scorecardresearch
 

T20 World Cup, IND vs PAK: 'বিরাট' লজ্জার হার ভারতের, ১০ উইকেটে জিতে ইতিহাস পাকিস্তানের

অনির্বাণ সিংহ রায় | দুবাই | 24 Oct 2021, 11:04 PM IST

India vs Pakistan Live| T20 World Cup | IND vs PAK Live Updates| ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই অন্যতম হাইভোল্টেজ লড়াই। ক্রিকেট ময়দানের সব লড়াই একদিকে ও ভারত পাকিস্তান ম্যাচ একদিকে। তবে এই ম্যাচে এবার ভারতকে টেক্কা দিয়ে দিল পাকিস্তান দল। ভারতকে হারিয়ে টি২০ বিশ্বকাপে ইতিহাসের সৃষ্টি করলেন বাবর আজমরা।

ব্যাট হাতে ভাল শুরু পাকিস্তানের। India vs Pakistan | ICC T20 World Cup 2021| ব্যাট হাতে ভাল শুরু পাকিস্তানের। India vs Pakistan | ICC T20 World Cup 2021|

হাইলাইটস্

  • দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটছে পাকিস্তানের
  • ভারত বনাম পাক হাইভোল্টেজ লড়াই ছিল রবিবার
  • ভারতকে ১০ উইকেটে হারাল পাকিস্তান
  • টি২০ বিশ্বকাপে ইতিহাস পাকিস্তানের

India vs Pakistan Live| T20 World Cup | IND vs PAK Live Updates| ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই অন্যতম হাইভোল্টেজ লড়াই। ক্রিকেট ময়দানের সব লড়াই একদিকে ও ভারত পাকিস্তান ম্যাচ একদিকে। তবে এই ম্যাচে এবার ভারতকে টেক্কা দিয়ে দিল পাকিস্তান দল। ভারতকে হারিয়ে টি২০ বিশ্বকাপে ইতিহাসের সৃষ্টি করলেন বাবর আজমরা।

11:04 PM (2 বছর আগে)

লজ্জার হার বিরাট কোহলিদের, ১০ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস পাকিস্তানের

Posted by :- anirban

দুরন্ত ব্যাটিং ভারতের বিরুদ্ধে। এই প্রথম কোনও বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান। টি২০ বিশ্বকাপে অন্যতম ইতিহাস সৃষ্টি করল বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। ব্যাট হাতে প্রথমেই ব্যর্থ হয়েছিল ভারতীয় দল। অন্যদিকে, বল হাতে পুরোপুরি ব্যর্থতার মুখে পড়ল ভারত।

ব্যাট হাতে ৭৮ রানে অপরাজিত ম্যাচ জেতালেন রিজওয়ান ও অপরাজিত ৬৮ রানের ইনিংস খেললেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ১৭.৫ ওভারে ১৩ বল বাকি থাকতে জয়ের রান তুলে নিল পাকিস্তান দল।

10:53 PM (2 বছর আগে)

১৮ বলে ১৭ রান চাই পাকিস্তানের

Posted by :- anirban

১৭ ওভারে পাকিস্তানের স্কোর ১৩৫ রান। প্রায় ১০ উইকেটে ভারতকে হারানোর দিকে এগোচ্ছে পাকিস্তান। ব্যাট হাতে বিপর্যয়ের পর বল হাতেও ব্যর্থ ভারতীয় দল।

10:47 PM (2 বছর আগে)

১৬ ওভার শেষে ১২৮ রানে শূন্য উইকেট পাকিস্তানের

Posted by :- anirban

জয়ের কাছাকাছি পাকিস্তান দল। ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়ে যেতে পারে পাকিস্তান দল। ব্যাট হাতে ১৬ ওভার শেষে ১২৮ রানে শূন্য উইকেট পাকের। ২৪ বলে পাকিস্তানের বাকি ২৪ রান। পাকিস্তানের দুই ওপেনারই হাফ সেঞ্চুরি সেরে ফেলেছেন। ৬১ রানে খেলছেন রিজওয়ান। ৬৩ রানে খেলছেন বাবর আজম। বল হাতে খুবই খারাপ পারফরম্যান্স ভারতের।

 

 

 

 

10:27 PM (2 বছর আগে)

১২ ওভারে ৮৫ রানে শূন্য উইকেট পাকিস্তানের

Posted by :- anirban

প্রায় চালকের আসনে পাকিস্তান। ১২ ওভারে ৮৫ রান করে ফেলেছে পাকিস্তান। ৪৮ বলে বাকি ৬৭ রান। ব্যাকফুটে ভারত।

