scorecardresearch
 

ISL 2021 : লজ্জাজনক পারফরম্যান্স লাল-হলুদের, ওড়িশার গোলের বন্যা

Aajtak Bangla | পানামা | 27 Feb 2021, 9:30 PM IST

এই লজ্জা কোথায় রাখবে ইস্টবেঙ্গল? পয়েন্ট টেবিলে সবথেকে নিচে থাকা ওড়িশা এফসির কাছে ইতিমধ্যেই তারা ৬-৫ গোলে পিছিয়ে রয়েছে। লিগের শেষ ম্যাচে আশা করা হয়েছিল, ইস্টবেঙ্গল হয়ত সম্মান রক্ষা করতে পারবে। কিন্তু, এ যা পারফরম্যান্স তাতে, যেটুকু আব্রু ছিল, সেটাও খুলে গেল।

ছবি সৌজন্য - এসসি ইস্টবেঙ্গল ছবি সৌজন্য - এসসি ইস্টবেঙ্গল
9:30 PM (3 বছর আগে)

বেজে গেল রেফারির লম্বা বাঁশি

Posted by :- koushik

চলতি আইএসএল মরশুমে শেষ হয়ে গেল এসসি ইস্টবেঙ্গলের অভিযান। লিগের শেষ ম্যাচে ওড়িশার কাছে তারা ৬-৫ গোলে পর্যুদস্ত হল। 

9:29 PM (3 বছর আগে)

গোওওওওললল

Posted by :- koushik

৯০ + ৫ মিনিটে আবারও একটা গোল করলেন আমাদি। এই নিয়ে চলতি ম্যাচে তিনি জোড়া গোল করলেন। শেষ গোলটি হেড দিয়ে করলেন আমাদি।

9:23 PM (3 বছর আগে)

আইএসএল ইতিহাসে সবথেকে বেশি গোলের ম্যাচ

Posted by :- koushik
9:21 PM (3 বছর আগে)

৮৯ মিনিট - সার্থকের শট ক্রসবারের অনেকটা ওপর দিয়ে বেরিয়ে গেল

Posted by :- koushik

বক্সের মধ্যে থেকে রফিক একটা বাঁকানো ক্রস করেছিল। সার্থক প্রথমবারেই বলটা ধরে শট নেয়। কিন্তু সেটা ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

Advertisement
9:16 PM (3 বছর আগে)

৮৪ মিনিট - হলোওয়ের শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গেল

Posted by :- koushik

ড্যানি ফক্সের থেকে একটা পাস পেয়েছিলেন অ্যারন হলোওয়ে। তিনি ঘুরে গিয়ে একটা শট নিয়েছিলেন। কিন্তু ওই শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গেল।

9:12 PM (3 বছর আগে)

৭৯ মিনিট - অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল পিলকিংটনের শট

Posted by :- koushik

রফিকের থেকে একটা পাস পেয়েছিলেন পিলকিংটন। সেই বল নিয়েই তিনি বক্সের মধ্যে ঢুকলেন। জায়গা তৈরি করে শটও মারলেন। কিন্তু, সেটা অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।

9:10 PM (3 বছর আগে)

৭৪ মিনিট - কিছুটা হলেও মান বাঁচালেন জেজে

Posted by :- koushik

জেজের গোলে কিছুটা হলেও সম্মান বাঁচালো ইস্টবেঙ্গল।

ব্রাইট এনবাখোরে বক্সের মধ্যে পিলকিংটনকে একটা ক্রস বাড়িয়েছিলেন। পিলকিংটন বলটা জেজের দিকে বাড়িয়ে দেন। তিনি হেড দিয়ে দলের ব্যবধান এক গোলে কমান।

9:05 PM (3 বছর আগে)

৬৯ মিনিট - ৬-৩ গোলে এগিয়ে গেল ওড়িশা

Posted by :- koushik

চলতি ম্যাচে প্রথম গোল পেলেন মরিশিও।

ওড়িশার গোল তালিকায় আরও একটা যোগ করলেন দিয়েগো মরিশিও। বক্সের ঠিক বাইরে থেকে লো ফ্রি-কিকে তিনি ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দিলেন।

9:03 PM (3 বছর আগে)

৬৭ মিনিট - ৫-৩ গোলে এগিয়ে গেল ওড়িশা

Posted by :- koushik

চলতি ম্যাচে জোড়া গোল দিলেন জেরি

দিয়েগো মরিশিও বলটাকে একটু হালকা করে ভাসিয়ে দেন। সেই বলটি বক্সের মধ্যে জেরি মাওমিংথাঙ্গার কাছে যায়। তারপর অসাধারণ একটা ভলিতে তিনি দলের হয়ে গোলের ব্যবধান বাড়িয়ে দিলেন।

Advertisement
9:00 PM (3 বছর আগে)

