scorecardresearch
 

Tokyo Olympics 2020, Day 12 News in Bangla: হকিতে হারের পরে কুস্তিতেও হতাশা! হারলেন সোনম মালিক

Aajtak Bangla | দিল্লি | 03 Aug 2021, 9:37 AM IST

Tokyo Olympics 2021, Day 12 Live Updates: টোকিও অলিম্পিকের আজ ১২তম দিনে (৩ আগস্ট) বেলজিয়ামের কাছে হারল ভারতীয় পুরুষ হকি দল। খেলার ফলাফল এখন ৫-২। এখন টিম ইন্ডিয়াকে লড়তে হবে ব্রোঞ্জের জন্য। অন্যদিকে, আজ সোনম মালিকও কুস্তিতে তাঁর শক্তি দেখাবেন, সেই দিকেও রয়েছে নজর।

হাইলাইটস্

  • বেলজিয়ামের কাছে হার ভারতের
  • পুরুষ হকিতে সেমি ফাইনালে হার
  • খেলার ফলাফল ৫-২
  • অলিম্পিকের সব আপডেট একনজরে
9:37 AM (2 বছর আগে)

কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- suvam

ভারতীয় দলের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভালো খেলার জন্য তাঁদের সবাইকে সংবর্ধনা দেন তিনি। এদিন বেলজিয়ামের কাছে হারে ভারতীয় পুরুষ হকি দল। খেলার ফলাফল ৫-২।

9:27 AM (2 বছর আগে)

হারলেন সোনম মালিক

Posted by :- suvam

হকিতে হারের পরে কুস্তিতেও হতাশা। এদিন হারলেন সোনম মালিক। মঙ্গোলিয়ার Bolortuya-র কাছে পরাজিত হন। ম্যাচের শুরুতে সোনম এগিয়ে ছিলেন। পরে Bolortuya সমতা ফেরেন। 

8:49 AM (2 বছর আগে)

ম্যাচ জিতল বেলজিয়াম

Posted by :- suvam

টানটান লড়াইয়ের ম্যাচে বেলজিয়ামের কাছে হার ভারতের। ম্যাচের ফলাফল ৫-২। প্রথম কোয়ার্টারের পরে আর গোলই করতে পারেনি ভারত। চতুর্থ কোয়ার্টারেই ২টি গোল করে জয় নিশ্চিত করে বেলজিয়াম। ভারতের এবার লড়াই ব্রোঞ্জের জন্য

8:43 AM (2 বছর আগে)

ফের গোল বেলজিয়ামের

Posted by :- suvam

ফের গোল বেলজিয়ামের। পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে তুলল বেলজিয়াম। খেলার ফল এখন ৪-২।

Advertisement
8:31 AM (2 বছর আগে)

খেলার ফল ৩-২

Posted by :- suvam

শেষ কোয়ার্টারে ভারতের উপর চাপ বাড়াল বেলজিয়াম। শুরুতেই পেনাল্টি কর্নার থেকে গোল করল বেলজিয়াম। ফলে ৩-২ গোলে এগিয়ে গেল তারা।

8:16 AM (2 বছর আগে)

গোল করতে পারলেন না হরমনপ্রীত সিং

Posted by :- suvam

পেনাল্টি কর্নার পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ভারত। গোল করতে পারলেন না হরমনপ্রীত সিং।
 

8:06 AM (2 বছর আগে)

তৃতীয় কোয়ার্টারের ম্যাচ শুরু

Posted by :- suvam

তৃতীয় কোয়ার্টারের ম্যাচ শুরু হয়েছে। এই কোয়ার্টারেই ভারতকে আরও ব্যবধান বাড়াতে হবে। ম্যাচের স্কোর এখন ২-২

7:58 AM (2 বছর আগে)

ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- suvam

ভারত ও বেলজিয়ামের  মধ্যে চলছে সেমিফাইনাল ম্যাচ। আপাতত দুটি কোয়ার্টার শেষ হয়েছে। ম্যাচ নিয়ে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 

7:54 AM (2 বছর আগে)

