scorecardresearch
 

Wriddhiman Saha: অরুণলালের অনুরোধেও কাজ হল না, বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ঋদ্ধি

প্রথমে শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন ঋদ্ধিমান। এরপর সাংবাদিক বোরিয়া মজুমদারের বিরুদ্ধে নাম না করেই হুমকির অভিযোগ তোলেন বাঙালি এই ক্রিকেটার। এরপর পারিবারিক কারণে রঞ্জি ট্রফির প্রথমিক পর্বের ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করেন ঋদ্ধিমান। সেই সময় তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস। আর এতেই ক্ষুদ্ধ ঋদ্ধিমান। বাংলা দল কোয়ার্টার ফাইনালে উঠলেও অরুণলালদের দলে খেলতে চাইছেন না ঋদ্ধি। আর এবার প্লে অফের আগে ইডেনকে নিজের ঘরের মাঠ বলে মানতেই চাইলেন না তিনি। উল্টে ইডেন তাঁর কাছে এখন 'অ্যাওয়ে গ্রাউন্ড'। 

Advertisement
ঋদ্ধিমান সাহা ছবি- টুইটার ঋদ্ধিমান সাহা ছবি- টুইটার
হাইলাইটস
  • বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ঋদ্ধিমান
  • শুক্রবার বেঙ্গালুরু উড়ে যাচ্ছে বাংলা

কাজ হল না অরুণ লালের অনুরোধেও, বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলেন ঋদ্ধিমান সাহা। বুধবারই বাংলা দল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন ঋদ্ধিমান। শুক্রবার রঞ্জি খেলতে বেঙ্গালুরু উড়ে যাচ্ছে বাংলা দল। জানা যাচ্ছে, ঋদ্ধিমানের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁকে আর অনুরোধের রাস্তায় হাঁটতে চাইছে না সিএবি। বাংলার ছেলে হলেও সোমবার ইডেন গার্ডেন্সকে নিজের অ্যাওয়ে গ্রাউন্ড হিসেবেই ঘোষণা ঋদ্ধি। কিছুটা অভিমানের সুরেই তিনি বলেন, ''আমি এখন গুজরাত টাইটান্সের হয়ে খেলছি। তাই মোতেরা আমার হোম গ্রাউন্ড। এখন কেকেআর-এর হয়ে খেলি না, তাই ইডেন আমার কাছে অ্যাওয়ে গ্রাউন্ড।'' তিনি আরও বলেন, ''এটা ঠিক, যে আমি ইডেনে অনেক ম্যাচ খেলেছি। তবে আগামীকালের ম্যাচ আমার কাছে অ্যাওয়ে ম্যাচের মতোই।''

ম্যাচে ০ রান করে আউট হলেও রাজস্থানকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে চলে যায় তাঁর দল। রবিবার নিজের 'হোম গ্রাউন্ডে' ফাইনাল খেলবেন ঋদ্ধি। 

ঋদ্ধিকে নিয়ে বিতর্ক থামছে না
প্রথমে শ্রীলঙ্কা সফরের দলে সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুলে বিতর্কে জড়িয়েছিলেন ঋদ্ধিমান। এরপর সাংবাদিক বোরিয়া মজুমদারের বিরুদ্ধে নাম না করেই হুমকির অভিযোগ তোলেন বাঙালি এই ক্রিকেটার। এরপর পারিবারিক কারণে রঞ্জি ট্রফির প্রথমিক পর্বের ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করেন ঋদ্ধিমান। সেই সময় তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস। আর এতেই ক্ষুদ্ধ ঋদ্ধিমান। বাংলা দল কোয়ার্টার ফাইনালে উঠলেও অরুণলালদের দলে খেলতে চাইছেন না ঋদ্ধি। আর এবার প্লে অফের আগে ইডেনকে নিজের ঘরের মাঠ বলে মানতেই চাইলেন না তিনি। উল্টে ইডেন তাঁর কাছে এখন 'অ্যাওয়ে গ্রাউন্ড'। 

আরও পড়ুন: বিয়ের পর ইডেনে বিরাট-রহুলদের খেলা দেখতে হাজির অরুণ লাল-বুলবুল

আরও পড়ুন: ভরা ইডেনে ব্যর্থ বিরাট, দর্শকদের আনন্দ দিল পাতিদারের শতরান

Advertisement

ভারতীয় দল নয়, গুজরাতকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য

গত রবিবার ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে যে ভারতীয় দল ঘোষণা করা হয়, তাতে জায়গা হয়নি বাংলার এই ক্রিকেটারের। এবারের আইপিএলে (IPL) নতুন দল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন ঋদ্ধি। এখনও পর্যন্ত ৯ ইনিংসে করে ফেলেছেন ৩১২ রান। পাশাপাশি উইকেটের পেছনেও তিনি যথেষ্ট ভরসা দিচ্ছেন হার্দিক পান্ডিয়ার দলকে। গুজরাতের প্লে-অফে যাওয়ার পিছনেও ঋদ্ধির অবদান কম নয়। সেই হিসেবেই আশা করা হয়েছিল, এবার অন্তত ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে ভারতীয় দলে নেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত সেটা আর হল না। যদিও এসব নিয়ে ভাবতে রাজি নন ঋদ্ধি। বরং আইপিএল প্লে-অফকেই পাখির চোখ করছেন পাপালি। সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানিয়ে গেলেন বাংলার এই উইকেটরক্ষক।

Advertisement