী'র মধ্যে সম্পর্কে ওঠানামা খুব সাধারণ বিষয়। কিন্তু, দীর্ঘদিন ধরে যদি সম্পর্ক খারাপ হওয়ার কারণে তার প্রভাব সংসারে পড়তে শুরু করে তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত। দরকার কাউন্সিলিংয়ের। এমনই এক দম্পতির সমস্যার কথা সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছিলেন। তিনি নিজের লাভ লাইফ নিয়ে সমস্যার কথা একটি বহুল প্রচারিত খবরের কাগজে প্রকাশিত করেছেন। 
 

সম্পর্কের টানাপোড়েন
  • 2/7

তিনি লিখেছেন, 'লকডাউনের আগে জে নামে এক মহিলার সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়। জে জানিয়েছিল ও আমাকে ভালোবাসে। ওর আমাকে নিয়ে যে অনুভূতি রয়েছে, তা আর কারও প্রতি নেই।' 

সম্পর্কের টানাপোড়েন
  • 3/7

'জে বিবাহিত। কিন্তু, স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সে একা থাকতে শুরু করেছিল। আমারও স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাই আমিও আলাদা থাকছিলাম। ভেবেছিলাম, আমি আর জে নতুন করে জীবন শুরু করব।' 
 

Advertisement
সম্পর্কের টানাপোড়েন
  • 4/7

'কিন্তু, কিছুদিন পর আমি জানতে পারি, জে গর্ভবতী। তারপর থেকে ওর সঙ্গেও আমার সম্পর্ক খারাপ হতে শুরু করে। আমরা একটা সন্তান চাইছিলাম। কিন্তু, সেই সন্তান যে এত তাড়াতাড়ি জে-র গর্ভে চলে আসবে তা কল্পনা করিনি। এই ভাবে আমাদের মধ্যে মনোমালিন্য বেড়ে গেল। যদিও আমি জে-র সঙ্গে সম্পর্ক খারাপ টিকিয়ে রাখতে চাইছিলাম।' 
 

সম্পর্কের টানাপোড়েন
  • 5/7

'এর কয়েকদিন পর জে আমাকে একটা রিপোর্ট দেয়। সেখানে আমি দেখতে পাই, জে-র গর্ভে যে সন্তান রয়েছে সে আমার নয়, জে-র প্রথম স্বামীর সন্তান। পাশাপাশি জে আমাকে এও বলে, সে আর আমার সঙ্গে থাকতে চায় না। এতে আমার সন্দেহ হয়। আমি বিভিন্ন ভাবে সেই রিপোর্ট পরীক্ষা করাতে থাকি। আমার মনে হয়েছিল, এই সন্তান আমার। কিন্তু জে তা অস্বীকার করে।'

সম্পর্কের টানাপোড়েন
  • 6/7

'জে আমাকে এও জানায়, সে আর আমার সঙ্গে থাকতে চায় না। ও সম্পর্কের টানাপোড়েন আর নিতে পারছে না। ওর স্বামী জানে না যে, জে-র আমার সঙ্গে সম্পর্ক রয়েছে। আমি এসব শুনে জে-র সঙ্গে দূরত্ব বজায় রাখতে রাজি হয়ে যায়।' 

সম্পর্কের টানাপোড়েন
  • 7/7

নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুরুষ সব শেষে লিখেছেন, 'এখন আমি জে-র পেটে থাকা বাচ্চার জন্য প্রতিমাসে টাকা জমাচ্ছি। আমি জানি না এটা ঠিক করছি কিনা। আমার সাহায্য দরকার।' ওই ব্যক্তির প্রশ্নের উত্তরে এক মনোবিদ লেখেন, 'জে যদি তাঁর স্বামীকে ডিভোর্স না দিয়ে আপনার সঙ্গে সম্পর্ক গড়ে থাকে, তাহলে ওই বাচ্চার প্রতি আপনার কোনও অধিকার নেই।  তবে আপনি বাচ্চার ডিএনএ টেস্টও করাতে পারেন। সেক্ষেত্রে দুই পক্ষের অনুমতি দরকার।' 

Advertisement