scorecardresearch
 

Agenda Aajtak 2022 Day 2: হিন্দি নয়, শুধু কন্নড় ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চাই: ঋষভ

Aajtak Bangla | 10 Dec 2022, 7:36 PM IST

দু'দিনের এই বিতর্ক সভা অনুষ্ঠিত হচ্ছে দিল্লির মেরিডিয়ন হোটেলে। রাজনীতি, খেলা থেকে বিনোদন-- সব ক্ষেত্রের তাবড় ব্যক্তিত্বরা একমঞ্চে হাজির। Agenda Aajtak বরাবরই সব ক্ষেত্রে এক নয়া দিশা দেখায়। বিতর্ক, আলোচনায় উঠে আসে নানা সমাধান। আজ অর্থাত্‍ প্রথম দিন রাজনীতি থেকে বলিউড, সব ক্ষেত্রের খ্যাতনামারা হাজির।

ঋষভ শেট্টি ঋষভ শেট্টি

দু'দিনের এই বিতর্ক সভা অনুষ্ঠিত হচ্ছে দিল্লির মেরিডিয়ন হোটেলে। রাজনীতি, খেলা থেকে বিনোদন-- সব ক্ষেত্রের তাবড় ব্যক্তিত্বরা একমঞ্চে হাজির। Agenda Aajtak বরাবরই সব ক্ষেত্রে এক নয়া দিশা দেখায়। বিতর্ক, আলোচনায় উঠে আসে নানা সমাধান। আজ অর্থাত্‍ প্রথম দিন রাজনীতি থেকে বলিউড, সব ক্ষেত্রের খ্যাতনামারা হাজির। 
 

7:36 PM (1 বছর আগে)

'কন্নড় ইন্ডাস্ট্রির জন্য এই জায়গায় পৌঁছেছি, হিন্দিতে এখনই কাজ করতে চাই না', বললে ঋষভ

Posted by :- soumita

'কন্নড় ইন্ডাস্ট্রির জন্য এই জায়গায় পৌঁছেছি, হিন্দিতে এখনই কাজ করতে চাই না', বললে ঋষভ। তিনি আরও জানালেন, তাঁর প্রিয় বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। 

7:34 PM (1 বছর আগে)

ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি তৈরি হওয়া উচিত

Posted by :- soumita

ঋষভ বললেন,  ফিল্ম ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি তৈরি হওয়া উচিত। যেমন বাস্তবাদী ছবি প্রয়োজন, সেরকম লার্জার দ্যান লাইফ ছবিও দরকার। 

7:26 PM (1 বছর আগে)

হিন্দি বনাম দক্ষিণ, হওয়া উচিত না : ঋষভ

Posted by :- soumita

ঋষভ শেট্টির কথায়, "এখন বলিউড সফল কাজ করছে না ঠিকই। কিন্তু এতদিন তো ছিল। সব ইন্ডাস্ট্রিতেই উত্থান -পতন হয়। কন্নড় ইন্ডাস্ট্রিতেও প্রতি বছর ৩০০- ৪০০ ছবি মুক্তি পায়। কিন্তু সবই সফল হয় না। হিন্দি বনাম দক্ষিণী ইন্ডাস্ট্রি বিষয়টা হওয়া উচিত না।"

7:22 PM (1 বছর আগে)

গোটা ছবিতে বডি ডবল ব্যবহার করিনি, বললেন ঋষভ

Posted by :- soumita

'কান্তারা' ছবিতে কোনও বডি ডবলের ব্যবহার করেননি ঋষভ শেট্টি। অনুভূতি থেকেই গোটা কাজটা সম্পন্ন করেছেন তিনি। 

Advertisement
7:13 PM (1 বছর আগে)

