scorecardresearch
 
Advertisement

কালকা মেলের নাম কেন নেতাজি এক্সপ্রেস? কারণ লুকিয়ে 'নেতাজির রহস্য সন্ধানে'- VIDEO

কালকা মেলের নাম কেন নেতাজি এক্সপ্রেস? কারণ লুকিয়ে 'নেতাজির রহস্য সন্ধানে'- VIDEO

আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু মৌলভীর ছদ্মবেশে কালকা মেল ​​ধরে পেশোয়ারে পৌঁছেছিলেন। নেতাজির সেই যাত্রাকে স্মরণীয় করে রাখতে ভারত সরকার কালকা মেলের নাম নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়েছে। এই গৌরবময় ইতিহাসের যোগ রয়েছে হুগলি জেলার চন্দননগরের সাথে। এখানকার বাসিন্দা প্রাক্তন রেলকর্মী ৮০ বছর বয়সী হরিশঙ্কর রায়ের বই 'নেতাজির রহস্য সন্ধানে' এর ৪৪ এবং ৪৬ নম্বর পাতায় তার এই যাত্রার বিস্তারিত বিবরণ আছে যা প্রমাণ হিসাবে মেনে ভারতীয় রেল কালকা মেলের নাম নেতাজি এক্সপ্রেস করার সিদ্ধান্ত নিয়েছে। বিস্তারিত জানতে দেখুন ভিকি সাহার প্রতিবেদন।

Advertisement