শনিদেবের গোচরজ্যোতিষ শাস্ত্র মতে, শনিদেব ন্যায়প্রিয় একজন দেবতা। তিনি কর্মফল দেন। আর সেই দেবতাই প্রতি ১ থেকে দেড় বছর অন্তর রাশি পরিবর্তন করেন। আর শনির গোচর এবং রাশি পরিবর্তনের প্রভাব সাধারণ মানুষের উপর পড়ে। মাথায় রাখতে হবে, ২০২৫ সালের মার্চ মাসেই শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে পৌঁছে গিয়েছেন। এই রাশিতেই তিনি ২০২৭ সাল পর্যন্ত বিরাজমান থাকবেন। যার ফলে কিছু রাশির জাতকদের খুব খারাপ সময় যাবে। তাদের জীবনে হয়রানির শেষ থাকবে না।
জ্যোতিষ মতে, আগামী বছর ৩ রাশির উপর প্রধানত কুদৃষ্টি থাকবে শনির। এই রাশিদের আর্থিক ক্ষতি হতে পারে। কেরিয়ারে হতে পারে সমস্যা। তাই আর সময় নষ্ট না করে ২০২৭ সাল পর্যন্ত কাদের খারাপ সময় চলতে পারে, সেই রাশিগুলি সম্পর্কে জেনে নিন।
কর্কট রাশি
শনির এই গোচরের কারণে খারাপ সময় যেতে পারে কর্কট রাশির। এই সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। শুধু তাই নয়, কেরিয়ার নিয়ে সমস্যায় পড়তে পারেন। এই সময় আপনার চাকরি পাওয়ার বা প্রমোশন পাওয়ার আশা খুবই কম। এছাড়া যারা ব্যবসা করছেন, তারাও লাভের মুখ দেখতে পাবেন না। এছাড়া উচ্চ শিক্ষা থেকে শুরু করে বিদেশ যাত্রায় বাধা আসতে পারে। এমনকী আর্থিক স্থিতিও বিগড়ে যাওয়ার রয়েছে আশঙ্কা। খরচা অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি পরিবারেও সমস্যা নেমে আসতে পারে।
বৃশ্চিক রাশি
এই সময়টা খারাপ যাবে বৃশ্চিক রাশির। তাদের জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে। খুব পরিশ্রম করেও ফল না মিলতে পারে। অফিসে সমস্যার মুখে পড়তে পারেন। প্রোমোশন আটকে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে বিপদে পড়তে পারেন। সম্পত্তি মামলাতেও লোকসান হতে পারে। টাকার জন্য সমস্যা হতে পারে। পারস্পরিক সম্পর্কে দূরত্ব বাড়তে পারে।
কুম্ভ রাশি
এই রাশির চলবে শনির সাড়েসাতি। এই সময়টা খুবই চ্যালেঞ্জিং যাবে। এই সময় আয়ের নতুন কোনও ক্ষেত্র তৈরি হবে না। বরং যেই জায়গা দিয়ে আয় হচ্ছে, সেখানেও অস্থিরতা চলতে পার। এছাড়া ব্যবসাতেও লোকসান হতে পারে। পাশাপাশি সামাজিক প্রতিষ্ঠাও বিপদের মুখে পড়তে পারে। বিশেষত, কিছু ব্যক্তির জন্য এই সময়টা খুবই খারাপ যাবে। পরিবারেও অস্থিরতা বজায় থাকবে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।