৬৬ মিনিট - আবার গোল, ৪-৩ গোলে এগিয়ে গেল ওড়িশা

Posted by :- koushik

পলের গোলে এগিয়ে গেল ওড়িশা

ওড়িশার চতুর্থ গোলটি করলেন পল রামফ্যাংজ়াউভা। তাঁর নিচু দুরপাল্লার শটে বল জড়িয়ে গেল ইস্টবেঙ্গলের জালে।

8:58 PM (3 বছর আগে)

৬৫ মিনিট - ইস্টবেঙ্গলের খেলোয়াড় বদল

Posted by :- koushik

সুরচন্দ্রের বদলে মাঠে নামবেন মহম্মদ রফিক।

8:54 PM (3 বছর আগে)

গোওওওওললললল

Posted by :- koushik

আজকের ম্যাচে যেন গোলের বন্যা বইছে। ৬০ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরালেন অ্যারন আমাদি।

আমাদি প্রথমে নিজের জন্য একটু জায়গা করে নিলেন। তারপর জোরালো শটে বিপক্ষের জালে বল জড়িয়ে দিলেন।

8:49 PM (3 বছর আগে)

৫৪ মিনিট - গোল পোস্টে লাগল মরিশিও'র হেড

Posted by :- koushik

বাঁ দিক থেকে দৌড়ে এলেন সেই ম্যানুয়েল আনু। তিনি ক্রস করে দিয়েগো মরিশিওকে বলটা বাড়িয়ে দিলেন। মরিশিও সেই বলেই হেড দিয়েছিলেন। কিন্তু, প্রথম পোস্টে বলটা লেগে মাঠের বাইরে বেরিয়ে গেল।

8:47 PM (3 বছর আগে)

গোওওওওওললললল

Posted by :- koushik

৩-২ গোলে এগিয়ে গেল ওড়িশা এফসি। ৫০ মিনিটে বক্সের ডান দিক থেকে ক্রস করেছিলেন ম্যানুয়েল আনু। সেখানে জেরি অরক্ষিত অবস্থায় ছিলেন। তিনি হেড দিয়ে ওড়িশাকে এগিয়ে দিলেন।

 

Advertisement
8:45 PM (3 বছর আগে)

গোওওওলললল

Posted by :- koushik

৪৯ মিনিটে ওড়িশার হয়ে সমতা ফেরালেন পল রামফ্যাংজ়াউভা। 

8:43 PM (3 বছর আগে)

৪৭ মিনিট ত্রাতের হেড ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গেল

Posted by :- koushik

বক্সের বাঁ দিক থেকে কর্নার কিক করেছিলেন ব্রাড ইনম্যান। সেই বলে মাথা ঠেকিয়ে ছিলেন জ্যাকব ত্রাত। কিন্তু, বল ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে গেল।

8:42 PM (3 বছর আগে)

এবার শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা

Posted by :- koushik
8:22 PM (3 বছর আগে)

হাফটাইম

Posted by :- koushik

প্রথম ৪৫ মিনিটের পর ২-১ গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের জন্য প্রস্তুত থাকুন। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই।

8:18 PM (3 বছর আগে)

৪৪ মিনিট - প্রতিহত হল ব্রাইটের শট

Posted by :- koushik

বল নিয়ে একাই দৌড়তে শুরু করেছিলেন নাইজেরিয়ার এই ফুটবল তারকা। ওড়িশার দুজন রক্ষণের ফুটবলারকেও তিনি টপকে যান। অবশেষে তাঁর অন্তিম শটটি ধরে নেন রবি কুমার।

Advertisement
8:16 PM (3 বছর আগে)

গোওওওওলললল

Posted by :- koushik

৩৬ মিনিটের রবি কুমারের আত্মঘাতী গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে পাস পেয়েছিলেন জ্যাকুয়েস মাঘোমা। সেই বলে তিনি শটও মারেন। প্রথমে শটটা বাঁচিয়ে ফেলেছিলেন ওড়িশার গোলরক্ষক রবি কুমার। অ্যারন হলোওয়ে সেই ফিরতি বলে আরও একবার শট মারার চেষ্টা করেন। কিন্তু, সেই বলও প্রতিহত হয়। এরপর ম্যানুয়েল আনু বলটা ক্লিয়ার করার চেষ্টা করেন। কিন্তু, তিনি রবি কুমারের দিকেই বলটা মারেন। সেই বল রবি কুমারের গায়ে ধাক্কা লেগে সোজা নিজেদের জালেই জড়িয়ে গেল।

8:11 PM (3 বছর আগে)

৩৬ মিনিট - পিলকিংটনের শট থামালেন রবি কুমার

Posted by :- koushik

 

গৌরব বোরার থেকে বলটা কার্যত কেড়ে নিয়ে পিলকিংটন ওড়িশার গোলকিপার রবি কুমারের একেবারে মুখোমুখি পৌঁছে যান। তিনি শট মেরেছিলেন বটে। কিন্ত, ওড়িশার গোলরক্ষক সেই বল ধরে নেন।

8:08 PM (3 বছর আগে)

গোওওওওললল

Posted by :- koushik

৩৩ মিনিটে ওড়িশার হয়ে সমতা ফেরালেন জেরি। বাঁকানো একটা কর্নার কিক করেছিলেন ব্রাড ইনম্যান। সেটা ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে পারলেন না। বল গেল জেরির কাছে। ওড়িশার এই উইঙ্কার বলটি নিয়ে ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে দিলেন।

8:06 PM (3 বছর আগে)

কুলিং ব্রেক!!

