scorecardresearch
 

West bengal Weather Update: এই দিন পর্যন্ত চলবে ভারী বৃষ্টি, কোন কোন জেলায়? বড় আপডেট

আবহাওয়া দফতর জানিয়েছে,বিহারের ভাগলপুরের পর মালদহ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

Advertisement
West Bengal Weather Forecast। আবহাওয়ার পূর্বাভাস। West Bengal Weather Forecast। আবহাওয়ার পূর্বাভাস।
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে।
  • আবহাওয়া দফতরের পূর্বাভাস।

অবশেষে বর্ষার স্বাদ পাচ্ছেন দক্ষিণবঙ্গবাসী। সারাদিন মেঘলা আকাশ। মাঝে মধ্যেই আকাশ ভেঙে নামছে বৃষ্টি। কখনও ঝিরঝরে কখনও আবার জোরে। বৃষ্টিপাত কত দিন চলবে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকটি ধরে চলবে বৃষ্টি। তার কারণ বাংলার উপর দিয়ে সক্রিয় একটি মৌসুমি অক্ষরেখা।      

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহওয়া দফতর। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ ও আগামিকাল ভারী বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ,পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। বুধবার বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা।

আবহাওয়া দফতর জানিয়েছে,বিহারের ভাগলপুরের পর মালদহ হয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। সেই সঙ্গে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর-সহ বাংলাদেশ সংলগ্ন এলাকায় প্রচুর মেঘের সঞ্চার হয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে।

কলকাতাতে বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বেশি হবে। ভারী বৃষ্টি না হলেও দু-তিন দিনে ৭০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মূলত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারবার কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। সোমবার ও মঙ্গলবার থাকবে পুরোপুরি মেঘলা আকাশ। বুধবার বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। কয়েক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার এবং মঙ্গলবার। উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

Advertisement