scorecardresearch
 

Tokyo Olympics: সোনা জয়ের স্বপ্ন শেষ সিন্ধুর, হারলেন পূজা! ইতিহাস কমলপ্রীতের

Aajtak Bangla | নয়াদিল্লি | 31 Jul 2021, 6:28 PM IST

আজ টোকিও অলিম্পিক্সের নবম দিন। ভারতের জন্য দিনটা ভাল বলা যেতে পারে না। তীরন্দাজ অতুন দাস এবং বক্সার অমিত পঙ্ঘাল হেরে গিয়েছেন। আর অলিম্পিক্স থেকে বাইরে চলে গেলেন। তাঁরা দু'জনেই প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন।

সেমিফাইনালে হারলেন পিভি সিন্ধু। সোনা ও রুপো নয় এবার ব্রোঞ্জের লড়াই করবেন সিন্ধু সেমিফাইনালে হারলেন পিভি সিন্ধু। সোনা ও রুপো নয় এবার ব্রোঞ্জের লড়াই করবেন সিন্ধু

হাইলাইটস্

  • আজ টোকিও অলিম্পিক্সের নবম দিন
  • তীরন্দাজ অতুন দাস এবং বক্সার অমিত পঙ্ঘাল হেরে গিয়েছেন
  • আশা দেখাচ্ছেন কমলপ্রীত কউর
  • ডিসকাস থ্রোয়ে তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন
6:28 PM (2 বছর আগে)

দেখে নেওয়া যাক আজকে ভারতের পারফরম্যান্স

Posted by :- anirban

ব্যাডমিন্টন: পিভি সিন্ধু ব্যাডমিন্টনের সেমিফাইনালে বিশ্ব নং ১ তাইজু ইং-র কাছে হেরে গিয়েছেন এবং রবিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে চিনের হে বিংজিয়াওর মুখোমুখি হবেন তিনি। স্বর্ণ পদক জয়ের আশা শেষ এবার ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলসের তৃতীয় স্থানের ম্যাচের জন্য লড়াই করবেন সিন্ধু।

বক্সিং: সর্বসম্মত সিদ্ধান্তে পূজা রানী (৭৫ কেজি) ২ নং বীজ এবং রিও ২০১৬ ব্রোঞ্জ পদকপ্রাপ্ত চিনের লি কিয়ানের কাছে হেরে যান। ভারতের জন্য আশা জাগালেও, কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন ভারতের হরিয়ানার বক্সার পূজা রানি।

অ্যাথলেটিক্স: কমলপ্রীত কৌর মহিলা ডিস্কাস ফাইনালে সিল করেছেন, সীমা পুনিয়া বহিষ্কৃত হয়েছেন। তবে এবার ফাইনালে কমলপ্রীত কৌরকে নিয়ে বেশ আশাবাদী সবাই।

হকি: ভারতীয় মহিলা দক্ষিণ আফ্রিকা দলকে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখেন। এবার কোয়ার্টার ফাইনালে খেলবেন ভারতীয় মহিলা হকি দল।

বক্সিং: পুরুষদের ফ্লাইওয়েটের রাউন্ড অব ১৬ -এ অমিত ফাঙ্গালের যাত্রা শেষ। টোকিও থেকে বিদায় নিয়েছেন তিনি।

তীরন্দাজি: অতনু দাস আর্চারির লড়াইয়ে রাউন্ড অফ ১৬-তে নামলেন, পুরুষদের এই রাউন্ডে হেরে গিয়ে বিদায় নিলেন তিনি। দুটি ইভেন্টে বিদায় নিয়ে এবার আর্চারিতে আর নামবেন না অতনু।

শুটিং: অঞ্জুম মৌদগিল এবং তেজস্বিনী সাওয়ান্ত ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে মহিলাদের ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন।

সেলিং: বরুণ এবং গণপতি পুরুষদের স্কিফ ৪৯-এর ১৯ জনের মধ্যে ১৭ তম স্থান অর্জন করেছেন।

4:40 PM (2 বছর আগে)