Posted by :- koushik

প্রথম ৩০ মিনিটের পর ১-০ গোলে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল।

7:58 PM (3 বছর আগে)

গোওওওওওওলললললললল

Posted by :- koushik

২৪ মিনিট - অবশেষে গোলের দরজা খুলে দিলেন পিলকিংটন। আঙ্গুসানার থেকে একটা পাস পেয়েছিলেন অ্যান্টনি পিলকিংটন। তিনি বক্সের মধ্যে প্রবেশ করেন। তারপর অসাধারণ একটা শটে তিনি বিপক্ষে জালে বলটা জড়িয়ে দিলেন।

Advertisement
7:56 PM (3 বছর আগে)

১৯ মিনিট - সুরচন্দ্রের কর্নার ক্রসবারে গিয়ে লাগল

Posted by :- koushik

ফের নজর কাড়লেন সুরচন্দ্র সিং। তাঁর বাঁকানো কর্নার ক্রসবারে গিয়ে লাগল। বল মাঠের বাইরে চলে গেল। যদিও রবি কুমার সেই বলের নাগালে চলে এসেছিলেন এবং আঙুল ঠেকিয়েছিলেন।

7:54 PM (3 বছর আগে)

১৭ মিনিট - সুরচন্দ্রের ক্রস পেলেন না হলওয়ে

Posted by :- koushik

বক্সের মধ্যে অসাধারণ একটা ক্রস করেছিলেন সুরচন্দ্র সিং। কিন্তু, সেই বলের থেকে অনেকটাই দুরে ছিলেন অ্যারন হলোওয়ে। সেকারণে তিনি বলের নাগাল পেলেন না।

7:50 PM (3 বছর আগে)

১৩ মিনিট - সুরচন্দ্রের ফ্রি-কিক ব্লক করলেন ত্রাত

Posted by :- koushik

বক্সের বাইরে থেকে ফ্রি-কিক মেরেছিলেন সুরচন্দ্র সিং। কিন্তু জ্যাকব ত্রাত সেই বলটি ইস্টবেঙ্গল খেলোয়াড়দের কাছে যাওয়ার আগেই আটকে দিলেন।

7:46 PM (3 বছর আগে)

১০ মিনিট - অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল মরিশিওর শট

Posted by :- koushik

বাঁদিক থেকে করা জর্জ ডি'সুজ়ার থ্রো-ইন থেকে বল পেয়েছিলেন দিয়াগো মরিশিও। সেই বলেই তিনি শট মারতে যান। তাঁর শট অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে গেল।

7:40 PM (3 বছর আগে)

৬ মিনিট - নারায়ণ দাসের ফ্রি-কিক সোজা গেল রবির কাছে

Posted by :- koushik

মাঠের বাঁদিক থেকে ফ্রি-কিক উঁচিয়ে ছিলেন নারায়ণ দাস। বল বিপক্ষের বক্সের মধ্যে গেলেও রবি কুমার তা সংগ্রহ করে নেন।

Advertisement
7:38 PM (3 বছর আগে)

Posted by :- koushik

আজ এসসি ইস্টবেঙ্গল দলে নজন খেলোয়াড় বদল করা হয়েছে। একমাত্র সার্থক গলুই এবং অ্যারন আমাদি ছাড়া আর কেউই প্রথম একাদশে নেই।

7:36 PM (3 বছর আগে)

Posted by :- koushik

০ মিনিট - শুরু হল খেলা। রেফারি বাজালেন বাঁশি। বল গড়াল মাঠে।

7:21 PM (3 বছর আগে)

Posted by :- koushik
6:54 PM (3 বছর আগে)

গোয়ার ব্যাম্বোলিম স্টেডিয়ামে আজ সন্ধ্য়ে সাড়ে সাতটা থেকে এই ম্যাচ শুরু হতে চলেছে

Posted by :- koushik
6:51 PM (3 বছর আগে)

আজ ওড়িশা এফসি'র বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল

Posted by :- koushik

রেফারিদের খারাপ আচরণের কারণে বিগত চারটে ম্যাচ লিভারপুলের এই কিংবদন্তিকে নির্বাসিত করা হয়েছিল। তারমধ্যে রয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় কলকাতা ডার্বি। এটিকে মোহনবাগানের কাছে তাঁরা ৩-১ গোলে হেরে যায়। এমনকী, নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছেও ২-১ গোলে হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট সংগ্রহ করে আপাতত তারা টেবিলের নবম স্থানে রয়েছে। তবে আজকের ম্যাচে তিনি আবারও ফিরে এসেছেন। শেষ ম্যাচে দলকে জেতাতে পারেন কি না, এখন সেটাই দেখার।

Advertisement