scorecardresearch
 

India vs Zimbabwe series: কেন ধাওয়ানকে বাদ দিয়ে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রাহুল?

রোহিত শর্মার ডেপুটি হিসেবেই দলে র‍য়েছেন রাহুল। তাই তাঁর ফিরে আসার সঙ্গে সঙ্গে তাঁকেই অধিনায়ক হিসেব ঘোষণা করেছে বোর্ড। আর ধাওয়ানকে ওয়ানডে বিশ্বকাপের জন্য দলে রাখার কথা ভাবছে। আর সেই জন্যই দলে রয়েছেন তিনি। এই মরশুমে সাত নতুন ক্যাপ্টেন পেয়েছে টিম ইন্ডিয়া। একের পর এক ক্রিকেটারের চোট, বিশ্রামের জন্য এই পদক্ষেপ নিতে হয় বোর্ডকে। 

Advertisement
শিখর ধাওয়ান ও কেএল রাহুল শিখর ধাওয়ান ও কেএল রাহুল
হাইলাইটস
  • জিম্বাবোয়ে সিরিজে ক্যাপ্টেন রাহুল
  • জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল

ফিট হয়ে ভারতীয় দলে ফিরলেন কেএল রাহুল (KL Rahul)। রোহিত শর্মার (Rohit Sharma) অনুপস্থিতিতে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। এমনটাই বিসিসিআই (BCCI) জানিয়ে দিয়েছে। তবে বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে বিশ্রামে ছিলেন রোহিত শর্মা। চোটের জন্য ও পঅরে কোভিড আক্রান্ত হওয়ায় বাদ যেতে হয় রাহুলকে। এই অবস্থায় ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে সিরিজ জেতান ভারতের অপর ওপেনার শিখর। 

কেন ফের রাহুলকে দায়িত্ব 

রোহিত শর্মার ডেপুটি হিসেবেই দলে র‍য়েছেন রাহুল। তাই তাঁর ফিরে আসার সঙ্গে সঙ্গে তাঁকেই অধিনায়ক হিসেব ঘোষণা করেছে বোর্ড। আর ধাওয়ানকে ওয়ানডে বিশ্বকাপের জন্য দলে রাখার কথা ভাবছে। আর সেই জন্যই দলে রয়েছেন তিনি। এই মরশুমে সাত নতুন ক্যাপ্টেন পেয়েছে টিম ইন্ডিয়া। একের পর এক ক্রিকেটারের চোট, বিশ্রামের জন্য এই পদক্ষেপ নিতে হয় বোর্ডকে। 

আরও পড়ুন: বাংলা থেকে ভবিষ্যতের তারকা তুলে আনতে অ্যাকাডেমি গড়ছে KKR

ধাওয়ানকে কেন ক্যাপ্টেন করা হল না

বিসিসিআই শুরু থেকেই জানিয়ে দিয়েছে, তারা সাদা বলের ক্রিকেটে একজনকেই ক্যাপ্টেন করা হবে। এই মরশুমে বারবার ফিটনেশ সমস্যায় ভুগেছেন রাহুল। আর সেই জন্যই ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যাপ্টেন হিসেবে দলে ছিলেন জাদেজা। সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোতিত। তিনি না থাকলে ভাইস ক্যাপ্টেন রাহুলকে দায়িত্ব সামলাতে হবে।

আরও পড়ুন: জিম্বাবোয়ে সফরে বড় বদল, K L Rahul টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন       

বাদ পড়তে পারতেন রাহুল
অনেকেই মনে করেছিলেন, শুধু জিম্বাবোয়ে সফর নয়, টি২০ বিশ্বকাপেও ভাইস ক্যাপ্টেনের পদ হারাতে হতে পারে কেএল রাহুলকে। তবে তা হয়নি। সুস্থ হয়ে দলে ফিরেই নিজের পুরনো পদ ফিরে পাচ্ছেন রাহুল। শুধু তাই নয়, জিম্বাবয়ে সফরে ভারতের ক্যাপ্টেন তিনিই। তবে দ্রুত সুস্থ হতে না পারলে এই সুযোগ হাতছাড়া হতে পারত। তা হয়নি। সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে ফিট প্রমাণ করে দলে ঢুকেছেন রাহুল। তাই সেখান থেকে তাঁকে সরাতে চায়নি বিসিসিআই।

আরও পড়ুন: রাখী পরলেন সচিন, বিরাট, রায়নারা, ভিডিও পোস্ট করল GT

ধারাবাহিকভাবে ভাল খেলছেন ধাওয়ান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ধাওয়ানের নেতৃত্বে ওয়ানডে সিরিজের তিন ম্যাচের তিনটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। দারুণ ফর্মে ছিলেন গব্বর। প্রথম একদিনের ম্যাচে ৯৭ রানের ইনিংস খেলেন তিনি। ৯৯ বলে ৯৭ রান করেন ধাওয়ান। দ্বিতীয় একদিনের ম্যাচে ৩১ বলে ১৩ রান করে আউট হলেও, তৃতীয় একদিনের ম্যাচে ফের হাফ সেঞ্চুরি করেন ধাওয়ান। ৭৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি।   
 

Advertisement