scorecardresearch
 

East Bengal vs Kerala Blasters: গোল মহেশ-ক্রেসপোর, ৪-২ গোলে কেরলকে হারাল ইস্টবেঙ্গল

প্রথমার্ধেই পিছিয়ে পড়েও কামব্যাক ইস্টবেঙ্গলের। রক্ষণের ভুলে গোল খেয়ে যায় লাল-হলুদ। প্লে অফে যেতে হলে বাকি তিন ম্যাচ জিততেই হবে এমন পরিস্থিতিতে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে সেই লক্ষ্য থেকে অনেকটাই দূরে চলে গেলেও দারুণভাবে ফিরে এল লাল-হলুদ।

Advertisement
সউল ক্রেসপো সউল ক্রেসপো

প্রথমার্ধেই পিছিয়ে পড়েও কামব্যাক ইস্টবেঙ্গলের। রক্ষণের ভুলে গোল খেয়ে যায় লাল-হলুদ। প্লে অফে যেতে হলে বাকি তিন ম্যাচ জিততেই হবে এমন পরিস্থিতিতে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে সেই লক্ষ্য থেকে অনেকটাই দূরে চলে গেলেও দারুণভাবে ফিরে আসে লাল-হলুদ। 

সাত নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল

শেষ ছয়ের লড়াইয়ে প্রবলভাবে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। 

ফের এগিয়ে গেল ইস্টবেঙ্গল

এবার গোল পেলেন নাওরেম মহেশ সিং-এর। আরুন শটে গোল করে গেলেন তিনি। ৪-২ গোলে এগিয়ে লাল-হলুদ। 

ব্যবধান কমাল কেরল

হিজাজি মেহেরের আত্মঘাতী গোলে ব্যবধান কমাল কেরল। বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন এই ডিফেন্ডার। 

এগিয়ে গেল ইস্টবেঙ্গল

নাওরেম মহেশ সিং-এর গোল লক্ষ্য করে মারা শট ক্লিয়ার করতে গিয়ে গোলের দিকে মেরে দেন তাইসুকে। ব্যবধান বাড়াল ইস্টবেঙ্গল। ৩-১ গোলে এগিয়ে লাল-হলুদ। 

আরও এক লাল কার্ড খেল কেরল

এবার নওচা সিংকে লাল কার্ড দেখালেন রেফারি। ৯ জনে খেলছে পিছিয়ে থাকা কেরল। ব্যবধান বাড়াতে পারবে ইস্টবেঙ্গল? 

গোল ক্রেসপোর

ফের গোল ক্রেসপোর। ৭০ মিনিটে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। 

একের পর এক সুযোগ নষ্ট ইস্টবেঙ্গলের

সুযোগ হারাচ্ছে লাল-হলুদ। জিততে হবে তাদের। ড্র করলেও সমস্যা হবে না কেরলের। ১০ জনের কেরল প্রায় স্কলে মিলে ডিফেন্ড করলেও, সুযোগ পেলে উঠে আসছে। 

 

পেনাল্টি এনে দিলেন বিষ্ণু

ক্লেইটনের পাস থেকে দারুণ গতিতে এগিয়ে যেতে থাকেন বিষ্ণু। তাঁকে বাধ্য হয়ে বাধা দেন করনজিত। স্পট থেকে ঠাণ্ডা মাথায় গোল করে যান সউল ক্রেসপো।

Advertisement

১০ জনে খেলছে কেরল

তবে জিকসন সিং দুই হলুদ কার্ড দেখে বেরিয়ে যান প্রথমার্ধের শেষ লগ্নে। ফলে ৪৫ মিনিট ১০ জনের কেরলকে পাবে ইস্টবেঙ্গল। সেটাই আশার আলো ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে।  

গোল খেয়ে বসল ইস্টবেঙ্গল

২৩ মিনিটে ডিফেন্সের ভুলে গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। এবারের আইএসএল-এ দ্বিতীয় গোল করলেন ফিওদোর সারনিচ। প্যান্টিচের বল ঠিকভাবে ক্লিয়ার করতে না পারায় গোল খেতে হয় ইস্টবেঙ্গলকে।  

দারুণ শট ক্লেইটনের

১০ মিনিটে ক্লেইটন সিলভার ডান পায়ের শট অল্পের জন্য বাইরে চলে যায়। অন্যান্য দিনের থেকে বুধবার যেন অন্যরকম ইস্টবেঙ্গলকে দেখা গেল। দেওয়ালে পিঠ থেকে যাওয়া লাল-হলুদ প্রথম থেকেই গোল তুলে নেওয়ার জন্য মরিয়া। প্রথম ২০ মিনিটে লাল-হলুদের দাপট চলে।

দলে সায়ন 

জুনিয়র ডার্বিতে গোল করা শ্যামল বেসরা ও সায়ন বন্দোপাধ্যায়দের দলে রাখেন বিনো জর্জ। এদের মধ্যে প্রথম দলেই ছিলেন সায়ন।  

Advertisement