পয়লা জুলাই অর্থাৎ আজ থেকে প্যান কার্ডের আবেদন নিয়ে নয়া নিয়ম আসছে। CBDT-এর নতুন আদেশ আজ থেকে কার্যকর হচ্ছে। নতুন প্যান কার্ডের জন্য আবেদন করলে আধার কার্ড বাধ্যতামূলক হবে। এখনও পর্যন্ত, প্যান কার্ডের জন্য আবেদন করতে যেকোনও বৈধ পরিচয়পত্র এবং জন্ম শংসাপত্রের প্রয়োজন ছিল। কিন্তু আজ থেকে পরিবর্তিত হতে চলেছে এই নিয়ম। CBDT-র নিয়ম অনুসারে, আধার যাচাই ছাড়া প্যান আবেদন করা যাবে না।