scorecardresearch
 

ফের খারাপ খবর, এবার অলিম্পিকেও করোনার থাবা!

টোকিও অলিম্পিকের আয়োজকরা বৃহস্পতিবার জানিয়েছেন যে অলিম্পিক মশাল রিলের সঙ্গে যুক্ত এক পুলিশকর্মীর শরীরে করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে। গত ২৫ মার্চ শুরু হয়েছে এই মশাল রিলে। তারপর এই প্রথমবার কোনও করোনা আক্রান্তের প্রমাণ পাওয়া গেল।

Advertisement
অলিম্পিক টর্চ রিলে (ছবি সৌজন্য- গেটি ইমেজেস) অলিম্পিক টর্চ রিলে (ছবি সৌজন্য- গেটি ইমেজেস)
হাইলাইটস
  • এবার অলিম্পিকেও করোনার থাবা
  • ২৫ মার্চ থেকে শুরু হয়েছে অলিম্পিকের মশাল রিলে
  • ২৩ জুলাই উদ্বোধন হবে অলিম্পিক টুর্নামেন্টের

টোকিও অলিম্পিকের আয়োজকরা বৃহস্পতিবার জানিয়েছেন যে অলিম্পিক মশাল রিলের সঙ্গে যুক্ত এক পুলিশকর্মীর শরীরে করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া গেছে। গত ২৫ মার্চ শুরু হয়েছে এই মশাল রিলে। তারপর এই প্রথমবার কোনও করোনা আক্রান্তের প্রমাণ পাওয়া গেল।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ বছরের ওই পুলিশকর্মী যাতায়াতের সঙ্গে যুক্ত ছিলেন। এই পুলিশকর্মীর শরীরে করোনার উপসর্গ দেখতে পাওয়া গেছে। এরপর তাঁর পরীক্ষা করানো হয়। এরপর পজ়িটিভ রেজ়াল্ট আসে।

আয়োজকরা আরও জানালেন, ওই পুলিশকর্মী সবসময়ই মাস্ক পরে ছিলেন এবং সর্বদা সামাজিক দুরত্ব বজায় রেখেছিলেন। টোকিও অলিম্পিকের ১২১ দিনের মশাল দৌড় গত ২৫ মার্চ থেকে শুরু হয়েছে। আগামী ২৩ জুলাই টোকিওয় অলিম্পিক টুর্নামেন্ট উদ্বোধনের সঙ্গেই তা শেষ হবে।

এই মশাল যাত্রা জাপানের ৪৭টি শহরের মধ্যে দিয়ে যাবে। করোনা মহামারীর কারণে গত বছর অলিম্পিকের আসর স্থগিত করা হয়েছিল, এবছর ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে।

আরও পড়ুন :

নেওয়া হল বাড়তি সতর্কতা, টোকিও অলিম্পিক শুরুর আগে এই কাজটাই করতে চান কর্মকর্তারা

এবারও কি বাতিল অলিম্পিক? বিশেষ ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর

Advertisement