scorecardresearch
 

পাখির মতো উড়ে গিয়ে ক্যাচ ধরলেন হার্দিক পান্ডিয়া, দেখুন VIDEO

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যখন মাঠে থাকেন, তখন প্রত্যেকেই তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকেন। হার্দিক একার দমেই ভারতীয় ক্রিকেট দলকে বেশ কয়েকটা ম্যাচ জিতিয়েছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাননি হার্দিক। সেকারণে তাঁর সমর্থকেরাও আপাতত বঞ্চিত হয়ে রয়েছেন।

Advertisement
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলাকালীন অসাধারণ একটা ক্যাচ ধরেছিলেন হার্দিক পান্ডিয়া (ছবি - এপি) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলাকালীন অসাধারণ একটা ক্যাচ ধরেছিলেন হার্দিক পান্ডিয়া (ছবি - এপি)
হাইলাইটস
  • অনুশীলনের সময় অসাধারণ একটা ক্যচ নিলেন হার্দিক পান্ডিয়া
  • তিনি পাঁখির মতো উড়ে গিয়ে ক্যাচটি ধরেন
  • ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ় খেলতে পারেন হার্দিক পান্ডিয়া

ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যখন মাঠে থাকেন, তখন প্রত্যেকেই তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকেন। হার্দিক একার দমেই ভারতীয় ক্রিকেট দলকে বেশ কয়েকটা ম্যাচ জিতিয়েছেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দলে জায়গা পাননি হার্দিক। সেকারণে তাঁর সমর্থকেরাও আপাতত বঞ্চিত হয়ে রয়েছেন। তবে ক্রিকেট না খেললেও হার্দিককে নিয়ে যে আলোচনা হবে না, তেমন কথা ভাবাও আহম্মকের কাজ হবে। সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের অনুশীলন চলাকালীন হার্দিক এমন একটা ক্যাচ ধরলেন যা তাঁকে আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে। আপাতত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ক্যাচের ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে অনুশীলন চলাকালীন হাওয়ায় উড়ে গিয়ে একটা অসাধারণ ক্যাচ ধরলেন হার্দিক পান্ডিয়া। ক্যাচটি তিনি এক হাতে ধরেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, হার্দিক ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের টেস্ট, একদিনের এবং টি-২০ দলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। যদিও চলতি টেস্ট সিরিজ়ে তিনি এখনও খেলার সুযোগ পাননি। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন হার্দিক পান্ডিয়া।

২০১৮ সালে ইংল্যান্ড সফরে হার্দিক চারটে টেস্ট ম্যাচ খেলেছিলেন। হার্দিক আট ইনিংসে ২৩.৪৩ ব্যাটিং গড়ে মোট ১৬০ রান করেছিলেন। সেইসঙ্গে ১০ উইকেটও তিনি শিকার করেন। তবে ভারতীয় ক্রিকেট দলের হয়ে শেষ টেস্ট ম্যাচ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে খেলেছিলেন হার্দিক। সেইসঙ্গে তিনটে টি-২০ ম্যাচের সিরিজ়েও ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন তিনি। তিনি ৩৮ ব্যাটিং গড়ে মোট ৭৮ রান করেন। এরমধ্যে সিডনিতে ২২ বলে ৪২ রানের একটা বিধ্বংসী ইনিংসও রয়েছে।

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়েও হার্দিকের খেলা প্রায় নিশ্চিত হয়েই গেছে। এর অর্থ হল, ভারতীয় ক্রিকেট সমর্থকেরা আরও একবার মাঠের মধ্যে হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী থাকতে পারবেন।

Advertisement