ষষ্ঠ বিদেশিকে সই করিয়ে ফেলল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। দুই বছরের জন্য সবুজ-মেরুনে রবসন রবিনহো। ফুটবলার জীবনের অসংখ্য সাফল্য রয়েছে ব্রাজিলের ক্লাব ফুটবলে। কয়েক মাস আগেই সাও পাওলো লিগে খেলেছেন নেইমার দ্য সিলভার বিরুদ্ধে। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলে গত তিন বছরে সাতটা ট্রফি জিতেছেন। তাঁর ব্যক্তিগত সাফল্যও চমকে দেওয়ার মতো।