scorecardresearch
 

IPL 2021 : হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বিরাটরা

Aajtak Bangla | চেন্নাই | 14 Apr 2021, 11:14 PM IST

Sunrisers Hyderabad (SRH) vs Royal Challengers Bangalore (RCB) Live Cricket Score IPL 2021 T20: চলতি আইপিএল টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারানোর পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আত্মবিশ্বাস একেবারে সপ্তম স্বর্গে পৌঁছে গেছে। আজ চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কোহলি ব্রিগেড সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে। কমলাবাহিনীর কথা যদি বলতে হয়, প্রথম ম্যাচে কলকাতাকে ১৮৭ রানের টার্গেট দিয়েও তাদের হারতে হয়েছে। দলের পেসাররা খুব একটা সুইং পায়নি। চেন্নাইয়ের পরিবেশের সঙ্গে বোধহয় মানিয়ে নিতে পারেনি। আজ তারা কেমন খেলে সেটাই দেখার।

11:14 PM (3 বছর আগে)

৬ রানে জয়লাভ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

Posted by :- koushik

সেইসঙ্গে বিরাট কোহলির দল চলতি আইপিএল পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে চলে গেল।

11:13 PM (3 বছর আগে)

২০ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ১৪৩-৯

Posted by :- koushik

উইকেটে রয়েছেন টি নটরাজন - ০ এবং ভুবনেশ্বর কুমার - ২। এই ওভারে বল করলেন হর্ষল প্যাটেল। এই ওভারে ৯ রান দিয়ে জোড়া উইকেট তুলে নিলেন। এরমধ্যে অবশ্য একটা রানআউট রয়েছে।

11:12 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৯.৫ ওভারে হর্ষল প্যাটেলের বলে শাহবাজ় আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শাহবাজ় নাদিম। তিনি রানের খাতা খুলতে পারেননি।

11:11 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৯.৪ ওভারে রান আউট হয়ে গেলেন রশিদ খান। ৯ বলে তিনি ১৭ রান করেছেন। 

Advertisement
11:10 PM (3 বছর আগে)

১৯ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ১৩৪-৭

Posted by :- koushik

উইকেটে রয়েছেন রশিদ খান - ১১ এবং ভুবনেশ্বর কুমার - ০। এই ওভারে বল করলেন মহম্মদ সিরাজ। এই ওভারে ১১ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন। হায়দরাবাদের জিততে হলে ৬ বলে ১৬ রান দরকার।

11:08 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৮.৩ ওভারে মহম্মদ সিরাজের বলে ড্যান ক্রিশ্চিয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন জেসন হোল্ডার। ৫ বলে ৪ রান করেছেন। 

11:07 PM (3 বছর আগে)

১৮ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ১২৩-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন জেসন হোল্ডার - ৪। এই ওভারে বল করলেন হর্ষল প্যাটেল। এই ওভারে ৭ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন। হায়দরাবাদের জিততে হলে ১২ বলে ২৭ রান দরকার।

11:06 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৭.৬ ওভারে হর্ষল প্যাটেলের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন বিজয় শঙ্কর। আজ তিনি ৫ বলে ৩ রান করলেন। 

11:05 PM (3 বছর আগে)

১৭ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ১১৬-৫

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিজয় শঙ্কর - ১ । এই ওভারে বল করলেন শাহবাজ় আহমেদ। এই ওভারে ১ রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন। হায়দরাবাদের জিততে হলে ১৮ বলে ৩৪ রান দরকার।

Advertisement
11:00 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৬.২ ওভারে হর্ষল প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মণীশ পাণ্ডে । তিনি ৩৯ বলে ৩৮ রান করেছেন। এরপর ১৬.৬ ওভারে ফিরে গেলেন আবদুল সামাদ। শাহবাজ় আহমেদের হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে তাঁকে ফিরতে হল। তিনি রানের খাতা খুলতে পারেননি।

10:48 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৬.১ ওভারে শাহবাজ় আহমেদের বলে এবি ডিভিলিয়ার্সের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন বেয়ারস্টো। আজ তিনি ১৩ বলে ১২ রান করলেন। একটাই মাত্র বাউন্ডারি হাঁকিয়েছেন।

