scorecardresearch
 
Advertisement

Wriddhiman Saha Controversy: বারবার বিতর্কে ঋদ্ধিমান, বাংলার হয়ে আর খেলবেন না তিনি

Wriddhiman Saha Controversy: বারবার বিতর্কে ঋদ্ধিমান, বাংলার হয়ে আর খেলবেন না তিনি

রঞ্জি ট্রফিতে বাংলা দলের হয়ে আর খেলবেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। এমনটাই জানিয়ে দিলেন তাঁর স্ত্রী রোমি মিত্র। সিএবি-র (CAB) আচরণে অপমানিত ঋদ্ধি বাংলার দলে ফিরতে চান না। এক সাক্ষাৎকারে রোমি জানিয়েছেন, সিএবি-র যুগ্ম সচিব দেবব্রত দাসের কথায় ক্ষুব্ধ বাংলার উইকেট রক্ষক ব্যাটার। রঞ্জি ট্রফির প্রাথমিক পর্বের দল ঘোষণা হওয়ার পরেই পারিবারিক কারণে নিজেকে সরিয়ে রেখেছিলেন ঋদ্ধিমান। আর এতেই চটে যান দেবব্রত। সেই সময়ই ভারতের হয়ে ৪০টি টেস্ট খেলে ফেলা তারকা ক্রিকেটারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলেন সিএবি কর্তা। আর তাতেই ক্ষুব্ধ ঋদ্ধিমান। তবে সূত্রের খবর, এর মধ্যে আর থাকতে চাইছেন না ঋদ্ধিমান। রোমি বলেছেন, ''সিএবি-র এক কর্তা ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। যে বাংলার ক্রিকেটের জন্য এতদিন ধরে এত কিছু করল তার এটা প্রাপ্য ছিল? এই কথাই অভিষেক ডালমিয়াকে জানিয়েছে ঋদ্ধি। বলেছে, ও আর বাংলা দলের হয়ে খেলবে না।''

Wriddhiman Saha controversy update news

Advertisement