Advertisement
10:18 PM (2 বছর আগে)

১০ ওভারে ৭১ রান পাকিস্তানের

Posted by :- anirban

১০ ওভার শেষে ৭১ রান পাকিস্তানের। একটাও উইকেট নিতে ব্যর্থ ভারতীয় দল। বল হাতে কোনও ভাবেই সাফল্য পেলেন না ভারতীয় বোলাররা।

 

 

10:08 PM (2 বছর আগে)

১২ ওভারে ১০০ রান চাই পাকিস্তানের

Posted by :- anirban

ব্যাট হাতে ১২ ওভারে ১০০ রান জয়ের জন্য চাই পাকিস্তানের। এখনও খেলা ৫০-৫০ হলেও বেশিরভাগটা ঝুঁকে রয়েছে পাকিস্তান দলের দিকেই। এখনও পর্যন্ত উইকেট হারায়নি পাকিস্তান। ৮ ওভার শেষে উইকেট না হারিয়ে পাকিস্তানের স্কোর ৫২ রান।

10:04 PM (2 বছর আগে)

৭ নম্বর ওভারে বল করতে এসে মাত্র ৩ রান দিলেন জাদেজা

Posted by :- anirban

৭ ওভার শেষে ৪৬ রানে শূন্য উইকেট পাকিস্তানের। ভাল বোলিং করলেন রবীন্দ্র জাদেজা। ২৭ রানে অপরাজিত ব্যাট করছেন মহম্মদ রিজওয়ান ও ১৮ রানে খেলছেন বাবর আজম।

10:02 PM (2 বছর আগে)

পাওয়ার প্লে শেষে ৪৩ রানে শূন্য উইকেট পাকিস্তানের

Posted by :- anirban

৬ ওভার শেষে ৪৩ রানে শূন্য উইকেট পাকিস্তানের। বল হাতে এখনও পর্যন্ত কোনও রকমের সুবিধাই করতে পারলেন না বিরাট কোহলির দলের ক্রিকেটাররা। ব্যাট হাতে ভাল খেলছেন বাবর আজম ও রিজওয়ান। বল হাতে প্রথম থেকেই উইকেট নিতে ও রান থামাতে ব্যর্থ ভারতীয় বোলাররা।

9:57 PM (2 বছর আগে)

৫ ওভার শেষে ৩৫ রান পাকিস্তানের

Posted by :- anirban

৯০ বলে ১১৭ রান বাকি পাকিস্তানের। এখনও একটিও উইকেট হারায়নি পাকিস্তান দল। ব্যাট হাতে ভালো শুরু পাক ওপেনারদের। বল হাতে সেভাবে নজর কাড়তে পারছেন না ভারতীয় বোলাররা। ৫ ওভারে ৩৫ রানে শূন্য উইকেট পাকিস্তানের। 

 

 

Advertisement
9:50 PM (2 বছর আগে)

৪ ওভার শেষে ২৪ রানে শূন্য উইকেট পাকিস্তানের

Posted by :- anirban

চতুর্থ ওভারটি ভারতের হয়ে ভাল বোলিং করলেন বরুণ চক্রবর্তী। বল হাতে মাত্র ২ রান দিলেন বরুণ। ৪ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২৪ রানে শূন্য উইকেট।

9:46 PM (2 বছর আগে)

৩ ওভারে ২২ রান পাকিস্তানের

Posted by :- anirban

তিন নম্বর ওভারে বল করলেন বুমরা। ৩ ওভারে ২২ রানে শূন্য উইকেট পাকিস্তানের।

9:42 PM (2 বছর আগে)

প্রথম ২ ওভারে ১৮ রান করল পাকিস্তান

Posted by :- anirban

শুরুটা ভাল করল পাকিস্তান দল। প্রথম ওভারে ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে ভাল ব্যাটিং পাক ওপেনিং জুটির। ২ ওভারে ১৮ রানে শূন্য উইকেট পাক দলের।

9:23 PM (2 বছর আগে)

