scorecardresearch
 
Advertisement
খেলা

স্বল্প পোশাকে উষ্ণতা ছড়ালেন হার্দিকের স্ত্রী নাতাশা, রইল PHOTO

হার্দিক নাতাশা
  • 1/6

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেই তাঁদের পরিবারকে একসঙ্গে হোটেলে থাকার অনুমতি দিয়েছে বিসিসিআই। সেকারণেই ছেলে অগস্ত্য এবং স্ত্রী নাতাশাকে নিয়ে আমেদাবাদে রয়েছেন। চলতি টেস্ট সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে হার্দিক পান্ডিয়া সুযোগ পাননি। তবুও তাঁকে সংবাদ শিরোনামে হামেশাই আসতে দেখা যায়।

হার্দিক নাতাশা
  • 2/6

ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে আবার উঠে এলেন হার্দিকের স্ত্রী নাতাশা স্ট্য়ানকোভিচ। নাতাশা মাঝেমধ্যেই নিজের ফিটনেস ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতে থাকেন। আর সেটা দেখেই তাঁর সমর্থকেরা লাইকের ঝড় বইয়ে দেন।

হার্দিক নাতাশা
  • 3/6

এবার স্পোর্টস গিয়ার পরিহিত অবস্থায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেই স্বল্প পোশাকে ইতিমধ্যে আসমুদ্রহিমাচলে উষ্ণতা ছড়িয়েছেন নাতাশা। ভিডিওয় দেখা যাচ্ছে, "আই অ্যাম আ বার্বি গার্ল" গানের সঙ্গে তিনি উদ্দাম নাচ করছেন। আসলে ছেলে অগস্ত্য হওয়ার পর থেকেই নাতাশা নিজের পুরনো দেহসৌষ্ঠব ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন। আর এতদিনে তিনি সেই লক্ষ্য হাসিল করতে পেরেছেন।

Advertisement
হার্দিক নাতাশা
  • 4/6

অপরদিকে অন্য একটা কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন হার্দিক পান্ডিয়া। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে অনুশীলন চলাকালীন হাওয়ায় উড়ে গিয়ে একটা অসাধারণ ক্যাচ ধরলেন হার্দিক পান্ডিয়া। ক্যাচটি তিনি এক হাতে ধরেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, হার্দিক ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট, একদিনের এবং টি-২০ দলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। যদিও চলতি টেস্ট সিরিজ়ে তিনি এখনও খেলার সুযোগ পাননি। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন হার্দিক পান্ডিয়া।

হার্দিক নাতাশা
  • 5/6

২০১৮ সালে ইংল্যান্ড সফরে হার্দিক চারটে টেস্ট ম্যাচ খেলেছিলেন। হার্দিক আট ইনিংসে ২৩.৪৩ ব্যাটিং গড়ে মোট ১৬০ রান করেছিলেন। সেইসঙ্গে ১০ উইকেটও তিনি শিকার করেন। তবে ভারতীয় ক্রিকেট দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে খেলেছিলেন হার্দিক। সেইসঙ্গে তিনটে টি-২০ ম্যাচের সিরিজ়েও ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। তিনি ৩৮ ব্যাটিং গড়ে মোট ৭৮ রান করেন। এরমধ্যে সিডনিতে ২২ বলে ৪২ রানের একটা বিধ্বংসী ইনিংসও রয়েছে।

হার্দিক নাতাশা
  • 6/6

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়েও হার্দিকের খেলা প্রায় নিশ্চিত হয়েই গেছে। এর অর্থ হল, ভারতীয় ক্রিকেট সমর্থকেরা আরও একবার মাঠের মধ্যে হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী থাকতে পারবেন।

Advertisement