ছবির গল্পের উপর নির্ভর করে বাজেট, অযথা বাড়ানোর প্রয়োজন হয় না: ঋষভ

Posted by :- soumita

কম বাজেটের ছবি বানাতে পছন্দ করেন অভিনেতা- পরিচালক তথা লেখক ঋষভ শেট্টি। তিনি বললেন, 'ছবির গল্পের উপর নির্ভর করে বাজেট, অযথা বাড়ানোর প্রয়োজন হয় না।' 

7:10 PM (1 বছর আগে)

Agenda Aajtak 2022-র মঞ্চে 'কান্তারা' অভিনেতা ঋষভ শেট্টি

Posted by :- soumita

চলছে Agenda Aajtak 2022। দ্বিতীয় দিনে মঞ্চে উপস্থিত অভিনেতা- পরিচালক তথা লেখক ঋষভ শেট্টি। 'কান্তারা' অভিনেতা শেয়ার করছেন ব্লকবাস্টার ছবির নানা অজানা কথা।  

7:02 PM (1 বছর আগে)

অভিন্ন দেওয়ানি বিধি আনতে পারে রাজ্য: পুষ্কর সিং ধামি

Posted by :- Subhankar Mitra

অভিন্ন দেওয়ানি বিধি আনতে পারে রাজ্য। এনিয়ে সুপ্রিম কোর্টের রায় রয়েছে: পুষ্কর সিং ধামি

7:01 PM (1 বছর আগে)

২০২৫ সালের মধ্যে উন্নত রাজ্যের তালিকায় আসবে উত্তরাখণ্ড: পুষ্কর সিং ধামি

Posted by :- Subhankar Mitra

২০২৫ সালের মধ্যে উন্নত রাজ্যের তালিকায় আসবে উত্তরাখণ্ড। আগামী ৫ বছরে আর্থিক উন্নতি দ্বিগুণ করতে চাইছি। কর্মসংস্থানে নজর দিয়েছি। পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। সেনিয়ে কাজ হচ্ছে: পুষ্কর সিং ধামি

6:57 PM (1 বছর আগে)

৫০ বছর পরেও সাফল্য আসতে পারে: নওয়াজউদ্দিন সিদ্দিকি         

Posted by :- Subhankar Mitra

১২ বছর বড় সুযোগের জন্য চেষ্টা করেছি। একটা সময় মনে হয়েছিল গ্রামে ফিরে যাই। তবে এটাও মনে এসেছিল, ফিরে গেলে আবার গঞ্জনা শুনতে হবে। লোকে বলবে, আগেই বলেছিলাম এই চেহারায় নায়ক হওয়া যায় না। তাই ভাবলাম এখানেই থেকে যাই। ৫০ বছর পরেও সাফল্য আসতে পারে: নওয়াজউদ্দিন সিদ্দিকি         

Advertisement
5:28 PM (1 বছর আগে)

দলের গণতন্ত্র নিয়ে তরজা

Posted by :- Subhankar Mitra

আমাদের দলে গণতন্ত্র রয়েছে। তাই সবাই নিজের মতামত প্রকাশ করেন। আমাদের দলের সভাপতি ভোটাভুটিতে নির্বাচিত হন: ইমরান

আমাদের দলে আদর্শ রয়েছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। তাই ক্ষমতার জন্য আড়াআড়ি বিভাজন হয় না। আর গণতন্ত্রের কথা বলছেন! শূন্য ভোট পেয়েও নেহরু প্রধানমন্ত্রী হয়েছিলেন:সুধাংশু

5:12 PM (1 বছর আগে)

ভারত জোড়ো যাত্রায় রাহুলের দাড়ি বিতর্ক

Posted by :- Subhankar Mitra

অমেঠিতে বুঝে নিয়েছিলেন তাই ওয়ানাড চলে গিয়েছিলেন। গুজরাত নির্বাচন হচ্ছে আর বলছেন সব কারখানা এই রাজ্যে চলে যাচ্ছে। ভারত জোড়ো যাত্রায় ভারত জোড়েনি তবে রাহুল গান্ধীর দাড়ি বেড়ে গিয়েছে: সুধাংশু।

