scorecardresearch
 

IPL 2021 DC Vs SRH : দুরন্ত জয় দিল্লির, ছক্কা হাঁকিয়ে জেতালেন শ্রেয়াস আইয়ার

Aajtak Bangla | দিল্লি | 22 Sep 2021, 11:10 PM IST

আইপিএল-এ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও সান রাইজার্স হায়দরাবাদ। টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। প্রথমে বল করতে পাঠায় দিল্লিকে। খাতা খুলতে পারলেন না ডেভিড ওয়ার্নার।

শ্রেয়াস আইয়ার শ্রেয়াস আইয়ার

হাইলাইটস্

  • দিল্লি-হায়দরাবাদ ম্যাচ
  • টস জেতে হায়দরাবাদ
  • প্রথমে বল দিল্লির
  • শূন্য রানে আউট ওয়ার্নার
11:10 PM (2 বছর আগে)

জয় দিল্লির

Posted by :- pritam

ব্যাপক কামব্যাক শ্রেয়াস আইয়ারের। ৬ মেরে জেতালেন দিল্লি ক্যাপিটালসকে। 

 

10:35 PM (2 বছর আগে)

শিখর ধাওয়ান আউট

Posted by :- pritam

ভাঙল শিখর ধাওয়ান ও শ্রেয়াস আইয়ারের জুটি। ধাওয়ানকে আউট করলেন হায়দরাবাদের রাশিদ খান। 

 

9:51 PM (2 বছর আগে)

শুরুতেই উইকেট পতন দিল্লির

Posted by :- pritam

১৩৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যআট করছে দিল্লি। শুরুতেই উইকেট পতন। আউট হলেন পৃথ্বী সাউ। 

 

9:20 PM (2 বছর আগে)

১৩৫ রানের টার্গেট

Posted by :- pritam

৯ উইকেটের বিনিময়ে ১৩৪ রানে শেষ হায়দরাবাদের ইনিংস। দিল্লির দুরন্ত বোলিং-এর সামনে কার্যত দীর্ঘক্ষণ ক্রিজে থাকতেই পারেননি হায়দরাবাদের কোনও ব্যাটসম্যান। 

Advertisement
9:08 PM (2 বছর আগে)

পরপর উইকেট পতন

Posted by :- pritam

আইট হলেন হায়দরাবাদের জেশন হোল্ডার ওআব্দুল সামাদ। ২১ বলে ২৮ রান করে আউট সামাদ। 

 

8:45 PM (2 বছর আগে)

আউট কেদার যাদব

Posted by :- pritam

পরপর উইকেটের পতন হায়দরাবাদের। এবার আউট কেদার যাদব। ১৩ ওভারে হায়দরাবাদের রান ৫ উইকেটের বিনিময়ে ৭৫। 

8:35 PM (2 বছর আগে)

৪ উইকেট পড়ল হায়দরাবাদের

Posted by :- pritam

দিল্লির বোলিং-এর সামনে ভেঙে পড়ছে হায়দরাবাদের টপ অর্ডার। ১০ ওভারে পড়ল ৪ উইকেট। অধিয়ানক কেন উইলিয়ামসনের পর প্যাভলিয়নে ফিরলেন মণীশ পাণ্ডে।

 

 

8:02 PM (2 বছর আগে)

আউট ঋদ্ধিমান সাহা

Posted by :- pritam

দুরন্ত বোলিং করছে দিল্লি। পঞ্চম ওভাবে আউট ঋদ্ধিমান সাহা। রাবাদার দুর্দান্ত বলে, দিল্লির গব্বর শিখর ধাওয়ানের হাতে সহজ ক্যাচ দিলেন সাহা।

 

7:59 PM (2 বছর আগে)

বোলিং-এ পরিবর্তন দিল্লির

Posted by :- pritam

বোলিং-এ পরিবর্তন করল দিল্লি। বোলিং অক্ষর পটেলের। দুজন ব্যাটসম্যানই ডানহাতি হওয়ায় এই সিদ্ধান্ত।

Advertisement