১৫১ রানে ৭ উইকেট হারিয়ে শেষ হল ভারতের ইনিংস, পাকিস্তানের টার্গেট ১৫২ রান

Posted by :- anirban

ব্যাট হাতে যেভাবে শুরুটা করেছিল ভারতীয় দল, সেখান থেকে ম্যাচ বাক কিছুটা নিজেদের দিকে ঘোরালেন বিরাট কোহলি। ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলেন বিরাট। একই সঙ্গে অন্যদিকে পন্থের ইনিংসও বেশ কার্যকরি ভূমিকা দেয় দলকে। অবশেষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে বিরাট কোহলিরা। ব্যাট হাতে ১১ রানে আউট হন হার্দিক পান্ডিয়া। শেষে ৫ রানে অপরাজিত থাকেন ভুবনেশ্বর কুমার ও শূন্য রানে অপরাজিত থাকেন শামি।

পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে ইনিংস শেষে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। ২টি উইকেট নেন হাসান আলি ও ১টি করে উইকেট নেন শাদাব খান ও হরিন রওফ।

 

 

9:13 PM (2 বছর আগে)

১৯ ওভারে ১৪৪ রানে ৬ উইকেট ভারতের

Posted by :- anirban

ব্যাট হাতে খেলছেন হার্দিক ও ভুবনেশ্বর। ১৯ ওভার শেষে ভারতের স্কোর ১৪৪ রানে ৬ উইকেট। শেষ ওভারের খেলা বাকি ভারতের ইনিংসের।

Advertisement
9:10 PM (2 বছর আগে)

আউট হলেন বিরাট কোহলি

Posted by :- anirban

পাকিস্তানের বিরুদ্ধে লড়াকু ইনিংস শেষ হল বিরাট কোহলির। ৪৯ বলে ৫৭ রান করে আউট হলেন বিরাট। শাহিন আফ্রিদির বলেই আউট হলেন বিরাট। কোহলির ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ১টি ছয় দিয়ে। বল হাতে পাকিস্তানের হয়ে প্রথম থেকেই নজর কাড়লেন আফ্রিদি। 

9:03 PM (2 বছর আগে)

আউট হয়ে ড্রেসিং রুমে ফিরলেন জাদেজা! ১৩ রানে আউট জাদ্দু

Posted by :- anirban

মাত্র ১২ বলে ১৩ রান করে আউট হলেন রবীন্দ্র জাদেজা। বিরাট একদিকে খেললেও অন্যদিকে, শেষ পর্যন্ত খেলতে পারলেন না জাদেজা। ১৭.৪ ওভারের মাথায় ১২৫ রানে ৫ উইকেট হারাল ভারত।

9:00 PM (2 বছর আগে)

৪৫ বলে ৫০ রান করল বিরাট কোহলি

Posted by :- anirban

পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটে ঝড় উঠল বিরাট কোহলির। ফর্মে ফিরলেন কিং কোহলি। মাত্র ৪৫ বলে ৫০ রান সারলেন বিরাট।

 

 

8:59 PM (2 বছর আগে)

১৭ ওভারে ১১৪ রানে ৪ উইকেট ভারতের

Posted by :- anirban

ব্যাট হাতে লড়াই করছেন বিরাট কোহলি। ভারতীয় দল ১৭ ওভার শেষে ১১৪ রানে ৪ উইকেট। খেলছেন জাদেজাও। বাকি আর ৩ ওভার।

 

8:54 PM (2 বছর আগে)

১৬ ওভারে ১১০ রানে ৪ উইকেট ভারতের

Posted by :- anirban

১৬ ওভারে ১১০ রানে ৪ উইকেট ভারতের। ব্যাট হাতে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। সঙ্গে ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা।

 

 

Advertisement
8:49 PM (2 বছর আগে)

১৫ ওভারে ১০০ রান ভারতের

Posted by :- anirban

১০০ রান করল ভারত। ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান ভারতের। ব্যাট হাতে ৩৫ বলে ৩৭ রানে অপরাজিত বিরাট। ৮ বলে ৬ রান করে ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা। এরপর ব্যাট হাতে ভারতের হয়ে নামবেন হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমাররা।

8:45 PM (2 বছর আগে)

১৪ ওভারে ৯৬ রানে ৪ উইকেট ভারতের

Posted by :- anirban

১৪ ওভারে ৯৬ রানে ৪ উইকেট ভারতের। ৩৫ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। ৪ রানে খেলছেন রবীন্দ্র জাদেজা।

8:37 PM (2 বছর আগে)

৩০ বলে ৩৯ করে আউট হলেন ঋষভ পন্থ

Posted by :- anirban

মাত্র ৩০ বলে ৩৯ রানের ভাল ইনিংস খেলে আউট হলেন ঋষভ পন্থ। ১২.২ ওভারের মাথায় ৮৪ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল।

8:34 PM (2 বছর আগে)

