scorecardresearch
 

RCB vs LSG, IPL Eliminator: ভরা ইডেনে ব্যর্থ বিরাট, দর্শকদের আনন্দ দিল পাতিদারের শতরান

একদিক থেকে রজত পাতিদার (Rajat Patidar) যখন চালিয়ে খেলছিলেন তখন অপর প্রান্ত ধরে রেখেছিলেন বিরাট। তবে আভেশ খান অফসাইডের বাইরে শর্ট বল দেন। সেই সময় রানের গতি বাড়ানোর চেষ্টায় আপার কাট মারতে যান বিরাট। তখনই বাউন্ডারির খুব কাছে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা মহসিন খানের হাতে ক্যাচ দিয়ে বসেন কোহলি। ক্যাচ ধরতে ভুল করেননি মহসিন। 

Advertisement
ব্যর্থ বিরাট, শতরান পাতিদারের ব্যর্থ বিরাট, শতরান পাতিদারের
হাইলাইটস
  • ২৫ রান করে আউট বিরাট
  • ১০০ করলেন পাতিদার

ইডেন গার্ডেন্সে উপস্থিত ৫৬,০০০ দর্শকদের এবার হতাশ করলেন বিরাট কোহলি(Virat Kohli) । ভাল শুরু করলেও ২৪ বলে ২৫ রান করে আউট হন আরসিবি-র (Royal Challengers Bangalore) প্রাক্তন অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল দুটি চার। আভেশ খানের বলে আপার কাট মারতে গিয়ে থার্ড ম্যানে আউট হন বিরাট। তার আগেই গোল্ডেন ডাক করে ফিরে গিয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)।  

একদিক থেকে রজত পাতিদার (Rajat Patidar) যখন চালিয়ে খেলছিলেন তখন অপর প্রান্ত ধরে রেখেছিলেন বিরাট। তবে আভেশ খান অফসাইডের বাইরে শর্ট বল দেন। সেই সময় রানের গতি বাড়ানোর চেষ্টায় আপার কাট মারতে যান বিরাট। তখনই বাউন্ডারির খুব কাছে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা মহসিন খানের হাতে ক্যাচ দিয়ে বসেন কোহলি। ক্যাচ ধরতে ভুল করেননি মহসিন। 

বৃষ্টিতে ম্যাচ শুরু হতে বেশ কিছুটা দেরী হয়। টসে জিতে আরসিবিকে ব্যাট করতে পাঠান কেএল রাহুল। শুরুর দিকে মহসিন খানের ওভারে কিছুটা অস্বস্তিতে পড়তে হয় বিরাটকে। বিরাট আউট হলেও নিজের ছন্দেই খেলতে থাকেন রজত। দুই জনে ৬৬ রান যোগ করেন। ব্যর্থ হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ বলে ৯ রান করে আউট হন তিনি। দ্রুত তিন উইকেট হারিয়েও রজত পাতিদার ও শেষে দীনেশ কার্তিকের দারুণ ইনিংসের সৌজন্যে ২০৭ রানে পৌঁছে যায় আরসিবি। শেষ চার ওভারে ৮৪ রান করে আরসিবি।  

৫৪ বলে ১১২ রানের অসাধারণ ইনিংস রজত পাতিদারের। ১২টা চার ও সাতটা ছক্কায় সাজান তাঁর ইনিংস। স্ট্রাইক রেট ২০৭.৪১। ছয় মেরে ১০০ রানে পৌঁছে যান তরুণ এই ক্রিকেটার। ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কার্তিক। দুইজনে ৯২ রান যোগ করেন।               

Advertisement

আরও পড়ুন: ইডেনে বৃষ্টির জন্য ম্যাচে দেরী, খেলা না হলে জিতবে কারা?

আরও পড়ুন: মমতার মধ্যস্থতা, ইমামির সঙ্গে গাঁটছড়া বাঁধল ইস্টবেঙ্গল


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (সি), রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক),শাহবাজ আহমেদ , ওয়ানিন্দু হাসরাঙ্গা, হর্ষাল প্যাটেল, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।

লখনউ সুপার জায়ান্টস:কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কেএল রাহুল (সি), মানান ভোরা, এভিন লুইস, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, দুশমন্ত চামিরা, মার্কাস স্টোইনিস, মহসিন খান, আভেশ খান, রবি বিষ্ণোই। 

Advertisement