10:45 PM (3 বছর আগে)

১৬ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ১১৫-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন জনি বেয়ারস্টো - ১২ এবং মণীশ পাণ্ডে - ৩৮। এই ওভারে বল করলেন যুজবেন্দ্র চহ্বাল। এই ওভারে ৭ রান দিলেন। হায়দরাবাদের জিততে হলে ২৪ বলে ৩৫ রান দরকার।

10:41 PM (3 বছর আগে)

১৫ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ১০৮-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন জনি বেয়ারস্টো - ৬ এবং মণীশ পাণ্ডে - ৩৭। এই ওভারে বল করলেন শাহবাজ় আহমেদ। এই ওভারে ৬ রান দিলেন।

10:40 PM (3 বছর আগে)

১৪ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ১০২-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন জনি বেয়ারস্টো - ৪ এবং মণীশ পাণ্ডে - ৩৩। এই ওভারে বল করলেন কাইল জেমিসন। এই ওভারে ৬ রান দিয়ে একটা উইকেট নিলেন।

Advertisement
10:32 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৩.২ ওভারে কাইল জেমিসনের বলে ড্যান ক্রিশ্চিয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ডেভিড ওয়ার্নার। অসাধারণ একটা ইনিংস খেললেন তিনি। ৩৭ বলে ৫৪ রান করে তিনি আউট হন। সাতটা চার এবং একটা ছক্কা হাঁকিয়েছেন।

10:29 PM (3 বছর আগে)

১৩ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৯৬-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ৫৪ এবং মণীশ পাণ্ডে - ৩৩। এই ওভারে বল করলেন ড্যান ক্রিশ্চিয়ান। এই ওভারে ৭ রান দিলেন।

10:27 PM (3 বছর আগে)

হাফসেঞ্চুরি করলেন ডেভিড অ্যান্ড্রু ওয়ার্নার

Posted by :- koushik

অনবদ্য একটা অর্ধ শতরান করলেন সানরাইজ়ার্স হায়দরাবাদ দলের অধিনায়ক। ৩১ বলে তিনি ৫০ করলেন। আপাতত তিনি সাতটা চার এবং একটা ছক্কা হাঁকিয়েছেন।

10:24 PM (3 বছর আগে)

১২ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৮৯-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ৪৮ এবং মণীশ পাণ্ডে - ৩২। এই ওভারে বল করলেন হর্ষল প্যাটেল। এই ওভারে ২ রান দিলেন।

10:20 PM (3 বছর আগে)

১১ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৮৭-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ৪৭ এবং মণীশ পাণ্ডে - ৩১। এই ওভারে বল করলেন যুজবেন্দ্র চহ্বাল। এই ওভারে ১০ রান দিলেন।

Advertisement
10:15 PM (3 বছর আগে)

দশম ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৭৭-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ৩৮ এবং মণীশ পাণ্ডে - ৩০। এই ওভারে বল করলেন হর্ষল প্যাটেল। এই ওভারে ৭ রান দিলেন।

10:09 PM (3 বছর আগে)

নবম ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৭০-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ৩২ এবং মণীশ পাণ্ডে - ২৯। এই ওভারে বল করলেন যুজবেন্দ্র চহ্বাল। এই ওভারে ৫ রান দিলেন।

10:08 PM (3 বছর আগে)

অষ্টম ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৬৫-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ৩০ এবং মণীশ পাণ্ডে - ২৬। এই ওভারে বল করলেন ওয়াশিংটন সুন্দর। এই ওভারে ৮ রান দিলেন।

10:07 PM (3 বছর আগে)

সপ্তম ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৫৭-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ২৯ এবং মণীশ পাণ্ডে - ১৯। এই ওভারে বল করলেন যুজবেন্দ্র চহ্বাল। এই ওভারে ৭ রান দিলেন।

10:06 PM (3 বছর আগে)

ষষ্ঠ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৫০-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ২৮ এবং মণীশ পাণ্ডে - ১৪। এই ওভারে বল করলেন মহম্মদ সিরাজ। এই ওভারে ১২ রান দিলেন।