১২ ওভারে ৮১ রানে ৩ উইকেট ভারতের

Posted by :- anirban

২৭ বলে ২৮ রান খেলছেন বিরাট। ২৮ বলে ৩৭ রানে খেলছেন ঋষভ পন্থ। ১২ ওভার শেষে ভারতের স্কোর ৮১ রানে ৩ উইকেট। ছন্দে ফিরছে ভারত।

8:21 PM (2 বছর আগে)

১০ ওভারে ৬০ রানে তিন উইকেট

Posted by :- anirban

১০ ওভার শেষে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের স্কোর ৬০ রানে ৩ উইকেট। অপরাজিত ব্যাট করছেন বিরাট কোহলি ২৪ বলে ২৬ রানে। ১৯ বলে ১৯ রানে ব্যাট করছেন ঋষভ পন্থ। 

 

 

Advertisement
8:13 PM (2 বছর আগে)

৮ ওভারে ৪৩ রানে ৩ উইকেট ভারতের

Posted by :- anirban

ব্যাট হাতে খেলছেন বিরাট কোহলি ও ঋষভ পন্থ। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৪৩ রানে ৩ উইকেট।

8:04 PM (2 বছর আগে)

৬ ওভারে ৩৬ রানে ৩ উইকেট ভারতের

Posted by :- anirban

পাওয়ার প্লে-তে পুরোপুরি ব্যাকফুটে ভারতীয় দল। ৩ উইকেট হারিয়ে ফেলল ভারত। ৬ ওভার শেষে ৩৬ রানে ৩ উইকেট ভারতের। ১৮ বলে ২০ রানে অপরাজিত বিরাট। খেলছেন ঋষভ পন্থও।

8:02 PM (2 বছর আগে)

৩১ রানে ৩ উইকেট, পাওয়ার প্লে-তে ব্যাকফুটে ভারত

Posted by :- anirban

৩১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। এবা ৮ বলে ১১ রান করে হাসান আলির বলে আউট হলেন সূর্যকুমার যাদব।

7:57 PM (2 বছর আগে)

৫ ওভারে ৩০ রানে ২ উইকেট

Posted by :- anirban

পঞ্চম ওভারে ব্যাট হাতে দাপট দেখালেন বিরাট কোহলি। শাহিন আফ্রিদিকে ছয় মারেন তিনি। ১৫ বলে ১৫ রানে খেলছেন বিরাট। ৬ বলে ১১ রানে খেলছেন সূর্যকুমার। ৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩০ রান ভারতের।

7:52 PM (2 বছর আগে)

৪ ওভারে ২১ রানে ২ উইকেট ভারতের

Posted by :- anirban

৪ ওভার শেষে ২১ রান ভারতের। হারিয়েছে ২ উইকেট। খেলছেন বিরাট ও সূর্যকুমার যাদব।

Advertisement
7:48 PM (2 বছর আগে)

৩ ওভারে ১৪ রান ভারতের ২ উইকেট হারিয়ে

Posted by :- anirban

২ উইকেট হারিয়ে ৩ ওভার শেষে ১৪ রান ভারতের। খেলছেন বিরাট কোহলি ৪ রানে ও সূর্যকুমার যাদব ৭ রানে।

7:44 PM (2 বছর আগে)

৬ রানে ২ উইকেট হারাল ভারত

Posted by :- anirban

রোহিতের পর এবার ফিরে গেলেন ওপেনার লোকেশ রাহুল। ৩ রান করে আউট হলেন রাহুল। পাকিস্তানের হয়ে দ্বিতীয় উইকেট তুলে নিল শাহিন আফ্রিদি।

 

 

7:41 PM (2 বছর আগে)

২ ওভার শেষে ৬ রানে ১ উইকেট ভারতের

Posted by :- anirban

দ্বিতীয় ওভারে ৪ রান যোগ করল বিরাট, রাহুল জুটি। দ্বিতীয় ওভার শেষে ৬ রানে ১ উইকেট ভারতের। দ্বিতীয় ওভারে স্পিনার ইমাদ ওয়াসিমকে বোলিং করিয়েছে পাকিস্তান দল। ৩ রানে খেলছেন বিরাট ও ৩ রান রাহুলের।

7:37 PM (2 বছর আগে)