রাহুল গান্ধীর দাড়িই ওদের ইস্যু। মূল্যবৃদ্ধি, পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধির এদের চোখে পড়ে না। যতদিন ঘৃণা না কমে ততদিন বিজেপি থাকবে। ঘৃণার বিরুদ্ধে যাত্রা করছেন রাহুল গান্ধী। সমাজের সব অংশের মানুষ আসছেন: ইমরান। 
 

5:07 PM (1 বছর আগে)

মোরবিতে দুর্ঘটনার পরেও কেন জিতল বিজেপি?

Posted by :- Subhankar Mitra

মোরবিতে জিতেছে বিজেপি। কারণ দুর্ঘটনার পর সংবেদনশীলতা দেখিয়েছে বিজেপি। সেটা মানুষ দেখেছে। প্রধানমন্ত্রী গিয়েছিলেন মোরবি:সুধাংশু

মোরবিতে যতটা প্রধানমন্ত্রী যাওয়ার আগে হাসপাতাল সংস্কার করা হল, সেই উদ্যোগ সেতু তৈরির বেলায় দেখা যায়নি:ইমরান
 

5:00 PM (1 বছর আগে)

ভারত জোড়ো যাত্রা সে বনেগি বাত- বিতর্কে সুধাংশু ও ইমরান

Posted by :- Subhankar Mitra

গুজরাতে কংগ্রেস ধ্বংস হয়ে গিয়েছে। হিমাচলে জিতেও স্বস্তিতে নেই কংগ্রেস:বিজেপ নেতা সুধাংশু ত্রিবেদী

বিজেপির সর্বভারতীয় সভাপতির রাজ্যে হেরেছে বিজেপি। দিল্লি পুরভোটে হেরেছে। তিনটি ভোটের মধ্যে দুটোয় হার। তা সত্ত্বেও উদযাপন করছে: কংগ্রেস নেতা ইমরান প্রতাপগ্রাহী   

3:45 PM (1 বছর আগে)

লাভ-জিহাদ কী সেটাই তো বলতে পারে না বিজেপি সাংসদরা

Posted by :- Soumen Karmakar

লাভ-জিহাদ কী সেটাই তো বলতে পারে না বিজেপি সাংসদরা। লাভ জিহাদের কোনও তথ্য নেই সরকারের কাছে। বিজেপি আসলে হিন্দুদের একটা মনোভাব তৈরি করতে চাইছে যে, মুসলিমরা খারাপ। এতে দেশে বিভাজন তৈরি করতে পারবে বিজেপি। এটাই ওদের লক্ষ্য।   

Advertisement
3:36 PM (1 বছর আগে)

বিজেপিই ধর্মের নামে কট্টরবাদকে উৎসাহ দেয়

Posted by :- Soumen Karmakar

বিজেপিই ধর্মের নামে কট্টরবাদকে উৎসাহ দেয়। বিজেপির কাছে একটাও মুসলিম মন্ত্রী নেই। মুসলিমদের টিকিটও দেওয়া হয় না বিজেপির তরফে। এটা গোটা দেশ জানে। পুলিশ যদি চাই, তাহলে কোথাও হিংসা হবে না। দিল্লি থেকে সব হিংসার ক্ষেত্রে এই প্রমাণ মিলেছে।  

3:29 PM (1 বছর আগে)

ইউনিফর্ম সিভিল কোডের ফলে মুসলিমদের শায়েস্তা করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Soumen Karmakar

ইউনিফর্ম সিভিল কোডের ফলে মুসলিমদের শায়েস্তা করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী সরকার মুসলিমদের ফেলোশিপ বন্ধ করে দিয়েছে। আমি আমার সংস্কৃতি রক্ষা করার চেষ্টা করছি মাত্র। 

3:18 PM (1 বছর আগে)

মুসলমানদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই

Posted by :- Soumen Karmakar

মুসলমানদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। গুজরাতে মাত্র ২ শতাংশ মুসলিম উচ্চ শিক্ষা পেয়ে থাকেন। অন্য রাজনৈতিক দলগুলিও তাই করছে। তারা মুখে ধর্ম নিরপেক্ষ বলে দাবি করছে তবে কাজের কাজ কিছুই করছে না। 

3:15 PM (1 বছর আগে)

বিজেপি হিন্দুদের বেশি ভোট পাচ্ছে তাই জিতছে :আসাদউদ্দিন ওয়াইসি

Posted by :- Soumen Karmakar

রাহুল গান্ধীকে বাবার মতো দেখাচ্ছে। এখন তিনি যে লুক বানিয়েছেন, তা বাবার মতোই। তিনি এখন রাজনীতির কথা বলেন না। বিজেপি হিন্দুদের বেশি ভোট পাচ্ছে তাই জিতছে :আসাদউদ্দিন ওয়াইসি
 

2:49 PM (1 বছর আগে)

দেশে ওটিটি নতুন সুযোগ এনে দিয়েছে: অবিনাশ

Posted by :- soumita

ওটিটি প্ল্যাটফর্ম অন্যান্য মাধ্যম থেকে কতটা আলাদা? অবিনাশ তিওয়ারি বললেন, ' দেশে ওটিটি নতুন সুযোগ এনে দিয়েছে। বিশেষত আমাদের মতো নবীর অভিনেতাদের জন্য। আমরা সারা বিশ্বে সাংস্কৃতিক পার্থক্য তৈরি করতে পারি এই প্ল্যাটফর্মের মাধ্যমে।' 

Advertisement
2:43 PM (1 বছর আগে)

Agenda Aajtak 2022-র মঞ্চে অমিত ট্যাকার, ঐশ্বর্য সুস্মিতা ও অবিনাশ তিওয়ারি

Posted by :- soumita

চলছে Agenda Aajtak 2022। দ্বিতীয় দিনে মঞ্চে উপস্থিত অভিনেতা অমিত ট্যাকার, ঐশ্বর্য সুস্মিতা ও অবিনাশ তিওয়ারি। তিন অভিনেতা শেয়ার করছেন ওয়েব সিরিজ 'খাকী: দ্য বিহার চ্যাপ্টার'-র জার্নি। 

1:51 PM (1 বছর আগে)

আত্মজীবনী লিখবেন পরিণীতি চোপড়া

Posted by :- soumita

আত্মজীবনী প্রসঙ্গে পরিণীতি চোপড়া বললেন,  'আমার জীবনের গল্প আমি নিজে লিখব। মাথায় রয়েছে, কী লিখব। কিন্তু এখনও লেখালেখির কাজ শুরু হয়নি।'  

1:47 PM (1 বছর আগে)

বডি শেমিংকে আমি ইতিবাচক ভাবে নিয়েছি সব সময়: পরিণীতি

Posted by :- soumita

বডি শেমিং প্রসঙ্গে পরিণীতি চোপড়া বললেন, ' বডি শেমিং নিয়ে অন্যান্য অভিনেতাদের থেকে আমার মতামত একেবারে আলাদা। আমি সব সময় আমার শরীরে পরিবর্তন চেয়েছি। অনেক বেশি ওজন থাকায় অনেক সমস্যায় পড়তে হয়েছে একটা সময়। কিন্তু বডি শেমিংকে আমি পজিটিভ ভাবে নিয়েছি এবং সেই মতো জীবনে অনেক পরিবর্তন করেছি। তবে অনেকে এটাকে নেগেটিভভাবে নেয়। ট্রোলিংকে সমর্থন করি না, সেটা খারাপ। আপনাকে ভাবতে হবে কীভাবে আপনি আমার জীবনকে ভাবছেন।' 

1:35 PM (1 বছর আগে)

