আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বিপাকে ভারতীয় দল। বেঙ্গালুরুর মাঠে সাধারণ ভাবে ভালই রান ওঠে। সেখানেই মুখ থুবড়ে পড়ল ভারতের ব্যাটিং লাইনআপ।
প্রথম বল খেলতে নেমেই ০ রান করে ফিরতে হল বিরাট কোহলিকে। ফরিদ আহমেদের বলে আফগান ক্যাপ্টেন ইব্রাহিম জারদানের হাতে ক্যাচ দিয়ে প্রথম বলেই ফেরেন কিং কোহলি। আইপিএল-এ বেঙ্গালুরুর মাঠ তাঁর ঘরের মাঠ। সেখানে ব্যর্থ হলেন তিনি। টি২০ বিশ্বকাপ আগে এটাই ভারতের শেষ ম্যাচ সেখানে ভারতীয় দলের ব্যাটাররা রান করতে না পারা বেশ চিন্তায় রাখবে সমর্থকদের। যসশ্বী জয়সওয়াল চার রান করে আউট হন। গত দুই ম্যাচে ভাল ব্যাট করা শিবম দূবেও এদিন ব্যর্থ। ছয় বল খেলে মাত্র ১ রান করে আউট হন।
ওমরজাইয়ের বলে কিপার রাহামহমানুল্লা গুরবাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন শিবম। দারুণ ক্যাচ ধরেন আফগানিস্তান কিপার। সুযোগ পেলেও গোল্ডেন ডাকেই আউট হন উইকেট কিপার ব্যাটার সঞ্জু স্যামসন। ভারতীয় দলের একমাত্র আশা ক্যাপ্টেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং-এর ব্যাট। গত দুই ম্যাচে ব্যর্থ হলেও রোহিত এবারে দারুণ ছন্দে। সেভাবে মেরে খেলতে না পারলেও স্ট্রাইক রোটেট করে গিয়েছেন রোহিত। একটা সময় ২২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ধুঁকছিল ভারতীয় দল। একাই তিন উইকেট নিয়ে ভারতের ব্যাটিং-এর মেরুদন্ড ভেঙে দিয়েছেন ফরিদ আহমেদ। এদিনের ম্যাচে ফেরানো হয়েছে কুলদীপ যাদবকে।
সঞ্জু, আভেশ ও কুলদীপ সুযোগ পেয়েছেন
প্লেয়িং 11-এ তিনটি পরিবর্তন করেছেন রোহিত। অক্ষর প্যাটেল, আরশদীপ সিম্প এবং জিতেশ শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছিল, এবং সঞ্জু স্যামসন, আভেশ খান এবং কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হয়েছিল। আফগান দলেও এসেছে ৪টি পরিবর্তন। বাদ পড়েছেন ফজলহক ফারুকী, নূর আহমেদ, নবীন উল হক ও মুজিব উর রহমান। তাদের
তাদের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে শরফুদ্দিন আশরাফ, কায়েস আহমেদ, মোহাম্মদ সেলিম সাফি ও ফরিদ আহমেদ মালিককে।