ATM থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে কতবার টাকা তুললে কত টাকা চার্জ দিতে হয় জানেন ? মে মাসেই ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ICICI ব্যাঙ্কের ক্ষেত্রে নিয়ম বদল হচ্ছে আজ, ১ জুলাই থেকে। মেট্রো শহরগুলিতে ৫টি ফ্রি ট্রানস্যাকশনের পরে ICICI ব্যাঙ্কের ATM থেকে টাকা তুললে ২৩ টাকা ফি নেওয়া হবে। পাশাপাশি, IMPS ট্রান্সফারের উপর নতুন চার্জ কার্যকর করা হচ্ছে।