জীবন থেকে আমার কোনও অনুশোচনা নেই: পরিণীতি

Posted by :- soumita

পরিণীতি চোপড়া বললেন, "জীবনে আমি একটাই মন্ত্রে বিশ্বাসী। অতীতে কী হয়েছে ভাবি না, কাল কী হবে কেউ জানে না। অতীতের জীবন থেকে আমার কোনও অনুশোচনা নেই।" 

1:31 PM (1 বছর আগে)

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই: পরিণীতি

Posted by :- soumita

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান পরিণীতি চোপড়া। তাঁর কথায়, "অন্য ভাষায় কাজ করতে চাই। বিশেষে তামিল, তেলেগু বা অন্য দক্ষিণী ভাষায়। একটা ভাল স্ক্রিট এবং পরিচালক পেলেই, আমি অভিনয় করব। ভীষণ চাই এরকম একটা ভাল কাজ করতে।"

Advertisement
1:24 PM (1 বছর আগে)

Agenda Aajtak 2022-র মঞ্চে পরিণীতি চোপড়া

Posted by :- soumita

চলছে Agenda Aajtak 2022। দ্বিতীয় দিনে মঞ্চে উপস্থিত পরিণীতি চোপড়া। জীবনের অজানা সিক্রেটস শেয়ার করছেন বলিউড অভিনেত্রী। 

1:16 PM (1 বছর আগে)

স্থল সীমান্ত আর সমুদ্র সীমান্তের মধ্যে পার্থক্য রয়েছে: অ্যাডমিরাল হরি কুমার

Posted by :- sanjoy patra

স্থল সীমান্ত আর সমুদ্র সীমান্তের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে ১২ মাইলের মধ্যে আসা যায়। পাচার, অনুপ্রবেশ, বেআইনি মাছ ধরার মতো বিষয় থাকে। অ্যাজেন্ডা আজতকে বললেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হরি কুমার

1:14 PM (1 বছর আগে)

ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সহযোগী দেশগুলির সঙ্গে কাজ করছি: নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হরি কুমার

Posted by :- sanjoy patra

ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সহযোগী দেশগুলির সঙ্গে কাজ করছি। সহযোগী দেশগুলির নৌসেনার সঙ্গে আমরা মহড়াতে অংশ নিই। তথ্য আদান-প্রদান হয়।  অ্যাজেন্ডা আজতকে বললেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হরি কুমার

1:01 PM (1 বছর আগে)

ভারতীয় নৌবাহিনী ২০৪৭ সালের মধ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হবে: অ্যাডমিরাল হরি কুমার

Posted by :- sanjoy patra

ভারতীয় নৌবাহিনী ২০৪৭ সালের মধ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ হবে। অ্যাজেন্ডা আজতকে বললেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হরি কুমার

12:49 PM (1 বছর আগে)

প্রযুক্তির সঙ্গে কৌশল উন্নত করাও দরকার: এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী

Posted by :- Subhankar Mitra

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের লক্ষ্য কী, সেটা দেখিনি। সেই লক্ষ্যেই এগোচ্ছে কিনা। যুদ্ধ শেষে শর্ত কী? এ থেকে শিক্ষা পেলাম, দীর্ঘকালীন যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। ফলে লজিস্টিক বাড়াতে হবে আমাদের। প্রযুক্তির সঙ্গে দরকার কৌশলও। প্রযুক্তির সঙ্গে কৌশল উন্নত করাও দরকার: এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী 

Advertisement
12:46 PM (1 বছর আগে)

যুদ্ধ বদলে গিয়েছে: এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী

Posted by :- Subhankar Mitra

ট্র্যাডিশনাল যুদ্ধ আর নেই। ড্রোন এখন বিপজ্জনক হয়ে উঠেছে। ড্রোন বা সুপারসনিক হাতিয়ারের মোকাবিলাও করতে হচ্ছে। রুশ-ইউক্রেন যুদ্ধেও আমরা এটা দেখছি: এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী 