সোনা জয়ের স্বপ্ন শেষ! স্ট্রেট গেমে হার সিন্ধুর

Posted by :- anirban

সেমিফাইনালে হারলেন পিভি সিন্ধু। স্ট্রেট গেমে চাইনিজ তাইপের প্রতিপক্ষ তাইজু ইংয়ের কাছে হার হল পিভি সিন্ধুর। ২১-১৮ ও ২১-১২ ফলে হারলেন বিশ্ব চ্যাম্পিয়ন পিভি সিন্ধু। এবার ব্রোঞ্জ মেডেলের জন্য লড়াই করবেন সিন্ধু।

4:22 PM (2 বছর আগে)

অসাধারণ লড়াই করেও প্রথম গেমে হার সিন্ধুর

Posted by :- anirban

অসাধারণ লড়াই করেও সেমিফাইনালের প্রথম গেমে হারল সিন্ধু ২১-১৮ ফলে প্রথম গেমে হারল সিন্ধু। চাইনিজ তাইপের প্রতিপক্ষ দারুণ লড়াই করেন সিন্ধুর বিপক্ষে। ১৮-১৮ থেকে তিন পয়েন্ট পর পর নিয়ে প্রথম গেম জিতে নেন সিন্ধু। প্রতিটি খেলাই সিন্ধু স্ট্রেট গেমে জয় পেয়েছেন। তবে এই ম্যাচে প্রথমেই ব্যাকফুটে চলে গেলেন সিন্ধু।

 

 

4:15 PM (2 বছর আগে)

কড়াই লড়াইয়ের মুখে পিভি সিন্ধু

Posted by :- anirban

শাটল হাতে দুরন্ত লড়াই হচ্ছে ব্যাডমিন্টন মহিলা সিঙ্গলস বিভাগে। ১৪-১৪ ব্যবধানে চলছে খেলা। একে অপরের সঙ্গে টেক্কা দিচ্ছেন শাটলাররা।

Advertisement
4:08 PM (2 বছর আগে)

দুরন্ত শুরু পিভি সিন্ধুর

Posted by :- anirban

নিজের দক্ষতা প্রথম থেকেই দেখাতে শুরু করে দিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। প্রথমেই ১০-৭ পয়েন্টে এগিয়ে গেলেন ভারতীয় শাটলার।

4:01 PM (2 বছর আগে)

নামলেন সিন্ধু

Posted by :- anirban

তাইপের খেলোয়াড় তাইজু ইংয়ের বিরুদ্ধে লড়াই শুরু পিভি সিন্ধুর। দ্বিতীয়বার অলিম্পিকের ফাইনালে উঠতে পারবেন কী পিভি সিন্ধু, সেটাই এখন দেখার।

4:00 PM (2 বছর আগে)

লড়াই করেও বক্সিংয়ের কোয়ার্টারে হার পূজা রানির

Posted by :- anirban

বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হারলেন পূজা রানি। চিনা বক্সারের বিরুদ্ধে হারলেন পূজা। তবে দারুণ লড়াই করলেন ভারতের এই বক্সার। ০-৫ পয়েন্টে হারেন ভারতীয় বক্সার।

3:44 PM (2 বছর আগে)

শুরু পূজা রানির ম্যাচ

Posted by :- anirban

চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে এবার লড়াই শুরু করলেন ভারতের পূজা রানি।

1:04 PM (2 বছর আগে)

পরবর্তী: পিভি সিন্ধু এবং পূজা রানী - বড় ম্যাচ

Posted by :- anirban

বিকেল ৩:২০ মিনিটে: পিভি সিন্ধু মহিলা একক ব্যাডমিন্টন সেমিফাইনালে বিশ্ব নং তাইজু ইং-এর মুখোমুখি হবেন। একটি জয় তাকে দ্বিতীয় টানা অলিম্পিক ফাইনাল নিশ্চিত করতে সাহায্য করবে।

বিকেল ৩:৩৬ মিনিটে: ভারতের পূজা রানী মহিলা মিডলওয়েট কোয়ার্টার ফাইনাল প্রতিযোগিতায় চীনের লি কিয়ানের মুখোমুখি হবেন। একটি জয় তাঁকে গেমসে একটি পদক নিশ্চিত করতে সাহায্য করবে। মনে রাখবেন, প্রতিপক্ষ লি ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন এবং রিও গেমসের ব্রোঞ্জ পদকপ্রাপ্ত।

