ভারতের সম্ভাব্য একাদশদক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতে ফেলেছে ভারত। এ বার টি২০-এর পালা। ৫ ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ আজ, ৯ ডিসেম্বর। এই খেলাটি হবে কটকে। তাই এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। সকলেই জানতে চাইছেন অধিনায়ক সূর্যকুমার যাদব কোন ১১ জনকে দলে নিয়ে মাঠে নামবেন। আর সেই উত্তর খোঁজারই চেষ্টা করলাম আমরা।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের টি২০ দল দারুণ ফর্মে রয়েছে। এই দলে ভারসাম্য বজায় রয়েছে। যার উপর ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১-এ জিতেছে সিরিজ জিতেছে মেন ইন ব্লু। তাই আশা করা হচ্ছে, সেই ধারা বজায় থাকবে এই সিরিজে।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে বারবারই ভারতীয় টি২০ দলে বদল এসেছে। একাধিক চেঞ্জ হয়েছে ব্যাটিং অর্ডারেও। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, এখন থেকে আর সেই সব পরীক্ষানিরীক্ষা খুব একটা বেশি হবে না। কিন্তু তাও ভারতের প্রথম একাদশ নিয়ে আগ্রহ রয়েছে মানুষের মনে। আসলে এই ম্যাচেই ফিরতে চলেছেন ভারতের স্টার অল রাউন্ডার হার্দিক পান্ডেয়া। তিনি খেললে দলের ব্যাটিং শক্তি বাড়বে। পাশাপাশি পেস বোলিং অ্যাটাক আরও ক্ষুরধার হবে। তাই তাঁর দিকে বাড়তি নজর থাকবে।
তবে মনে করা হচ্ছে, ভারতীয় দলে আজকের ম্যাচে একজন মাত্র স্পিনার থাকতে পারেন। সেক্ষেত্রে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর মধ্যে যে কোনও এক স্পিনার খেলার রয়েছে সম্ভাবনা। আর এমন পরিস্থিতিতে কুলদীপের চান্স পাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বোলিং দিকটা কেমন হতে পারে?
তিলক ভার্মা আজকের ম্যাচে পার্ট টাইম বোলার হিসেবে কাজ করতে পারেন। এর বেশি স্পিনার দলে থাকবে না বলেই মনে করা হচ্ছে।
আসলে কটকের পিচ লাল মাটিতে তৈরি। সেখানে জোরে বোলাররা সুবিধা পাবেন। তাই স্পিনার নিয়ে ভারতীয় দলের তেমন একটা মাথা ব্যথা এই ম্যাচে নেই।
ও দিকে আজকের ম্যাচে খেলতে পারেন শুভমন গিল। চোট সারিয়ে তিনি আপাতত ফিট। অভিষেক শর্মার সঙ্গে তিনিই আজ ওপেন করবেন বলে মনে করা হচ্ছে। আবার সঞ্জু স্যামসনকেও আজ নীল জার্সিতে দেখা যাবে।
তবে দল কী হতে পারে, সেই বিষয়টা নিয়ে খোলসা করে কিছুই জানাননি সূর্যকুমার। এই সিদ্ধান্ত ম্যাচের আগেই নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
ভারতীয় সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডেয়া, শিভম দুবে, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা।
দক্ষিণ আফ্রিকার একাদশ
এইডন মাক্রম (অধিনায়ক), রিজা হেনড্রিকস, কুইন্টন ডি কক (উইকেট কিপার), ডিওয়াল্ড ব্রিউইস, ট্রিস্টন স্টাববস, ডেভিড মিলার, মার্কো জেনসেন, দোনোভান ফেরেইরা, করবিন বশ, কেশব মহারাজ এবং আনরিচ নোটজে।