scorecardresearch
 

Harmful Side Effects of Tea: রোজ সকালে খালি পেটে চা? বাড়তে পারে একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যা

Harmful Side Effects of Tea: অনেকেরই দিন শুরু হয় এক কাপ গরম গরম চা দিয়ে। কিন্তু সকালে খালি পেটে চা খেলে একাধিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। শরীরে বাসা বাঁধে একাধিক রোগ। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে চা পানের কুফলগুলো...

Advertisement
 অনেকেরই দিন শুরু হয় এক কাপ গরম গরম চা দিয়ে। অনেকেরই দিন শুরু হয় এক কাপ গরম গরম চা দিয়ে।
হাইলাইটস
  • অনেকেরই দিন শুরু হয় এক কাপ গরম গরম চা দিয়ে।
  • সকালে খালি পেটে চা খেলে একাধিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়।
  • শরীরে বাসা বাঁধে একাধিক রোগ।

এক কাপ চা আপনাকে সারাদিনের জন্য উদ্যমী, ফুরফুরে রাখতে সাহায্য করে। এটি আপনাকে সারাদিন সতেজ অনুভব করে। অনেকেরই দিন শুরু হয় এক কাপ গরম গরম চা দিয়ে। অনেকের আবার সকাল সকাল চা না পেলে মেজাজ বিগড়ে যায়। অনেকের নিয়মিত বেড টি খাওয়ার অভ্যাসও রয়েছে। কিন্তু সকালে খালি পেটে চা খেলে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত নানা সমস্যার সম্মুখীন হতে হয়। খালি পেটে চা খাওয়া আপনার স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলে। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে চা পানের কুফলগুলো।

সকালে খালি পেটে চা খেলে গ্যাস-অম্বলের সমস্যা বাড়তে পারে। এই অভ্যাস আপনার পরিপাকতন্ত্রের উপর খুব খারাপ প্রভাব ফেলে। তাই সকালে খালি পেটে চা খাওয়ার অভ্যাস ত্যাগ করাই মঙ্গল। তাছাড়া, চায়ে ক্যাফেইন থাকে। এতে অনেকের মাথা ঘোরার মতো সমস্যা দেখা দেয়। এর ফলে শরীরে জলশূন্যতার সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন: সোনার গয়নাটি কতটা খাঁটি? এই মোবাইল App বলে দেবে...

প্রতিদিন খালি পেটে চা খেলে আপনার খিদে কমে যায়। এতে আপনার খিদে মরে যাবে। অনেকেই দিনে কয়েকবার চা পান করেন। এর ফলে আপনার খাদ্যাভ্যাস কমতে শুরু করে। এ কারণে শরীরে অপুষ্টির সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন: রেকর্ড দর থেকে ৪ হাজার টাকা সস্তা সোনা, জেনে নিন আজকের দাম

খালি পেটে চা খেলে অনিদ্রার সমস্যায় পড়তে হয়। এতে ক্যাফেইন থাকে। এটি আপনার ঘুমের মান খারাপ করে। এটি আপনার রক্তচাপের মাত্রাও বাড়িয়ে দেয়। মানসিক চাপের সমস্যা বাড়ে। এমন পরিস্থিতিতে খালি পেটে চা পান এড়িয়ে চলতে হবে।

আরও পড়ুন: নিয়মিত মাত্র ৬০ টাকা জমিয়ে পাবেন ১৩ লাখ রিটার্ন! জানুন কীভাবে

Advertisement

খালি পেটে চা খেলে পেটের জ্বালা হতে পারে। এ কারণে বমি বমি ভাব, বমি ও পেট জ্বালার মতো সমস্যার সম্মুখীন হতে হতে পারে। তাই সীমিত পরিমাণে চা পান করুন এবং খালি পেটে চা পান এড়িয়ে চলুন। খালি পেটে চা খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে। তাই সকালে খালি পেটে চা খাওয়া থেকে বিরত থাকুন। পরিপাকতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়ে।

Advertisement