Advertisement
1:01 PM (2 বছর আগে)

'দুঃখিত ভারত' অতনু দাস জাতির কাছে ক্ষমা চাইলেন

Posted by :- anirban

তীরন্দাজ অতনু দাস টোকিও গেমসে তাঁর পারফরম্যান্সের জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন। অতনু পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে রাউন্ড অফ ১৬ -এ শেষ করেন এবং পুরুষদের দলীয় ইভেন্টে হতাশাজনক পারফর্ম করেন প্রবীণ যাদব এবং তরুনদীপ রাইয়ের সাথে।

 

 

 

12:28 PM (2 বছর আগে)

শুটিংয়ে খারাপ ফল ভারতের

Posted by :- anirban

অঞ্জুম মৌদগিল ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন চূড়ান্ত ব্যবধানে মিস করেন।

৫০ মিটার রাইফেল পজিশনের ফাইনালে দুই ভারতীয় শুটারের জন্য সব আশা শেষ, হতাশ করলেন তাঁরা

অঞ্জুম মৌদগিল- ১৫তম স্থানে শেষ করেন। ১১৬৭ পয়েন্ট - নিলিং - ৩৯০, প্রোন - ৩৯৫, স্ট্যান্ডিং ৩৮২

তেজস্বিনী সাওয়ান্ত- ১১৫৪ এর সাথে ৩৩ তম শেষ। নিলিং- ৩৫৪, প্রোন - ৩৯৪, স্ট্যান্ডিং- ৩৭৬

10:37 AM (2 বছর আগে)

৪-৩ ফলে হকিতে জয় ভারতীয় মহিলা দলের

Posted by :- anirban

অলিম্পিকের হকিতে ৪-৩ গোলে জয় পেলেন রানি রামপালরা। হকিতে জিতে নিজেদের কোয়ার্টার ফাইনালের আশা জিইয়ে রাখলেন ভারতীয় মহিলারা। এবার কোয়ার্টার ফাইনালে নকআউট পর্যায়ে খেলবে ভারতীয় মহিলা দল।

10:20 AM (2 বছর আগে)

ভারত ৪ - ৩ দক্ষিণ আফ্রিকা

Posted by :- anirban

টেক্কা দিলেও নিজেদেরে ডিফেন্সের জেরে কিছুটা অসুবিধার সম্মুখিন হচ্ছে ভারতীয় মহিলা দল। মাঝে ৩-৩ গোলে থাকলেও এবার ৪-৩ গোলে এগিয়ে গেল ভারত।

9:59 AM (2 বছর আগে)

তৃতীয় গোল ভারতের! ভারত ৩- ২ দক্ষিণ আফ্রিকা

Posted by :- anirban

হকিতে হাফ টাইমের ফের একবার ১ গোলে এগিয়ে গেলেন মহিলারা। ভারতীয় মহিলা দলের নেহার স্টিক থেকে আসে গোলটি। খেলার ফল ৩-২।

Advertisement
9:48 AM (2 বছর আগে)

চলছে মহিলা হকি ম্যাচ

Posted by :- anirban

মহিলা হকিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারতীয় মহিলা দল। এই ম্যাচে জয় পাওয়া জরুরি ভারতের জন্য। এই ম্যাচ জিতলে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবেন রানি রামপালরা। হাফ টাইম পর্যন্ত ম্যাচের ফল ২-২। হাড্ডাহাড্ডি লড়াই করছে দুই দল।

 

পরিসংখ্যান, টেবিল

 

8:25 AM (2 বছর আগে)

কমলপ্রীত ফাইনালে

Posted by :- Abhijit

আশা দেখাচ্ছেন কমলপ্রীত কউর। ডিসকাস থ্রোয়ে তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন। দ্বিতীয় চেষ্টায় তিনি ৬৩.৯৭ মিটার থ্রো করেছেন।

Tokyo Olympics Live updates Indian players at the games results abk asr kamalpreet kaur discuss throw final
Advertisement