Advertisement
10:04 PM (3 বছর আগে)

পঞ্চম ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৩৮-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ১৭ এবং মণীশ পাণ্ডে - ১৩। এই ওভারে বল করলেন ওয়াশিংটন সুন্দর। এই ওভারে ৬ রান দিলেন।

10:03 PM (3 বছর আগে)

চতুর্থ ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৩২-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ১৭ এবং মণীশ পাণ্ডে - ৮। এই ওভারে বল করলেন কাইল জেমিসন। এই ওভারে ১৭ রান দিলেন।

10:02 PM (3 বছর আগে)

তৃতীয় ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ১৫-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ৭ এবং মণীশ পাণ্ডে - ১ । এই ওভারে বল করলেন মহম্মদ সিরাজ। এই ওভারে ২ রান দিয়ে একটা উইকেট তুলে নিলেন।

10:00 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

২.২ ওভারে মহম্মদ সিরাজের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে গ্লেন ম্য়াক্সওয়েলের হাতে ক্য়াচ দিয়ে ফিরে গেলেন ঋদ্ধিমান সাহা। তিনি ৯ বলে ১ রান করেছেন। খুবই জঘন্য ব্যাটিং পারফরম্যান্স।

9:50 PM (3 বছর আগে)

দ্বিতীয় ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ১৩-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ৭ এবং ঋদ্ধিমান সাহা - ১ । এই ওভারে বল করলেন কাইল জেমিসন। এই ওভারে ৯ রান দিলেন।

Advertisement
9:33 PM (3 বছর আগে)

প্রথম ওভার শেষে সানরাইজ়ার্স হায়দরাবাদের স্কোর ৪-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ডেভিড ওয়ার্নার - ০ এবং ঋদ্ধিমান সাহা - ০ । এই ওভারে বল করলেন মহম্মদ সিরাজ। এই ওভারে ৪ রান বাইতে এল।

9:31 PM (3 বছর আগে)

শুরু হল সানরাইজ়ার্স হায়দরাবাদের ব্যাটিং

Posted by :- koushik

ব্যাট করতে নামলেন ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধিমান সাহা

9:14 PM (3 বছর আগে)

Posted by :- koushik

অবশেষে হায়দরাবাদের সামনে জয়ের জন্য ১৫০ রানের টার্গেট রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের উইকেটে এই রান তাড়া করা মোটেও সহজ কাজ হবে না। এই উইকেটে বেশ কয়েকটা ম্যাচ তো খেলা হল। মোটামুটি পরিসংখ্যান সেকথাই বলছে। যদিও সানরাইজ়ার্স হায়দরাবাদের ব্যাটিং অর্ডার যথেষ্ট শক্তিশালী। অসাধারণ একটা ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১৬ সালের পর এই প্রথমবার আইপিএল টুর্নামেন্টে তিনি বাফসেঞ্চুরি করেন।

9:12 PM (3 বছর আগে)

২০ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ১৪৯-৮

Posted by :- koushik

উইকেটে রয়েছেন হর্ষল প্যাটেল - ০ । এই ওভারে বল করলেন জেসন হোল্ডার। তিনি ১৩ রান দিয়ে জোড়া উইকেট শিকার করলেন।

9:09 PM (3 বছর আগে)

ফের ঋদ্ধির হাতে ক্যাচ!!

Posted by :- koushik

১৯.৬ ওভারে জেসন হোল্ডারের বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। আজ তিনি ৪১ বলে ৫৯ রান করলেন। পাঁচটা চার এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন।

Advertisement
9:06 PM (3 বছর আগে)

শেষ পাঁচ বছরে প্রথম আইপিএল হাফসেঞ্চুরি করলেন ম্যাক্সওয়েল

Posted by :- koushik

আজ গ্লেন ম্যাক্সওয়েল ৩৮ বলে ৫০ রান করলেন। যখন তিনি জ্বলে ওঠেন, কোনও বোলিং তাঁকে আটকাতে পারে না।

