দারুণ খবর ক্রিকেটপ্রেমীদের জন্য। চলতি বছরেই জুনে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। একে আমেরিকায় বিশ্বকাপ তার উপর আবার টি২০ ফরম্যাটে। ফলে দর্শকদের আগ্রহ তুঙ্গে রয়েছে। এই টি-২০ বিশ্বকাপে ফাইনাল সহ মোট ৫৫ টি ম্যাচ হবে। যার দর্শকদের কাছে খুবই খুশির বিষয়। টিকিটের দাম আগেই জানিয়ে দেওয়া হয়েছে যদিও। কিন্তু এবার অভিনব এক পদ্ধতি নিয়ে আসল আইসিসি।
আপনিও কি ভাবছেন গ্যালারিতে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে বসে খেলা দেখার কথা? ভাবছেন প্রতিবারের মতো এবারেও একইভাবে টিকিট কেটে যাবেন খেলা দেখতে? জানিয়ে দিই যে এইবার আইসিসি টিকিট কাটার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন এনেছে। আইসিসি নিয়ে এসেছে পাবলিক টিকিট ব্যালেট। এর ফলে সব ভক্তরা সমান টিকিট কাটার সুযোগ পাবেন। কিন্তু কী এই পাবলিক টিকিট ব্যালেট? কিভাবেই বা কাটবেন ম্যাচের টিকিট? অনেকেই হয়তো ভাবছেন নতুন এই প্রক্রিয়ায় টিকিট কাটা হয়তো বেশ চাপ হবে এইবার। জেনে নিন কীভাবে কাটবেন টি-২০ বিশ্বকাপের টিকিট।
প্রথমেই http://tickets.t20worldcup.com এই লিঙ্কে রেজিস্টার করে একাউন্ট বানাতে হবে। এরপর আপনি কোন ম্যাচ দেখতে চান সেই ম্যাচ সিলেক্ট করে নিতে হবে। উল্লেখ্য, একজন দর্শক সর্বোচ্চ ৬ টা টিকিট কাটতে পারবেন। ব্যালেট একবার বন্ধ হলে রেজিস্টার করেছেন যারা তাদের কাছে একটা লিঙ্ক চলে যাবে। এরপরেই পেমেন্ট করতে হবে। কিন্তু যারা সময়মতো পেমেন্ট করতে পারবেন না তাদের জন্য টিকিট আবার পুলে রিলিজ করা হবে। এই পাবলিক ব্যালেটে টিকিট বিক্রি চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। রয়েছে অনলাইন টিকিট কাটারও সুযোগ। অনলাইনে tickets.t20worldcup.com এই লিঙ্ক থেকে টিকিট কাটতে পারবেন দর্শকরা। ভারতীয় মুদ্রায় টিকিটের দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে। টিকিটের সবচেয়ে বেশি দাম হবে প্রায় ২২০০ টাকা। মার্কিন মুলুক ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে রয়েছে।