মাসে ৪ লক্ষ টাকা কম পড়িয়াছে? সুপ্রিম কোর্টে খোরপোষ মামলায় এমনটাই শুনতে হল মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানকে। কেন এমনটা বললেন বিচারপতি? দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে শামি ও হাসিনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে মাসে মাসে ৪ লক্ষ টাকা করে পান হাসিন জাহান। দেড় লক্ষ টাকা তিনি পান। বাকি আড়াই লাখ মেয়ের জন্য। কিন্তু সেই টাকায় চলছে না হাসিনের! সুপ্রিম কোর্টে তিনি আর্জি করেন, হুজুর এ টাকায় তো চলছে না! শামির আর্থিক ক্ষমতার তুলনায় খুবই কম! খোরপোষ বাড়াতে হবে। এহেন দাবিতেই সুপ্রিম কোর্টের মন্তব্য,'মাসে ৪ লক্ষ টাকাও কি কম নাকি?' হাসিনের আর্জির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ও শামিকে নোটিস পাঠিয়েছে আদালত।