9:03 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৯.১ ওভারে জেসন হোল্ডারের ইয়র্কারে মারতে গিয়ে লং অনে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন কাইল জেমিসন। আজ তিনি ৯ বলে ১২ রান করেন। দুটো বাউন্ডারি মেরেছেন তিনি।

9:02 PM (3 বছর আগে)

১৯ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ১৩৬-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন কাইল জেমিসন - ১২ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ৪৯। এই ওভারে বল করলেন টি নটরাজন। তিনি ১২ রান দিলেন।

8:56 PM (3 বছর আগে)

১৮ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ১২৪-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন কাইল জেমিসন - ৯ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ৪০। এই ওভারে বল করলেন ভুবনেশ্বর কুমার। তিনি ১৪ রান দিলেন।

8:53 PM (3 বছর আগে)

১৭ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ১১০-৬

Posted by :- koushik

উইকেটে রয়েছেন কাইল জেমিসন - ১ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ৩৫। এই ওভারে বল করলেন টি নটরাজন। তিনি ৪ রান দিয়ে একটা উইকেট নিলেন।

Advertisement
8:52 PM (3 বছর আগে)

দুরন্ত ক্যাচ ঋদ্ধির, ফিরলেন ক্রিশ্চিয়ান

Posted by :- koushik

১৬.৪ ওভারে টি নটরাজনের বলে স্ল্যাশ করতে চেয়েছিলেন ড্যান ক্রিশ্চিয়ান। বল তাঁর ব্যাটের কানা লেগে সোজা ঋদ্ধির বিশ্বস্ত গ্লাভসে জমা পড়ে। কিন্তু, এই আউটটা নিয়ে ক্রিশ্চিয়ানের সন্দেহ ছিল। সেকারণে তিনি DRS নেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। আজ ২ বলে তিনি ১ রান করেন।

8:47 PM (3 বছর আগে)

১৬ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ১০৬-৫

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ড্যান ক্রিশ্চিয়ান - ০ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ৩১। এই ওভারে বল করলেন রশিদ খান। তিনি ৩ রান দিয়ে একটা উইকেট নিলেন। রশিদের পরিসংখ্যান : ৪-০-১৮-২

8:43 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৫.৫ ওভারে রশিদ খানের বলে লং অফে মণীশ পাণ্ডের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ওয়াশিংটন সুন্দর। আজ ১১ বলে তিনি ৮ রান করলেন। আজ একটা বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

8:40 PM (3 বছর আগে)

১৫ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ১০৩-৪

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ওয়াশিংটন সুন্দর - ৭ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ৩১। এই ওভারে বল করলেন ভুবনেশ্বর কুমার। তিনি ৭ রান দিলেন।

8:36 PM (3 বছর আগে)

১৪ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৯৬-৪

Posted by :- koushik

উইকেটে রয়েছেন ওয়াশিংটন সুন্দর - ১ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ৩০। এই ওভারে বল করলেন রশিদ খান। তিনি ৪ রান দিয়ে একটা উইকেট নিলেন।

Advertisement
8:34 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১৩.৪ ওভারে রশিদ খানের বলে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন এবি ডিভিলিয়ার্স। ৫ বলে তিনি ১ রান করলেন। এক্সট্রা কভারে দাঁড়িয়ে অসাধারণ ক্যাচ নিলেন ওয়ার্নার।

8:31 PM (3 বছর আগে)

১৩ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৯২-৩

Posted by :- koushik

উইকেটে রয়েছেন এবি ডি'ভিলিয়ার্স - ০ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ২৮। এই ওভারে বল করলেন জেসন হোল্ডার। তিনি ১ রান দিয়ে একটা উইকেট নিলেন।

8:29 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

১২.১ ওভারে জেসন হোল্ডারের বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন বিরাট কোহলি। তিনি ২৯ বলে ৩৩ রান করেন। আজ চারটে বাউন্ডারি হাঁকালেন তিনি।

8:27 PM (3 বছর আগে)

১২ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৯১-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ৩৩ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ২৭। এই ওভারে বল করলেন টি নটরাজন। তিনি ৬ রান দিলেন।

