শনিবার জন্মাষ্টমী। ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয়। এই দিনে তৈরি হয়েছে শুভ যোগ। জন্মাষ্টমীর মধ্যরাতে ১টা ৪১ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবেন সূর্য। বর্তমানে শুক্র এবং বৃহস্পতি মিথুন রাশিতে। তৈরি হয়েছে গজলক্ষ্মী যোগ। এর ফলে মালামাল হবেন ৪ রাশির জাতক-জাতিকারা।