12:29 PM (1 বছর আগে)

সাইবার যুদ্ধের মোকাবিলায় তৈরি হচ্ছে বায়ুসেনা

Posted by :- Subhankar Mitra

আগামী দিনে সাইবার যুদ্ধে প্রস্তুতিও করছি আমরা। প্রযুক্তি হবে মেড ইন ইন্ডিয়া। আমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ভারতে তৈরি নেটওয়ার্কের উপর ভিত্তি করে তৈরি: এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী 

12:27 PM (1 বছর আগে)

রাশিয়ার যুদ্ধ থেকে কি শিক্ষা?

Posted by :- Subhankar Mitra

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে ৪টি জিনিস আমরা শিখেছি: এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী 

12:15 PM (1 বছর আগে)

শ্রমিকদের সামাজিক সুরক্ষা দেওয়া এই সরকারের অন্যতম লক্ষ্য

Posted by :- Soumen Karmakar

শ্রমিকদের সামাজিক সুরক্ষা দেওয়া এই সরকারের অন্যতম লক্ষ্য। যাতে শ্রমিকদের ভালো হয় সেই দিকে এই সরকার কাজ করবে। আমাদের লক্ষ্য মানুষের সঙ্গে থাকা।  

12:13 PM (1 বছর আগে)

কৃষকদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সরকার কাজ করছে

Posted by :- Soumen Karmakar

কৃষকদের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। সরকার সব সময় মানুষের সঙ্গে আছে। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই রাজ্যগুলির সরকার তাদের প্রতিশ্রুতি পালন করছে না। তবে বিজেপি করছে- ভূপেন্দ্র যাদব 

Advertisement
12:03 PM (1 বছর আগে)

বামপন্থা ভারতীয় সমাজে গ্রহণযোগ্য নয়

Posted by :- Soumen Karmakar

বামপন্থা ভারতীয় সমাজে গ্রহণযোগ্য নয়, তাই দেশ থেকে মুছে যাচ্ছে। বামপন্থীরা কংগ্রেসের সাহায্য নিয়ে অস্তিস্ত্ব টিকিয়ে রেখেছে আবার পরে সমর্থন সরিয়েও নিয়েছে। বামপন্থা দেশের ভবিষ্যৎ হতে পারে না - ভূপেন্দ্র যাদব 

11:33 AM (1 বছর আগে)

বিরোধী ঐক্য সম্ভব?

Posted by :- Subhankar Mitra

সব এজেন্সির স্বাধীনতা থাকা উচিত। ব্যক্তিত্ব নির্ভর রাজনীতি এ দেশে ব্যর্থ হয়েছে। মানুষই সরকার তৈরি করেন: প্রিয়াঙ্কা চতুর্বেদী  

আম আদমি পার্টি রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেবেন? নরেন্দ্র মোদীর মোকাবিলা করতে এরা একজোট হতে পারে না। মনীশ সিসোদিয়ার বাড়িতে ইডির হানার সময় কংগ্রেস তালি বাজাচ্ছিল। আর সনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডি তদন্তের সময় রাজ্যসভায় আপ নীরব ছিল। মমতা-সিপিএম এক জায়গায় আসতে পারে? আপ ও কংগ্রেস জোট করতে পারে? ১৯৭৭ সালে জয়প্রকাশ নারায়ণের মতো মুখ ছিল বলে সফল হয়েছিল বিরোধীরা। ১০ নেতা একজোট হলে সাধারণ মানুষ তাঁকে ভোট না-ও দিতে পারেন। দিল্লি পুরভোটে যারা আপকে ভোট দিয়েছে তারাই লোকসভায় নরেন্দ্র মোদীকে ভোট দেবে: সুশীল মোদী   

 

11:11 AM (1 বছর আগে)

২৪-এর চক্কর: ২০২৪ সালে মোদীর বিরুদ্ধে কে?