8:23 PM (3 বছর আগে)

১১ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৮৫-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ২৯ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ২৬। এই ওভারে বল করলেন শাহবাজ় নাদিম। তিনি ২২ রান দিলেন।

Advertisement
8:22 PM (3 বছর আগে)

দশম ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৬৩-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ২৪ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ৯। এই ওভারে বল করলেন রশিদ খান। তিনি ৫ রান দিলেন।

8:21 PM (3 বছর আগে)

নবম ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৫৮-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ২২ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ৭। এই ওভারে বল করলেন শাহবাজ় নাদিম। তিনি ৩ রান দিলেন।

8:20 PM (3 বছর আগে)

অষ্টম ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৫৫-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ২১ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ৫। এই ওভারে বল করলেন রশিদ খান। তিনি ৭ রান দিলেন।

8:05 PM (3 বছর আগে)

সপ্তম ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৪৮-২

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ২০ এবং গ্লেন ম্যাক্সওয়েল - ০। এই ওভারে বল করলেন শাহবাজ় নাদিম। তিনি ১ রান দিয়ে একটা উইকেট নিলেন।

8:03 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

৬.১ ওভারে শাহবাজৃ নাদিমের বলে স্টেপ আউট করে মেরেছিলেন শাহবাজ় আহমেদ। তাঁকে পিঞ্চ হিটার হিসেবে নামানো হয়েছিল। তাঁকে মারতেই হত। কিন্তু, ব্যাটে বলে ঠিক মতো সম্পর্ক হয়নি। কিন্তু ডিপ স্কোয়ার লিগে অসাধারণ ক্যাচ নিলেন রশিদ খান। ১০ বলে ১৪ রান করলেন শাহবাজ়। একটা ছক্কা হাঁকিয়েছেন তিনি।

Advertisement
7:59 PM (3 বছর আগে)

ষষ্ঠ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৪৭-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ১৯ এবং শাহবাজ় আহমেদ- ১৪। এই ওভারে বল করলেন টি নটরাজন। তিনি ১১ রান দিলেন।

7:55 PM (3 বছর আগে)

পঞ্চম ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৩৬-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ১০এবং শাহবাজ় আহমেদ- ১৩। এই ওভারে বল করলেন শাহবাজ় নাদিম। তিনি ১০ রান দিলেন।

7:51 PM (3 বছর আগে)

চতুর্থ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ২৬-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ৮ এবং শাহবাজ় আহমেদ- ৫। এই ওভারে বল করলেন জেসন হোল্ডার। তিনি ৬ রান দিলেন।

7:49 PM (3 বছর আগে)

তৃতীয় ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ২০-১

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ৬ এবং শাহবাজ় আহমেদ- ১। এই ওভারে বল করলেন ভুবনেশ্বর কুমার। তিনি ৪ রান দিয়ে একটা উইকেট নিলেন।

7:44 PM (3 বছর আগে)

আউট!!

Posted by :- koushik

২.৫ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে মিড উইকেটে শাহবাজ় নাদিমের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন দেবদত্ত পাডিক্কল। আজ তিনি ১৩ বলে ১১ রান করেছেন। দুটো বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।

Advertisement
7:39 PM (3 বছর আগে)

দ্বিতীয় ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ১৬-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ৫ এবং দেবদত্ত পাডিক্কাল- ১০। এই ওভারে বল করলেন জেসন হোল্ডার। তিনি ১০ রান দিলেন।

7:35 PM (3 বছর আগে)

প্রথম ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের স্কোর ৬-০

Posted by :- koushik

উইকেটে রয়েছেন বিরাট কোহলি - ৫ এবং দেবদত্ত পাডিক্কাল- ১। এই ওভারে বল করলেন ভুবনেশ্বর কুমার। তিনি ৫ রান দিলেন।

7:29 PM (3 বছর আগে)

শুরু হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটিং

Posted by :- koushik

ব্যাট হাতে মাঠে নামছেন বিরাট কোহলি এবং দেবদত্ত পাডিক্কাল। বল হাতে প্রস্তুত ভুবনেশ্বর কুমার।

7:25 PM (3 বছর আগে)

