Apple Fitness Plus, জিমে যেতেই হবে না, বাড়িতে মেদ গলবে মাখনের মতো

ভারতে নতুন সার্ভিস শুরু করছে Apple। তাদের পক্ষ থেকে Apple Fitness Plus নামের একটি সার্ভিস লঞ্চ করা হচ্ছে। এই অ্যাপটি সারা বিশ্বে ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে ২০২০ সালে। তবে এতদিন ভারতে এই পরিষেবা মিলত না। যদিও ডিসেম্বর ১৫ থেকে ভারতেও এই পরিষেবা পাওয়া যাবে।

Advertisement
Apple Fitness Plus, জিমে যেতেই হবে না, বাড়িতে মেদ গলবে মাখনের মতোঅ্যাপেল ফিটনেস প্লাস
হাইলাইটস
  • ভারতে নতুন সার্ভিস শুরু করছে Apple
  • তাদের পক্ষ থেকে Apple Fitness Plus নামের একটি সার্ভিস লঞ্চ করা হচ্ছে
  • অ্যাপটি সারা বিশ্বে ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে ২০২০ সালে

ভারতে নতুন সার্ভিস শুরু করছে Apple। তাদের পক্ষ থেকে Apple Fitness Plus নামের একটি সার্ভিস লঞ্চ করা হচ্ছে। এই অ্যাপটি সারা বিশ্বে ইতিমধ্যেই লঞ্চ করে গিয়েছে ২০২০ সালে। তবে এতদিন ভারতে এই পরিষেবা মিলত না। যদিও ডিসেম্বর ১৫ থেকে ভারতেও এই পরিষেবা পাওয়া যাবে।

এটি একটি সার্ভিস বেসড প্রোডাক্ট। এতে আপনি ১২টি ডিফারেন্ট ওয়ার্কআউট মোড পাবেন। পাবেন যোগ করার সুবিধাও। যার ফলে কমবে ওজন। তাই আর সময় নষ্ট না করে অ্যাপেল ফিটনেস প্লাসের বৈশিষ্ট্য জেনে নিন।

এটি একাধিক অ্যাপেল প্রোডাক্টে চলবে

অ্যাপেল ফিটনেস প্লাস সার্ভিস আপনি ব্যবহার করতে পারবেন আইফোনে। পাশাপাশি আইপ্যাড এবং অ্যাপেল টিভি-তেও এই পরিষেবা মিলবে। এক্ষেত্রে সেশন ৫ মিনিট থেকে ৪৫ মিনিটের হবে। এক্ষেত্রে ভিডিওর মাধ্যমে এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হবে। করা হে ট্র্যাক।

বিশেষজ্ঞদের মতে, এই পরিষেবা অ্যাপেলের যে ইকোসিস্টেম রয়েছে, তাতে নতুন করে একটা বৈশিষ্ট্য যোগ করল। অ্যাপেল ওয়াচ বা এয়ারপড প্রো ৩-তে অনায়াসে এক্সারসাইজের সময় হার্টরেট এবং ক্যালোরি বার্ন করার ডেটা দেখতে পাবেন।

কী কী ফিচার পাবেন?

  • এতে ১২ ধরনের ওয়ার্কআউট পাবেন। যেমন ধরুন যোগ, স্ট্রেনথ ট্রেনিং, পাইলেটস, ড্যান্স, সাইক্লিং,রোয়িং,ট্রেডমিল ওয়াক বা রান, কিক বক্সিং, মেডিটেশনের সুবিধা পাবেন।
  • আইফোন, আইপ্যাড, অ্যাপেল টিভির মতো প্রোডাক্টে এটি চলবে।
  • অ্যাপেল ফিটনেস প্লাস দিয়ে এক্সারসাইজ করার সময় আপনি নিজের হার্টবি এবং ক্যালোরি বার্ড করার তথ্যও স্ক্রিনে দেখতে পাবেন।
  • আপনি যেমন ধরনের এক্সারসাইজ করতে চান, সেই মতো সাজিয়েও নিতে পারবেন ওয়ার্কআউট রুটিন।

কত টাকা দিয়ে শুরু প্ল্যান?

ভারতে ১৫ ডিসেম্বর থেকে মিলবে এই পরিষেবা। এর মাসিক সাবস্ক্রিপশন হল ১৪৯ টাকা। আর বছরের প্ল্যান নিলে ৯৯৯ টাকা খরচ হবে। আর এই সাবস্ক্রিপশন আপনি পরিবারের ৫ জনের সঙ্গে শেয়ার করে নিতে পারবেন। যার ফলে বেশি খরচ হয়ে যাওয়ার আশঙ্কাও নেই তেমন একটা।

POST A COMMENT
Advertisement