এবারের আইপিএল-এ খুব ভাল জায়গায় নেই চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ১০ দলের আইপিএল-এ এখনও অবধি মাত্র দুটি ম্যাচ জিতেছে চার বারের আইপিএল (IPL 2022) চ্যাম্পিয়নরা। এই মরশুম শুরুর আগেই মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিয়েছিলেন। নতুন অধিনায়ক হন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। তবে অধিনায়ক হয়েও দলকে জেতাতে পারেননি জাদেজা।
তাই এবার মরশুমের মাঝেই অধিনায়কের মুকুট ধোনিকেই ফেরত দিয়ে দিলেন এই অলরাউন্ডার। চেন্নাই সুপার কিংস সূত্র থেকে জানা যাচ্ছে, নিজের খেলার প্রতি আরও বেশি করে মন দিতেই অধিনায়কত্ব ছাড়লেন জাদেজা। ধোনির অধিনায়কত্বেই চারবার আইপিএল ট্রফি জিতেছে চেন্নাই। তবে ভবিষ্যতের কথা ভেবে অধিনায়ক হিসেবে নতুন কাউকে তুলে আনতে জাদেজাকে বেছে নিয়েছিলেন মাহি। তবে জাদেজা পারলেন না।
আরও পড়ুন: IPL-এ ১৫ ইনিংস পর ৫০ বিরাটের, উচ্ছ্বসিত অনুষ্কা PHOTOS
আরও পড়ুন: অনুষ্কার জন্মদিনের আগে গিফ্ট বিরাটের! GT-র বিরুদ্ধে করলেন ৫০
জাদেজার দেওয়া প্রস্তাব মেনেও নিয়েছেন ধোনি। খাতায় কলমে জাদেজা অধিনায়ক হিসেবে থাকলেও মাঠের মধ্যে অধিনায়কের সমস্ত দায়িত্বই পালন করতে দেখা যাচ্ছিল ধোনিকে। ফিল্ডার পরিবর্তন থেকে শুরু করে বোলারকে পরামর্শ দেওয়া সবটাই নিজে করছিলেন ধোনি। আট ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে চেন্নাই। রবিবার ফের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টস করতে দেখা যাবে ধোনিকে।