সোশ্যাল মিডিয়ায় নিজের তৃতীয় বিয়ের খবর শেয়ার করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে তাঁর কী ডিভোর্স হয়ে গিয়েছে? তারপরেই কি সানা জাভেদের সঙ্গে বিয়ে সেরেছেন শোয়েব?
সানিয়া মির্জার পরিবারের থেকে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, শোয়েবের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে কয়েক মাস আগেই। শোয়েব ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেছিলেন ২০১০ সালে। সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন, শোয়েবকে আগেই সানিয়া ডিভোর্স দিয়েছেন। ইনস্টাগ্রামে সানিয়ার বাবা লিখেছেন, 'সানিয়া ওর ব্যক্তিগত জীবনকে সবসময় লোকচক্ষু আড়ালে রেখেছে। শোয়েব এবং সানিয়ার কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদ হয়েছে। সানিয়া শোয়েবকে ওর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন! সানিয়ার জীবনের এমন সময়ে, আমরা সমস্ত অনুরাগী এবং শুভাকাঙ্খীদের অনুরোধ করতে চাই যে কোনও জল্পনা-কল্পনা থেকে বিরত থাকুন এবং তার গোপনীয়তাকে সম্মান করুন।'
মালিক ও সানা দুজনেই শনিবার তাদের বিয়ের অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জনপ্রিয় পাকিস্তান অভিনেত্রী সানা জাভেদ তাঁর সোশ্যাল মিডিয়ায় নাম বদলে ফেলেছেন। ইনস্টাগ্রামে সানা শোয়েব মালিক নাম হয়েছে তাঁর। ইনস্টাগ্রাম বায়োতেও পরিবর্তন করেছেন তিনি। টেনিস থেকে সানিয়া অবসর নিলেও এখনও ক্রিকেট থেকে অবসর নেননি মালিক। কিছুদিন আগেই ছেলে ইজানের জন্মদিন পালন করতে দুবাইতে গিয়েছিলেন সানিয়া ও শোয়েব। এরপরেই সানিয়া কিছু পোস্ট করেন। তাতেই তাঁদের বিচ্ছেদের জল্পনা জোরাল হতে শুরু করে।
এরপর শনিবার শোয়েব বিয়ের ছবি পোস্ট করায় গোটা ব্যাপারটা পরিস্কার হয়ে যায়। শোয়েব মালিক এবং সানিয়া ১২ এপ্রিল ২০১০ সালে বিয়ে করেছিলেন। হায়দরাবাদে এই বিয়ে হয়েছিল। বিয়ের ৮ বছর পর অর্থাৎ ২০১৮ সালে তাদের ছেলে ইজহান মির্জা মালিকের জন্ম হয়। শোয়েব এখনও পেশাদার ক্রিকেট খেলছেন, অন্যদিকে সানিয়া গত বছর টেনিস থেকে অবসর নিয়েছেন। গ্র্যান্ডস্ল্যাম ডাবলসে ছয়বার চ্যাম্পিয়ন হয়েছেন সানিয়া মির্জা। ডাবলসে সানিয়া যে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছে তার মধ্যে তিনটি মিক্সড ডাবলস ও তিনটি মহিলাদের ডাবলস জিতেছেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন মহিলা ডাবলস জিতেছিলেন।