scorecardresearch
 

IND vs ENG DAY 3 : ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংসে জয় ভারতের, অক্সরের ৫

Aajtak Bangla | আমেদাবাদ | 06 Mar 2021, 4:05 PM IST

India (IND) vs England (ENG) 3rd Test Day 3 Live Score: ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংস এবং ২৫ রানে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচের পাশাপাশি সিরিজ় ৩-১ ব্যবধানে জিতল ভারত। আর সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত।

4:05 PM (3 বছর আগে)

আর সেইসঙ্গে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস

Posted by :- koushik

ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংস এবং ২৫ রানে জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচের পাশাপাশি সিরিজ় ৩-১ ব্যবধানে জিতল ভারত। আর সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত। 

4:01 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

৫৪.২ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে ফিরে গেলেন ড্যান লরেন্স (৫০)।

4:00 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

৫৪.২ ওভারে অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন জ্যাক লিচ (২)।

3:43 PM (3 বছর আগে)

৫০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১২৫-৮

Posted by :- koushik

উইকেটে রয়েছেন জ্যাক লিচ -১ এবং ড্যান লরেন্স - ৪২

Advertisement
3:27 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

আবারও অক্সর প্যাটেল। এই নিয়ে পরপর টানা তিনটে ম্যাচে পাঁচ উইকেট শিকার করলেন অক্সর। ৪৫.১ ওভারে ঋষভ পান্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ডম বেস (২)।

3:26 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

৪৩.১ ওভারে অক্সর প্যাটেলের বলে প্রথম স্লিপে রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন বেন ফোকস (১৩)। বলটা প্রথম স্লিপ পর্যন্ত ক্যারি করেছিল কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু, টেলিভিশন আম্পায়ার স্পষ্ট আউট দিয়ে দিলেন।

2:59 PM (3 বছর আগে)

৪০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১০৪-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বেন ফোকস -১১ এবং ড্যান লরেন্স - ২৭

2:59 PM (3 বছর আগে)

৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৯৬-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বেন ফোকস - ৮ এবং ড্যান লরেন্স - ২২

2:42 PM (3 বছর আগে)

শুরু হল দিনের অন্তিম সেশনের খেলা

Posted by :- koushik

ভারতীয় বোলাররা কি আজই বাকি চারটে উইকেট শিকার করতে পারবেন? আজই কি শেষ হয়ে যাবে চতুর্থ টেস্ট ম্যাচ? সেই অপেক্ষাতেই আপাতত প্রহর গুনছে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা। আপাতত শুরু হল দিনের অন্তিম সেশনের খেলা।

Advertisement
2:22 PM (3 বছর আগে)

চা পানের বিরতি

Posted by :- koushik

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট ম্যাচে জয়লাভ ভারতের কাছে আর সময়ের অপেক্ষা। ইতিমধ্যে ইংল্যান্ডের ছ'টা উইকেট পড়ে গেছে। হাতে বাকি আর চার উইকেট। এই পরিস্থিতিতে ভারতের এক ইনিংসে জয় আটকাতে ইংল্যান্ডকে এখনও ৬৯ রান করতে হবে। অন্যদিকে ভারতের হাতে এখনও দু'দিন এবং একটা গোটা সেশন হাতে রয়েছে। আজ যদি দিনের শেষ সেশনে ভারতীয় বোলাররা আরও দুটো উইকেট ফেলে দিতে পারে, তাহলে আশা করা যেতে পারে আগামীকাল প্রথম সেশনের মধ্যেই গোটা টেস্ট ম্যাচ শেষ হয়ে যাবে। সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল টিকিট কনফার্ম করে ফেলতে পারবে।

2:05 PM (3 বছর আগে)

৩০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৭৮-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বেন ফোকস - ১ এবং ড্যান লরেন্স - ১১

1:45 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। এবার ফিরে গেলেন অধিনায়ক জো রুট (৩০)। অশ্বিনের বল সোজা রুটের প্যাডে আঘাত করে। ব্রিটিশ অধিনায়ক রিভিউ নিলেও কোনও লাভ হয়নি। ছ'উইকেট হারিয়ে ধঁকছে ইংল্যান্ড শিবির। 

1:43 PM (3 বছর আগে)

২৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৬৫-৫

Posted by :- koushik

উইকেটে রয়েছেন জো রুট - ৩০ এবং ড্যান লরেন্স - ০

1:42 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

২৪.৫ ওভারে অক্সর প্যাটেলের বলে ঋষভ পান্থের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন অলি পোপ (১৫)।

Advertisement
1:20 PM (3 বছর আগে)

১৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৫-৪

Posted by :- koushik

উইকেটে রয়েছেন জো রুট - ১৯ এবং অলি পোপ - ২

12:54 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৩.১ ওভারে ফিরে গেলেন বেন স্টোকস। উইকেটের দোষ নয়, ভারতের স্পিন আক্রমণ ইংল্যান্ড যে একেবারে সামলাতে পারছে না, সেটা কার্যত পরিষ্কার হয়ে গেছে। অক্সর প্যাটেলের এই বলটা খুব একটা বেশি ঘোরেনি। খানিকটা বাউন্স খেয়েই যায় স্টোকসের কাছে। লেগ স্লিপে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। বলটা স্টোকসের ব্যাটে লব করে কোহলির হাতে জমা পড়ে। পরপর চারটে উইকেট হারিয়ে ক্রমশ কোণঠাসা ইংল্যান্ড শিবির।

12:51 PM (3 বছর আগে)

১০ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ২০-৩

Posted by :- koushik

উইকেটে রয়েছেন জো রুট - ৮

12:51 PM (3 বছর আগে)

দূর্ভাগ্যজনক আউট!!

