scorecardresearch
 

Mamata Banerjee: 'বাড়িতে রোজ ১০০ বার ফুটবল নাচাই,' বললেন মমতা

খেলা তিনি কতটা ভালোবাসেন, তা-ও প্রতিফলিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। বললেন, 'আমি রোজ বাড়িতে ১০০ বার ফুটবল (Football) নাচাই।'

Advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-- ফাইল ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-- ফাইল ছবি
হাইলাইটস
  • রোজ ১০০ বার ফুটবল নাচাই
  • ৫০ লক্ষ টাকা অনুদান
  • ইস্টবেঙ্গলের আর্কাইভ 

CM Mamata Banerjee: ইমামি-ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের নয়া সংগ্রহশালার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৫০ লক্ষ টাকা অনুদানের পাশাপাশি একাধিক ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। খেলা তিনি কতটা ভালোবাসেন, তা-ও প্রতিফলিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। বললেন, 'আমি রোজ বাড়িতে ১০০ বার ফুটবল (Football) নাচাই।'

রোজ ১০০ বার ফুটবল নাচাই

আজ অর্থাত্‍ বুধবার ইস্টবেঙ্গলের (East Bengal Club) নয়া সংগ্রহশালা উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, 'আমি রোজ বাড়িতে ১০০ বার ফুটবল নাচাই। আমি খেলতে ভালবাসি। সিপিএম আমলে মার খেতে খেতে, হাতে ও পায়ে দুটো করে অপারেশন হয়েছে। কিন্তু খেলাটা ভালবাসি, তাই খেলি। ছোটবেলায় পিট্টু, কাবাডি খেলেছি, গাছে উঠেছি, টেনিস খেলেছি, আদি গঙ্গায় সাঁতার কেটেছি।' তিনি আরও বলেন, 'স্পোর্ট ইউনিভার্সিটি তৈরি হবে, সেখানে অনেক ছেলেমেয়েরা তৈরি হবে, স্পোর্টস নিয়ে পড়াশোনা করবে তারা। জায়গা আমরা দেখে দেব।'

আরও পড়ুন: Emami East Bengal Mamata Banerjee: 'আগামী কয়েক বছর চিন্তা নেই,' ইমামি-ইস্টবেঙ্গল চুক্তি নিয়ে মমতা

৫০ লক্ষ টাকা অনুদান

মোহনবাগানকে ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। আজ ইস্টবেঙ্গল ও মহমেডানের জন্যও ৫০ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করলেন মমতা। 

আরও পড়ুন: ইস্টবেঙ্গল-মহমেডানকে ৫০ লক্ষ টাকা, রাজ্যে স্পোর্টস ইউনিভার্সিটিরও ঘোষণা মমতার

ইস্টবেঙ্গলের আর্কাইভ 

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের নয়া সংগ্রহশালায় থাকছে দুর্লভ সামগ্রী। ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদানের মুহূর্তগুলি সংরক্ষিত থাকছে সেখানে। ১৯৫৩ সালে রোমানিয়ার ক্লাবের সঙ্গে ইস্টবেঙ্গলের ম্যাচ থেকে শুরু করে ১৯৭০-র ইরানের পাস ক্লাবকে হারিয়ে আইএফএ শিল্ড জয়। কিংবা ২০০৩ সালের আশিয়ান কাপ চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত, সব দুর্লভ ও গর্বের মুহূর্ত থাকছে এই সংগ্রহশালায়। 

Advertisement

সাধারণের জন্যও সংগ্রহশালার দরজা খোলা থাকবে। ১৮ অগাস্ট থেকেই সাধারণ মানুষ ঘুরে দেখতে পারবেন ইস্টবেঙ্গলের ওই সংগ্রহশালা। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, দুপুর ২টো থেকে সন্ধে ৬টা পর্যন্ত সাধারণের জন্য দরজা খোলা থাকবে‌। ফুটবল নিয়ে গবেষণার জন্যও সংগ্রহশালা ব্যবহার করতে পারবেন গবেষকরা বলে জানা গিয়েছে।  

Advertisement