শুরু হয়ে গেল AFC কাপের যোগ্যতাঅর্জনকারী পর্বের টিকিট বিক্রি। ১৬ অগাস্ট যুবভারতীতে নেপালের ক্লাব মাচিন্দ্রার বিরুদ্ধে খেলবে সবুজ মেরুন। এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে।
এই ম্যাচের টিকিটের দাম শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। ১০০ টাকায় পাবেন সি ১ ব্লকের টিকিট। ২০০ টাকার টিকিটও রয়েছে। বি২ ও ডি২ ব্লকে টিকিট কাটতে পারেন। সি ২ ব্লকের টিকিট কাটতে গেলে ৩০০ টাকা খরচ করতে হবে। এ২ ভিআইপি টিকিট কাটতে হলে খরচ করতে হবে ৭৫০ টাকা। ভিভিআইপি টিকিটের জন্য খরচ হবে ২৫০০ টাকা। ৩০০০ টাকা খরচ করতে পারলে ভিআইপি বক্সে বসে খেলা দেখতে পারবেন। ডার্বিতে হারের প্রভাব এএফসি কাপে পড়বে না। এমটাই দাবি করেছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।
শনিবার ডুরান্ড কাপের ডার্বিতে ০-১ ব্যবধানে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় মোহনবাগান। সেই হারের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুয়ান বলেন, ‘বলেন,"সমর্থকদের জন্যে এই ফলাফল দেখে খারাপ লাগছে। কিন্তু আমার কাছে খুব একটা হতাশার জায়গা নেই। কাল থেকে এএফসি কাপের প্রস্তুতি শুরু করতে হবে। প্রতিদিন নিজেদের উন্নতি করতে হবে। আমি একেবারেই ভেঙে পড়ছি না। এএফসি কাপে ভাল খেলাই আমাদের লক্ষ্য। আগামী বুধবার সেই লক্ষ্যে নামতে হবে আমাদের।‘
তবে ডার্বি হারলেও দলের খেলায় খুশি জুয়ান। এই নিয়ে তিনি বলেন, 'রক্ষণের সামান্য ভুলে গোল খেয়েছি। তবে এটা বার বার বলছি, এটা প্রাক মরশুম প্রস্তুতির সময়। খেয়াল করলে দেখবেন, ম্যাচের অনেকটা সময় আমরা শাসন করেছি। বিপক্ষকে নিয়ন্ত্রণ করেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য ভাল খেলতে পারিনি।'
এদিকে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ। পরপর ম্যা চ মোহনবাগানের। ফুটবলারদের ক্লান্তি ভাবায় ফেরান্দোকে। এই নিয়ে বাগান কোচ বলেন," ভেবে দেখুন, দু’দিন পরেই আমাদের কলকাতা লিগে ম্যাচ। তার দু’দিন পরে এএফসি কাপ। তার পরেই আবার ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল। এত গুলো ম্যাচে খেলানোর জন্যে ফুটবলার খুঁজে পাওয়াও মুশকিল। সবাইকে সব ম্যাচে খেলানো যাবে না। তাই ঘুরিয়ে-ফিরিয়ে সবাইকে খেলাতে হবে। এত কিছুর পরেও বলছি, আমাদের আসল লক্ষ্য এএফসি কাপ।"