scorecardresearch
 

South Africa vs India 1st ODI: ৩১ রানে হার ভারতের

Aajtak Bangla | কলকাতা | 19 Jan 2022, 10:03 PM IST

টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে হার ভুলে একদিনের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলা হচ্ছে বুধবার। এই ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে বোলিং করছে টিম ইন্ডিয়া। কেএল রাহুলের নেতৃত্বে টিম ইন্ডিয়া আফ্রিকায় জিততে চায়। সেই সঙ্গে সবার নজর থাকবে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দিকেও।

বিরাট কোহলি বিরাট কোহলি

টেস্ট সিরিজে ১-২ ব্যবধানে হার ভুলে একদিনের সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলা হচ্ছে বুধবার। এই ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে বোলিং করছে টিম ইন্ডিয়া। কেএল রাহুলের নেতৃত্বে টিম ইন্ডিয়া আফ্রিকায় জিততে চায়। সেই সঙ্গে সবার নজর থাকবে প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির দিকেও।

10:03 PM (2 বছর আগে)

৩১ রানে হারল ভারত

Posted by :- Jagrick Dey

শার্দূল ঠাকুর হাফ সেঞ্চুরি করলেও জেতাতে পারেননি। 

9:28 PM (2 বছর আগে)

চার রান করে ফিরলেন ভুবনেশ্বর কুমার

Posted by :- Jagrick Dey

আট উইকেট পড়ে গেল ভারতের। রান ২১৭। 

9:11 PM (2 বছর আগে)

সাত উইকেট হারাল ভারত

Posted by :- Jagrick Dey

 আউট হলেন অশ্বিন। ১৯৯ রানে সাত উইকেট হারাল ভারত। 

8:58 PM (2 বছর আগে)

আউট হলেন ভেঙ্কটেশ আইয়ার

Posted by :- Jagrick Dey

অভিষেক ম্যাচে দুই রান করে আউট ভেঙ্কটেশ। ১৮৮ রানে ছয় উইকেট হারাল ভারত। 

Advertisement
8:48 PM (2 বছর আগে)

আউট শ্রেয়স ও পন্ত

Posted by :- Jagrick Dey

হারের মুখে ভারত। ;পাঁচ উইকেট হারিয়ে ভারতের রান ১৮১। 

8:18 PM (2 বছর আগে)

আউট বিরাট

Posted by :- Jagrick Dey

১৫২ রানে তৃতীয় উইকেট পড়ে গেল ভারতের। প্রাক্তন অধিনায়ক আউট হলেন ৫১ রান করে। 

8:05 PM (2 বছর আগে)

আউট হলেন ধাওয়ান

Posted by :- Jagrick Dey

মাকরামের বলে ৭৯ রান করে আউট হলেন ধাওয়ান। ভারতের রান দুই উইকেট হারিয়ে ১৩৮। 

7:34 PM (2 বছর আগে)

১০০ রান করে ফেলল ভারত

Posted by :- Jagrick Dey

এক উইকেট হারিয়ে ১০০ রান করল ভারত। উইকেটে আছেন বিরাট ও ধাওয়ান। 

7:21 PM (2 বছর আগে)

অর্ধ শতরান করলেন ধাওয়ান

Posted by :- Jagrick Dey

দারুণ খেলছেন ধাওয়ান ও বিরাট। ১৫ ওভার শেষে ভারতের রান এক উইকেট হারিয়ে ৮০।

Advertisement
6:58 PM (2 বছর আগে)

আউট রাহুল

Posted by :- Jagrick Dey

ভারত অধিনায়কের উইকেট নিলেন মাকরাম। ১২ রান করে আউট তিনি। ভারতের রান এক উইকেটে ৫০।  

6:44 PM (2 বছর আগে)

ভাল শুরু করল ভারত

Posted by :- Jagrick Dey

পাঁচ ওভারে ভারতের ২৪ রান করেছে। উইকেটে টিকে প্রতি আক্রমণ করাই লক্ষ্য ভারতের দুই ব্যাটারের। 

5:57 PM (2 বছর আগে)

২৯৬ রান করল দক্ষিণ আফ্রিকার

Posted by :- Jagrick Dey

অসাধারণ ইনিংস ভ্যান ডুসেন ও বভুমার। ২৯৭ রান করতে হবে ভারতকে।  

5:46 PM (2 বছর আগে)

চতুর্থ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

Posted by :- Jagrick Dey

১১০ রান করে বুমরার বলে আউট হলেন বাভুমা। দক্ষিণ আফ্রিকার রান ২৭৪। 

4:56 PM (2 বছর আগে)

২০০ রান করে ফেলল দক্ষিণ আফ্রিকা

Posted by :- Jagrick Dey

দারুণ ব্যাট করছেন ভ্যান ডুসেন ও বাভুমা। ৩৯ ওভারে ২০০ পেরিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। 

Advertisement
4:40 PM (2 বছর আগে)

অর্ধ শতরান ভ্যান ডুসেনের

Posted by :- Jagrick Dey

৪৯ বলে ৫৪ রান করে ফেলেছেন ডুসেন। দক্ষিণ আফ্রিকা তিন উইকেট হারিয়ে ১৭৪ রান করেছে। 

4:25 PM (2 বছর আগে)

দেড়শ রান করে ফেলল দক্ষিণ আফ্রিকা

Posted by :- Jagrick Dey

৩১ ওভারে তিন উইকেটে ১৫১ রান করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। 

4:06 PM (2 বছর আগে)

অর্ধ শতরান বাভুমার

Posted by :- Jagrick Dey

৭৬ বলে ৫০ রান করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। 

4:00 PM (2 বছর আগে)

৪৬ বলে ৫০ রানের পার্টনারশিপ

Posted by :- Jagrick Dey

দারুণ ব্যাট করছেন বাভুমা ও ভ্যান দার ডুসেন। দক্ষিণ আফ্রিকার রান ২৬ অভার শেষে তিন উইকেট হারিয়ে ১২৩। 

3:46 PM (2 বছর আগে)

১০০ রান করে ফেলল দক্ষিণ আফ্রিকা

Posted by :- Jagrick Dey

তিন উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলল দক্ষিণ আফ্রিকা। 

Advertisement
3:24 PM (2 বছর আগে)

তিন উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

Posted by :- Jagrick Dey

রান আউট হলেন মাকরাম। মাত্র ৪ রান করে আউট হন তিনি। 

3:23 PM (2 বছর আগে)

আরও এক উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার

Posted by :- Jagrick Dey

দ্বিতীয় সাফল্য পেল ভারত। ১৬তম ওভারের প্রথম বলে ডি কককে বোল্ড করেন অশ্বিন। ডি কক ২৭ রান করে আউট হন। ১৬ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর- ৬৫/২।

2:37 PM (2 বছর আগে)

আউট হলেন মালান

Posted by :- Jagrick Dey

ভারতের সহ অধিনায়ক বুমরার বলে পান্তের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মালান।

 

2:14 PM (2 বছর আগে)

দুই দলের প্রথম একাদশ

Posted by :- Arindam

একনজরে দেখে নিন দক্ষিণ আফ্রিকায় প্রথম একদিনের ম্যাচে ভারতের প্রথম একাদশ।

2:01 PM (2 বছর আগে)

ভেঙ্কটেশ আইয়ারের অভিষেক

Posted by :- Jagrick Dey

সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ভেঙ্কটেশ। 
 

 

Advertisement
1:56 PM (2 বছর আগে)

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার

Posted by :- Jagrick Dey

টস জিতল দক্ষিণ আফ্রিকা।

 

Advertisement