ভারত-পাক মহারণ! প্রথমেই রোহিতকে হারাল ভারত

Posted by :- anirban

১ রানে ১ উইকেট হারাল ভারত। পাকিস্তানের বিরুদ্ধে শূন্য রানে শাহিন আফ্রিদির বলে আউট হয়ে ফিরলেন রোহিত শর্মা। প্রথম ওভারে ২ রানে ১ উইকেট ভারতের। হাইভোল্টেজ ম্যাচে শুরুটা ভাল হল না ভারতের।

7:32 PM (2 বছর আগে)

ব্যাট হাতে ভারতের হয়ে ওপেন করতে নামলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল

Posted by :- anirban

ব্যাট হাতে ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। টান-টান উত্তেজনায় ভারত পাকিস্তান ম্যাচ।

ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা। গ্যালারিতে ভিড় ভারতীয় সমর্থকদের।
ভারত-পাক ম্যাচ ঘিরে উত্তেজনা। গ্যালারিতে ভিড় ভারতীয় সমর্থকদের। ছবি- গেটি।
Advertisement
7:15 PM (2 বছর আগে)

ভারতীয় দলের একাদশ

Posted by :- anirban

লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা।

 

 

7:12 PM (2 বছর আগে)

ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একাদশ

Posted by :- anirban

বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফকর জামান, মহম্মদ হাফিজ, আসিফ আলি, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, হ্যারিস রওফ, শাহিন আফ্রিদি।

 

 

7:05 PM (2 বছর আগে)

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের! ব্যাট হাতে নামবেন বিরাটরা

Posted by :- anirban

প্রথমে ব্যাটিং করবে ভারতীয় দল। টসে জিতে পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম প্রথমে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল। ডিউ ফ্যাক্টরের কারণে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত জানাল বাবর।

6:47 PM (2 বছর আগে)

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে স্টেডিয়ামের পথে ভারতীয় দল

Posted by :- anirban
6:40 PM (2 বছর আগে)

মেন্টর ধোনি হতে পারেন এই ম্যাচে ফ্যাক্টর

Posted by :- anirban

বিরাট কোহলি অধিনায়ক হিসাবে খুব একটা সীমিত ওভারের ক্রিকেটে নজর কাড়তে পারেননি। কিন্তু ধোনি ভারতের হয়ে অধিনায়ক হিসাবে জিতেছেন বিশ্বকাপ। আর সেই ধোনিই এবার ২০২১-র টি২০ বিশ্বকাপের জন্য মেন্টর। আর সেই ধোনিই কোনও ভাবে এক্স ফ্যাক্টর হয় কী না সেটা এখন দেখার। দলের সঙ্গে ইতিমধ্যেই বেশ ভাল করে কাজ করছেন মাহি।

 

Advertisement
6:35 PM (2 বছর আগে)

এই ম্যাচে ভাল ব্যাটিং করার লক্ষ্যে বিরাট কোহলি

Posted by :- anirban

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে টি২০ ম্যাচে সবকটাতেই ভাল খেলেছে। ব্যাট হাতে তাঁকে আউট করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান দল। আর সেই ফর্মই ২০২১-র এই টি২০ বিশ্বকাপে বজায় রাখতে চান কিং কোহলি। এই ম্যাচ হাই ভোল্টেজ, বাড়তি চাপ থাকবেই। তবুও চাপ নিয়েই খেলতে ভালবাসেন বিরাট কোহলি। ম্যাচের আগের দিন বেশ খোশ মেজাজেই দেখা গিয়েছে বিরাট অ্যান্ড কোং কে।

6:31 PM (2 বছর আগে)

ভারত বনাম পাকিস্তান দ্বৈরথে এগিয়ে বিরাটরাই

Posted by :- anirban

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হওয়ায় ক্রিকেট ভ্রাতৃত্বের সকলের চোখ আজ রাতে দুবাইয়ের যুদ্ধের দিকে থাকবে। এই ব্লকবাস্টার সংঘর্ষে কে জয়লাভ করে সেটাই একন দেখার!

পাঁচ বছর আগে কলকাতায় বিশ্বকাপের সময় ভারত এবং পাকিস্তান সর্বশেষ একে অপরের সাথে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। বলার অপেক্ষা রাখে না যে ভারত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিরুদ্ধে তাদের অপরাজিত রেকর্ডকে ৫-০ তে নিয়ে যাওয়ার জন্য সেই স্বল্প স্কোরিং গেমটি সহজেই জিতেছে। দ্য মেন ইন ব্লু প্রকৃতপক্ষে, আজ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১ টি-টোয়েন্টি হেরেছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের উপরে ৫-০ ব্যবধানে রেকর্ড রয়েছে।

Advertisement