একনজরে পরিসংখ্যান

Posted by :- koushik

এই দুটো দলের মধ্যে ১৭টা ম্যাচ খেলা হয়েছে। তারমধ্যে ১০টা ম্যাচ জিতেছে আরসিবি। সাতটা জিতেছে সানরাইজ়ার্স হায়দরাবাদ।

7:10 PM (3 বছর আগে)

কী বললেন বিরাট

Posted by :- koushik

উইকেটটা সামান্য স্যাঁতস্যাঁতে আর আমরাও টসে জিতলে প্রথমে বল করার সিদ্ধান্তই নিতাম। চেন্নাইয়ে মিডল ওভারে উইকেট নিতেই হবে। মুম্বইয়ের বিরুদ্ধে আমরা ভালো ম্যাচ খেলেছিলাম। কিন্তু, সেরাটা দিতে পারিনি। ৭৫ শতাংশ দিতে পেরেছিলাম। আমার আরও লম্বা সময় ব্যাট করা উচিত ছিল। তবে বল হাতে আমরা অসাধারণ পারফরম্যান্স করেছি। আমরা যথেষ্ট ভালো একটা রান খাড়া করেছিলাম। আজ দলে একটাই পরিবর্তন করা হয়েছে। রজত পতিদারের পরিবর্তে এসেছে দেবদত্ত পাডিক্কল। তিন নম্বরে ব্যাট করতে আসবে শাহবাজ় আহমেদ।

Advertisement
7:06 PM (3 বছর আগে)

কী বললেন ওয়ার্নার

Posted by :- koushik

গত ম্যাচে আমাদের ফিল্ডিং একেবারেই ভালো ছিল না। আমাদের দলে এনার্জির যথেষ্ট অভাব ছিল। সন্দীপ শর্মার জায়গায় এসেছে শাহবাজ় নাদিম এবং মহম্মদ নবির জায়গায় এসেছেন জেসন হোল্ডার।

7:02 PM (3 বছর আগে)

TOSS

Posted by :- koushik

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সানরাইজ়ার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

6:53 PM (3 বছর আগে)

আর ১০ মিনিট পর হবে TOSS

Posted by :- koushik

আজ সানরাইজ়ার্স হায়দরাবাদ দলে মহম্মদ নবি খেলবেন কি না, সেইদিকে নজর রাখতে হবে। আশা করা যেতেই পারে, আজ তাঁর জায়গায় জেসন হোল্ডারকে বেশি পছন্দ হতে পারে নিজামবাহিনীর অধিনায়ক ডেভিড ওয়ার্নারের।

6:50 PM (3 বছর আগে)

পিচ রিপোর্ট

Posted by :- koushik

এই স্টেডিয়ামে চলতি মরশুমে চার নম্বর ম্যাচটা খেলা হচ্ছে। কিন্তু, বল সেইভাবে সুইং করছে না। আজকের এই উইকেটে স্পিনাররা সুবিধা পাবেন বলে আশা করা যেতে পারে। উইকেটের উপরিভাগ একেবারে শুকনো। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে যে উইকেটে খেলা হয়েছিল, এটা তেমনই একটা উইকেট। আজ যে দল টসে জিতবে, আশা করা যায় তারা প্রথমে ব্যাটই করবে।

6:46 PM (3 বছর আগে)

Posted by :- koushik

গত মরশুমের এলিমিনেটরে এই সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধেই হারতে হয়েছিল বিরাট রাজার দলকে। আজ কি সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নিতে পারবেন কোহলিরা? সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে।

Advertisement
6:45 PM (3 বছর আগে)

Posted by :- koushik

সানরাইজ়ার্স হায়দরাবাদের মিডল অর্ডার আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দলের মিডল অর্ডার আরও শক্তিশালী করতে মরিয়া কমলা ব্রিগেড। সেকারণে আজ দলে ঢুকতে পারেন কেন উইলিয়ামসন। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওপেনার দেবদত্ত পাডিক্কলকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। আজ তিনিও আরসিবি একাদশে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

Advertisement