দ্বিতীয় কোয়ার্টার শেষ হয়েছে

Posted by :- suvam

দ্বিতীয় কোয়ার্টারে ভারত ও বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার শেষ হয়েছে। ম্যাচের ফল এখন ২-২। ভারত দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি। হরমনপ্রীত সিং গোল মিস করেন। এটি ছিল টিম ইন্ডিয়ার চতুর্থ পেনাল্টি কর্নার।

Advertisement
7:41 AM (2 বছর আগে)

পেনাল্টি কর্নার থেকে গোল বেলজিয়ামের

Posted by :- suvam

দ্বিতীয় কোয়ার্টারে ভারতের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বেলজিয়াম। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন Alexander Hendrickx। ম্যাচজের ১৯ মিনিটে এই গোলে সমতায় ফেরে বেলজিয়াম।

7:39 AM (2 বছর আগে)

সমতা ফেরাল বেলজিয়াম

Posted by :- suvam

পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরাল বেলজিয়াম। খেলার ফল এখন ২-২। দু পক্ষের মধ্যে চলছে কড়া টক্কর

7:34 AM (2 বছর আগে)

দুর্দান্ত ডিফেন্স

Posted by :- suvam

দুর্দান্ত ডিফেন্স করছে ভারতীয় হকি টিম। বেলজিয়াম দ্বিতীয় কোয়ার্টারে টানা তিনটি পেনাল্টি কর্নার পায়, কিন্তু একটিতেও গোল করতে পারেনি।

7:32 AM (2 বছর আগে)

প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে

Posted by :- suvam

প্রথম কোয়ার্টারে ভারত এগিয়ে ২-১ গোলে। দুই গোলই আক্রমণাত্মক খেলে। প্রথম কোয়ার্টারেই ৩ গোল সেই কথা বলছে। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান আরও বাড়ানোর দিকে নজর রাখতে হবে টিম ইন্ডিয়াকে।
 

7:22 AM (2 বছর আগে)

পাল্টা জবাব ভারতের

Posted by :- suvam

০-১ এ পিছিয়ে থেকে পাল্টা জবাব ভারতের। ম্যাচের ফল এখন ২-১। ভারতের হয়ে গোল করেছেন হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। 

Advertisement
7:18 AM (2 বছর আগে)

১ গোলে এগিয়ে বেলজিয়াম

Posted by :- suvam

ম্যাচের শুরুতেই ভারতের উপর চাপ বাড়াচ্ছে বেলজিয়াম। ম্যাচ শুরুর ২ মিনিটেই পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম। Loïck Luypaert-এর গোলে আপাতত ১-০ এগিয়ে বেলজিয়াম

7:17 AM (2 বছর আগে)

ভারতীয় পুরুষ হকি দলের প্রথম একাদশ

Posted by :- suvam

ভারতীয় পুরুষ হকি দলের প্রথম একাদশ
 

7:16 AM (2 বছর আগে)

পদক জেতার সম্ভবনা

Posted by :- suvam

৪১ বছর পরে পদক জেতার সম্ভবনা রয়েছে ভারতীয় পুরুষ হকি দলের। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে সোনা জিতেছিল ভারত। তখন ফাইনালে স্পেনকে ৩-৩ গোলে হারিয়েছিল। এখন বেলজিয়ামকে আজকের ম্যাচে পরাস্ত করতে পারলেই রেকর্ড করবে ভারতীয় পুরুষ হকি দল।

7:16 AM (2 বছর আগে)

টোকিও অলিম্পিকের

Posted by :- suvam

টোকিও অলিম্পিকের আজ ১২তম দিনে (৩ আগস্ট) ভারতীয় পুরুষ হকি দলের সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। টিম ইন্ডিয়া যদি এই ম্যাচ জিততে পারে, তাহলে পদক নিশ্চিত করবে। টিম ইন্ডিয়া হকিতে সর্বশেষ ১৯৮০ সালের অলিম্পিকে পদক জিতেছিল। আজ সোনম মালিকও কুস্তিতে তাঁর শক্তি দেখাবেন, সেই দিকেও রয়েছে নজর।
 

Advertisement