Posted by :- koushik

৯.৬ ওভারে অদ্ভূতভাবে আউট হলেন ডম সিবলে। টেলিভিশন আম্পায়ার সিদ্ধান্ত জানানোর আগেই প্যাভিলিয়নের পথে হাঁটা লাগালেন সিবলে। শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে ছিলেন শুভমান গিল। অক্সর প্যাটেলের বল ডিফেন্স করতে যান সিবলে। কিন্তু, বলটা গিলের পায়ে লেগে সোজা ওপরের দিকে উঠে গেল। সেই বল নজরে রেখেছিলেন উইকেটরক্ষক ঋষভ পান্থ। তিনি দৌড়ে সিলি পয়েন্টে গিয়ে বলটি ক্যাচ করেন। মাত্র ৩ রানে ফিরে যেতে হল সিবলেকে।

12:46 PM (3 বছর আগে)

পাঁচ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ১১-২

Posted by :- koushik

উইকেটে রয়েছএন ডম সিবলে - ১ এবং জো রুট - ১

Advertisement
12:45 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

পরের বলেই শিকার হলেন জনি বেয়ারস্টো। ৪.৫ ওভারে অশ্বিনের বল মিডল স্টাম্পে ড্রপ খায়। বেয়ারস্টোর ব্যাটের মুখ বন্ধ করা ছিল। বলটা ব্যাটে লেগে সোজা লেগ স্লিপে চলে যায়। সেখানে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। তিনি ওই ক্যাচ ধরতে কোনও ভুল করেননি। ০ রানে ফিরতে হল জনি বেয়ারস্টোকে।

12:42 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

৪.৪ ওভারে অশ্বিনের অফ ব্রেকে কাবু হলেন জ়াক ক্রলি। বলটা অনেকটাই ঘুরেছিল। ক্রলির ব্যাটের বাইরের কানা লেগে বল সোজা রাহানের কাছে চলে যায়। ৫ রানে ফিরতে হল জ়াককে।

12:40 PM (3 বছর আগে)

আবারও শুরু হল খেলা

Posted by :- koushik

ব্যাট করতে নামলেন জ্যাক ক্রলি এবং ডম সিবলে।

11:47 AM (3 বছর আগে)

তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি

Posted by :- koushik

ভারতের প্রথম ইনিংস শেষ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে খুব একটা বেশি সময় পেল না ইংল্যান্ড। ঘোষণা হয়ে গেল মধ্যাহ্নভোজের বিরতি। মাত্র তিন ওভার খেলা হয়েছে। বিনা উইকেটে ইংল্যান্ড ৬ রানে ব্যাটিং করছে। ব্যাট করছেন জ্যাক ক্রলি (৫) এবং ডম সিবলে (১)। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ভারতকে কত রানের লিড দিতে পারে, এখন সেটাই দেখার।

11:23 AM (3 বছর আগে)

শুরু হয়ে গেল ইংল্যান্ডের ব্যাটিং

Posted by :- koushik

ব্যাট করতে নামলেন জ্যাক ক্রলি এবং ডম সিবলে।

Advertisement
11:10 AM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১১৪.৪ ওভারে বেন স্টোকসের বলে বোল্ড হয়ে গেলেন মহম্মদ সিরাজ (০)। সেইসঙ্গে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। ভারত প্রথম ইনিংসে ৩৬৫ রান করল। ৯৬ রানে অপরাজিত থাকলেন ওয়াশিংটন সুন্দর। ইংল্যান্ডকে ১৬০ রানের লিড দিল ভারত।

11:08 AM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১১৪.১ ওভারে বেন স্টোকসের বলে lbw হলেন ইশান্ত শর্মা। তিনি রানের খাতা খুলতে পারলেন না। প্রথম বলেই তাঁকে ফিরতে বল। বলটা একেবারে মিডল স্টাম্প বরাবর ড্রপ পড়েছিল। সেকারণে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা করলেন না স্টোকস।

11:04 AM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

রান আউঠ হয়ে গেলেন অক্সর প্যাটেল। বলের পাশাপাশি ব্যাট হাতেও তিনি আজ কামাল দেখালেন। ১১৩.৬ ওভারে ৪৩ রানে তাঁকে ফিরতে হল। অক্সর ১ রান নিতে চাইছিলেন, কিন্তু, ওয়াশিংটন সুন্দর প্রস্তুত ছিলেন না। ততক্ষণে জনি বেয়ারস্টোর হাত থেকে বল রুটের হাতে চলে এসেছে। তিনি রান আউট করতে কোনও ভুল করলেন না।

11:03 AM (3 বছর আগে)

১১০ ওভার শেষে ভারতের স্কোর ৩৪৯-৭

Posted by :- koushik

উইকেটে রয়েছেন অক্সর প্যাটেল - ৩৬ এবং ওয়াশিংটন সুন্দর - ৮৯

10:33 AM (3 বছর আগে)

১০৫ ওভার শেষে ভারতের স্কোর ৩৩৩-৭

Posted by :- koushik

উইকেটে রয়েছেন অক্সর প্যাটেল - ৩৩ এবং ওয়াশিংটন সুন্দর - ৭৬

Advertisement
10:00 AM (3 বছর আগে)

১০০ ওভার শেষে ভারতের স্কোর ৩২০-৭

Posted by :- koushik

উইকেটে রয়েছেন অক্সর প্যাটেল - ২৬ এবং ওয়াশিংটন সুন্দর - ৭১

9:51 AM (3 বছর আগে)

শুরু হয়ে গেছে তৃতীয় দিনের খেলা

Posted by :- koushik

ব্যাট করতে নেমেছেন অক্সর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর।

Advertisement