scorecardresearch
 
Advertisement

Aak Leaves For Diabetes: ডায়াবেটিসের ওষুধ আকন্দ পাতা, বিষ এড়িয়ে কীভাবে ব্যবহার করবেন?

Aak Leaves For Diabetes: ডায়াবেটিসের ওষুধ আকন্দ পাতা, বিষ এড়িয়ে কীভাবে ব্যবহার করবেন?

ফল-মূল, পাতা দিয়েই বিভিন্ন অসুখের চিকিৎসা করা হয় আয়ুর্বেদে। ঘরোয়া উপায়ে নানা রোগের উপশম রয়েছে। এ দেশে রোগের চিকিৎসায় ভেষজ ব্যবহার হয়ে আসছে হাজার হাজার বছর ধরে। এই ভেষজগুলির মধ্যে অন্যতম আকন্দ। যা ইংরেজিতে Crown Flower' নামে পরিচিত। আকন্দ মহাদেবের প্রিয় ফুল। তাঁর পুজোয় কাজে লাগে। কিন্তু জানেন কি আকন্দ ফুলের গাছ ঔষধিও? বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ডিস্ট্রিক্ট, অ্যান্টি-সিফিলিটিক, অ্যান্টি-রিউমেটিক, অ্যান্টিফাঙ্গালের মতো উপাদান। ডায়াবেটিস ছাড়াও কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, জয়েন্টে ব্যথা, দাঁতের সমস্যা এবং শরীরের ব্যথার চিকিৎসার জন্যও ব্যবহৃত হয়।

Aak Leaves For Diabetes

Advertisement