টিম ইন্ডিয়া, আফগানিস্তানের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১১ জানুয়ারি মোহালিতে হয়েছে। ম্যাচে ভারতীয় দল আফগানিস্তানকে ১৫ বল বাকি থাকতে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। ম্যাচে ঠান্ডার কারণে খেলোয়াড়দের অস্বস্তিতে পড়তে হয়। তা সত্ত্বেও এই ম্যাচের ভারতীয় দলের পক্ষে সব ঠিকঠাক গিয়েছে।
মোহালিতে হওয়ায় ম্যাচে ভারতীয় দল এর সবচেয়ে বড় হিরো প্রমাণিত হয়েছেন টিমে কমব্যাক করা শিবম দুবে। তিনি ৪০ বলে ৬০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে আফগানদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে এসেছেন। তার ইনিংসে ২ ছক্কা এবং ৫ টি ৪ শামিল রয়েছে। এর আগে বল করে তিনি ১ টি উইকেটও নেন। সব মিলিয়ে শিবমের অলরাউন্ড পারফরমেন্স দলকে জয়ের পথে এগিয়ে দিয়েছে।
হার্দিকের জায়গায় শিবম?
এরপর সোশ্যাল মিডিয়ায় বিশেষজ্ঞরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। সেখানে কিছু লোকেরা মনে করছেন শিবম যদি লাগাতার সুযোগ পান এবং এই ধরনের পারফরম্যান্স রাখতে পারেন, তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে হার্দিক পান্ডিয়ার জায়গায় তিনি খেলতে পারেন। আসলে শিবম হার্দিকের মতোই দ্রুত রান তুলতে সক্ষম এবং হার্দিকের মতোই মিডিয়াম পেস বল করেন। ঠিকঠাক জায়গায় বল করার চেষ্টা করেন তিনি। টি-টোয়েন্টিতে যা অত্যন্ত কার্যকর।
১১ জানুয়ারির ম্যাচে শিবম ১২০ থেকে ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে ২ ওভার বোলিং করেন এবং ৯ রান দিয়েছেন মাত্র। পাশাপাশি তিনি আফগান ক্যাপ্টেন ইব্রাহিম জাদরানের উইকেটটিও নেন।
প্রাক্তন ক্রিকেটার রোহন গাভাস্কার একটি শোতে বলেছেন যে, যদি সুযোগ পান তাহলে শিবম দুবের নাম সবার আগে নেওয়া হবে। কারণ তিনি ৬০ রান করেছেন এবং তাও নট আউট। শিবমের বোলিংয়েরও প্রশংসা করেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাও। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে সকলেই শিবমের পারফরমেন্সে খুশি। এখন এর উপর তার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সিলেকশন মিলবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। হার্দিক পান্ডিয়া বাইরে থাকার সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে একজন পেস অলরাউন্ডার বিকল্প হিসেবে কাকে নেওয়া যায়। এর আগে সুযোগ পেলেও তেমন পারফর্ম করতে পারেননি। তবে এবার তিনি অনেক পরিণত ব্যাটিং করেছেন। জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার কাছে শিবমের সাফল্য একটা বাড়তি সুযোগ এনে দিয়েছে।
শিবমের পারফরম্যান্সে ধোনির প্রভাব
শিবম আইপিএলে চেন্নাই সুপার কিংসের জন্য খেলেন। শিবম ম্যাচের পর বলেন যে তিনি ধোনি ভাই এর কাছ থেকে কিছু জিনিস শিখেছেন। দুবে বলেন যে, কোন সিচুয়েশনে কেমন খেলতে হবে এটা অত্যন্ত জরুরি। ধোনিভাই কিছু টিপস দিয়েছেন যা আমাকে ভাল খেলতে সাহায্য করেছে। পাশাপাশি শিবম বলেন যে তিনি বলিংয়েও পরিশ্রম করছেন। অপেক্ষা করছেন যে ম্যাচে বোলিং কখন পাবেন। দুবে বলেন যে, তিনি ফিটনেস এর উপর কাজ করছেন। ডোমেস্টিক ক্রিকেটে তিনি বোলিং করেছেন। রোহিতের সঙ্গে টিউনিং এর বিষয়ে বলেন যে রোহিত তাঁকে বলেছেন, তোমাকে ২ বা ৩ ওভার বল করতে হবে। বাকিটা পরিস্থিতি বুঝে দেখা যাবে।
শিবম দুবার কেরিয়ার
সম্প্রতি ২০২৩ এশিয়ান গেমস এবং আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে ২ ইনিংস খেলেছেন। তাতে তিনি ২৫ নট আউট এবং ২২ নট আউট করেছেন। সেখানে মিডিয়াম পেস বল করে এশিয়ান গেমসের ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে একটি উইকেট তিনি পেয়েছিলেন। সেখানে একটা ওয়ানডে এবং ১৯ টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলেছেন। টি টোয়েন্টি ম্যাচে তার নামে ২১২ রান রয়েছে ১৪৯.৪৭৭ গড়ে।