টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। বিসিসিআই-এর কাছে আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর এবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন কিং কোহলি। ১৪ বছরের কেরিয়ারের ইতি টানলেন তিনি। বিরাটকে বোঝানোর চেষ্টা করেছিল বিসিসিআই। তবে তাতেও যে কাজ হয়নি, তা সোমবারের দুপুরে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে পরিষ্কার।