প্রতি বছর ১৫ অগাস্ট এলেই এই এক সমস্যা? কত তম স্বাধীনতা দিবস তা নিয়ে চলে বিস্তর বিভ্রান্তি। এবারও যেমন এটা ৭৮ নাকি ৭৯ তম স্বাধীনতা দিবস? বড় গোলমেলে অঙ্ক। তার উপর সাহিত্যপ্রেমী বহু বাঙালিই অঙ্ক কাঁচা। একটা ফর্মুলা বলে দিচ্ছি, এটা মাথায় রাখলে আর বছর বছর গুলিয়ে ফেলবেন না। পুরো ভিডিওটা দেখুন।