Flying Flea নামে নতুন ইলেকট্রিক মোটরসাইকেল আনতে চলেছে Royal Enfield। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ডের এই নামেরই একটি বাইক ছিল। হালকা ওজনের কারণে এগুলি প্লেন থেকে প্যারাসুটে ঝুলিয়ে যুদ্ধক্ষেত্রে নামানো যেতে। সেই থেকেই এই 'ফ্লাইয়িং' নাম। সেই লেজেন্ডারি প্যারাট্রুপার মোটরসাইকেলই এবার EV-র আদলে ফিরছে। ছোট সাইজ, লাইটওয়েট বডি আর মিলিটারি-ইনস্পায়ার্ড ভিনটেজ লুক। Royal Enfield আবারও প্রমাণ করল, history repeats itself.