IND-W vs SA-W: আজ ঐতিহাসিক ম্যাচ।নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। রবিবার, ২ নভেম্বর, মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ এর ফাইনাল। মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই প্রথমবার ফাইনালে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মধ্যে কোনও দলই ওঠেনি। ফলে আজকের খেলাটা আরও বেশি ঐতিহাসিক হতে চলেছে।
এর আগে ২০০৫ আর ২০১৭ দু’বারই ফাইনালে উঠে হেরেছিল ভারত। দু’বারই ক্যাপ্টেন ছিলেন মিতালি রাজ। এবার হারমানপ্রিত কৌরের হাতে ইতিহাস গড়ার সুযোগ। তৃতীয়বার ফাইনালে পা রেখেছে ভারতীয় মহিলা দল। এবার লক্ষ্য একটাই, ওয়ার্ল্ড কাপ জেতা।
ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এই নিয়ে টানা চার নম্বর ম্যাচ খেলবে ভারত। আগের তিন ম্যাচই এখানে জিতেছে ‘উইমেন ইন ব্লু’। ফলে পিচ, আবহাওয়া আর দর্শকের সমর্থন, সবই ভারতের পক্ষে। বিপরীতে দক্ষিণ আফ্রিকা প্রথমবার এই মাঠে নামছে। তাই চাপে থাকবেন ক্যাপ্টেন লরা ওলভোর্ডরা।
মাঠে আজ গর্জে উঠবে ত্রিশ হাজার দর্শক। “ইন্ডিয়া, ইন্ডিয়া” স্লোগানে মুখর থাকবে স্টেডিয়াম। তার মধ্যেই ফাইনালের লড়াই, হারমানপ্রিত বনাম লরা।
ভারতের ব্যাটিং-বোলিং ব্যালেন্স
সেমিফাইনালে ভারত খেলেছিল সবচেয়ে শক্তিশালী কম্বিনেশন নিয়ে। ব্যাটিং ছিল নম্বর ৮ পর্যন্ত। বোলিং অপশন ছিল ছ’জন। এই ভারসাম্যই আজ ভারতের বড় অস্ত্র।
রাধা যাদব আগের ম্যাচে খানিক খরচা করেছিলেন। তবু তাঁকেই রাখা হতে পারে। কারণ দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা প্রায় সবাই ডানহাতি। তাই বাঁহাতি স্পিনার রাধা কাজে আসতে পারেন।
দক্ষিণ আফ্রিকার চিন্তা
দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটস চোট পেয়েছিলেন অনুশীলনে। যদিও তিনি জানিয়েছেন, ফাইনালে খেলবেন। তবুও ফিটনেস নিয়ে আছে সংশয়। তাঁদের দলের বোলিং নির্ভর করবে মারিজান ক্যাপ আর ক্লাসের উপরে।
যদি পিচ ফ্ল্যাট হয়, তাহলে আফ্রিকা বাড়তি বোলার নামাতে পারে। ভারতীয় ব্যাটিংয়ের বিপক্ষে সেটাই হতে পারে ট্যাকটিক্যাল পরিবর্তন।
দুই দলের সম্ভাব্য একাদশ
ভারত: শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা, জেমিমা রডরিগস, হারমানপ্রিত কৌর (ক্যাপ্টেন), দীপ্তি শর্মা, ঋচা ঘোষ (উইকেটকিপার), অমনজোত কৌর, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, শ্রী চরনী, রেণুকা সিং ঠাকুর।
দক্ষিণ আফ্রিকা: লরা ওলভোর্ড (ক্যাপ্টেন), তাজমিন ব্রিটস, সুনে লুস, এনেরি ডার্কসেন, এনেরেকে বোশ, মারিজান ক্যাপ, সিনালো জাফতা (উইকেটকিপার), ক্লো ট্রায়ন, নাদিন ডিকলার্ক, আয়াবঙ্গা খাকা, ননকুলুলেকো ম্লাবা।
দুই দলের বিশ্বকাপ যাত্রা
ভারত এবার শুরু থেকেই আগ্রাসী। শেফালি আর স্মৃতির ব্যাটে এসেছে দ্রুত রান। রেণুকা ও দীপ্তির বোলিংয়ে গিয়েছে নিয়মিত উইকেট। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা প্রথমবার ফাইনালে উঠে লিখেছে নতুন ইতিহাস।
আজ জয় মানে শুধু কাপ নয়। এটা হবে দুই দশকের অপেক্ষার ইতি। মিতালিদের স্বপ্ন এবার পূরণ করতে পারে হারমানপ্রিতরা।
আজকের ম্যাচের মাহাত্ম্য
আজকের দিনটা নারী ক্রিকেটের জন্য ঐতিহাসিক। এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ভারত যদি জেতে, তা হবে ভারতের প্রথম মহিলা ওয়ানডে বিশ্বকাপ জয়।
আজ শুধু এক ম্যাচ নয়, এক স্বপ্নের লড়াই। লাখো দর্শক আজ তাকিয়ে থাকবে নবি মুম্বইয়ের আকাশের দিকে, যেখানে হয়তো উড়বে নীল পতাকা।