Posted by :- Subhankar Mitra

মোদীর বিপক্ষে বিরোধীদের মুখ কে? বিরোধী ঐক্য সম্ভব নয়। বিরোধী ঐক্য মরা ঘোড়ার মতো। মূল্যবৃদ্ধি, কোভিড যেভাবে নরেন্দ্র মোদী সামলেছেন, সেটা গোটা বিশ্বের অনেক দেশ পারেনি। ২০২৪ সালে নরেন্দ্র মোদী এই ভরসার নির্বাচন হতে চলেছে: বিজেপি নেতা সুশীল মোদী

ক্ষমতার পিছনে ছোটেন না রাহুল গান্ধী। মনমোহন সিং প্রস্তাব দেওয়া সত্ত্বেও নেননি। আর অন্যদিকে গুরুকে কোণঠাসা করে প্রধানমন্ত্রী হয়েছেন: কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল

সুশীল মোদী জনতা দলের নেতা। উনি কীভাবে বলছেন বিরোধী ঐক্য হবে না! অহংকার করা উচিত নয়। একটা সময় কংগ্রেস ৪০০ আসন পেত। এখন তারা ৫৬। মানুষই ভোট দেয়। সরকার গড়ে। ব্যাঙ্কের পর ব্যাঙ্কে ঋণখেলাপি। মূল্যবৃদ্ধি বাড়ছে। কালো টাকা আনতে পারেননি। বেকারত্ব ঊর্ধ্বমুখী। মুষ্টিমেয় শিল্পপতি বড়লোক হচ্ছেন: আপ নেতা সঞ্জয় সিং     

বেশি কথা বলছেন ওঁরা। জনতাই  ঠিক করবে কে ক্ষমতায় থাকবে আর কে থাকবে না: প্রিয়াঙ্কা চতুর্বেদী

11:09 AM (1 বছর আগে)

উচ্ছিষ্ট ফসল পোড়ানোর জন্য কোনও আর্থিক সহায়তা দেয় না কেন্দ্র: মান

Posted by :- Subhankar Mitra

উচ্ছিষ্ট ফসল পোড়ানোর সমস্যা গোটা উত্তর ভারতের। কেন্দ্রের আর্থিক সহায়তা দেওয়া উচিত। ওরা বলছে, সচেতন করতে। সচেতন করে কাজ হলে জনসংখ্যাও নিয়ন্ত্রণ হয়ে যেত: ভগবন্ত মান

10:56 AM (1 বছর আগে)

বিজেপি দক্ষিণে জিতলে মিডিয়া হইচই করে: মান

Posted by :- Subhankar Mitra

গুজরাটে আমরা প্রথমবারেই ৫টি আসন পেয়েছি। সেটা বড় করে দেখানো হচ্ছে না। অথচ দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বিজেপি ১টা আসন পেলেই মিডিয়া হইচই করে। বলে, বিজেপি খাতা খুলল। এই দ্বিচারিতা কেন: ভগবন্ত মান  

Advertisement
10:55 AM (1 বছর আগে)

'অ্যাজেন্ডা আজ তক'-এর দ্বিতীয় দিন

Posted by :- Subhankar Mitra

'অ্যাজেন্ডা আজ তক'-এর দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হল সকাল ১০টায়।  পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান অধিবেশনের প্রথম অতিথি।  সুশীল কুমার মোদী, শক্তি সিং গোহিল, সঞ্জয় সিং এবং প্রিয়াঙ্কা চতুর্বেদীর থাকবেন বিতর্কে। তার পর মঞ্চে থাকবেন পরিবেশ, বন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদব। দুপুর ১২টায় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী এবং অ্যাডমিরাল আর হরি কুমার মঞ্চে থাকবেন। এরপর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া নিজের ফিল্মি যাত্রা নিয়ে কথা বলবেন।  

Advertisement