scorecardresearch
 

"যোগ্য দল হিসেবেই জিতেছি", বাগান ব্রিগেডকে হারানোর পর হুঙ্কার লোবেরার

চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বে নিজেদের কর্তৃত্ব বজায় রেখেছিল মুম্বই সিটি এফসি। এরপর ছ'টা ম্যাচে তাঁরা মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে কিছুটা হলেও পিছিয়ে পড়ে। যদিও শেষ দুটো ম্যাচে সেই পুরনো মুম্বইকেই যেন আবার দেখতে পাওয়া গেল। গতকাল এটিকে মোহনবাগানকে তারা ২-০ গোলে হেলায় হারিয়ে দিয়েছে।

Advertisement
লিগ উইনার্স শিল্ড জয় করার পর মুম্বই সিটি এফসি (ছবি - টুইটার) লিগ উইনার্স শিল্ড জয় করার পর মুম্বই সিটি এফসি (ছবি - টুইটার)
হাইলাইটস
  • গতকাল এটিকে মোহনবাগানকে ২-০ গোলে হারিয়েছে মুম্বই সিটি এফসি
  • এরপরই তারা পয়েন্ট টেবিলে একেবারে ওপরে উঠে এসেছে
  • সেইসঙ্গে তারা লিগ উইনার্স শিল্ডও জয় করেছে

চলতি ইন্ডিয়ান সুপার লিগের প্রথম পর্বে নিজেদের কর্তৃত্ব বজায় রেখেছিল মুম্বই সিটি এফসি। এরপর ছ'টা ম্যাচে তাঁরা মাত্র ২ পয়েন্ট সংগ্রহ করে কিছুটা হলেও পিছিয়ে পড়ে। যদিও শেষ দুটো ম্যাচে সেই পুরনো মুম্বইকেই যেন আবার দেখতে পাওয়া গেল। গতকাল এটিকে মোহনবাগানকে তারা ২-০ গোলে হেলায় হারিয়ে দিয়েছে।

সার্জিও লোবেরা স্পষ্ট জানালেন, তাঁর দল কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোলেও দলের ফুটবলারদের উপর থেকে তিনি কখনই আস্থা হারাননি। তিনি বিশ্বাস করতেন যে এই ফুটবলাররাই একদিন না একদিন ভাগ্যের চাকা ঘোরাতে পারবে।

স্প্যানিশ কোচ বললেন, "আমি আমার দলের ফুটবলারদের উপরে সবসময় বিশ্বাস করে এসেছি। কারণ আমি সবসময় ওদের নিয়েই কাজ করেছি। ওরা প্রত্যেকে এক একজন যোদ্ধা। সকলেই যথেষ্ট উচ্চাকাঙ্খী ফুটবলার এবং ভালো মনের মানুষ। মাঠের বাইরে আমরা একেবারে পরিবারের মতো থাকি। সবশেষে যেটা সবথেকে বেশি দরকার, আমরা মানসিকভাবে অত্যন্ত শক্ত। জামসেদপুরের বিরুদ্ধে ম্যাচটা হারার পর আমাদের কাছে পরিস্থিতিটা বেশ কঠিন হয়ে গিয়েছিল। তবে আমরা যথেষ্ট শক্তিশালী দল। যোগ্য দল হিসেবেই আমরা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্যায় শেষ করতে পেরেছি।"

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গতকাল এটিকে মোহনবাগানকে হারানোর পর চলতি আইএসএল টুর্নামেন্টের লিগ পর্যায়ে শীর্ষে থাকতে পারে মুম্বই সিটি এফসি। সেইসঙ্গে তারা লিগ উইনার্স শিল্ডও জয় করেছে।

এই জয়ের পর আইল্যান্ডার্সরা শুধুমাত্র পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকার সুযোগ পায়নি, পেয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের (ACL) গ্রুপ পর্যায়ে সরাসরি যোগ দেওয়ার ছাড়পত্রও। উল্লেখ্য, এফসি গোয়ার পর দ্বিতীয় ভারতীয় দল হিসেবে মুম্বই সিটি এফসি ACL খেলার সুযোগ পাবে।

Advertisement