সোনার দাম আকাশ ছোঁয়া। চলে যাচ্ছে নাগালের বাইরে। তবু আজও সোনার গয়না ছাড়া হয় না বিয়ে। ২২ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি হয়। এখন অনেকেই ১৮ ক্যারেটে তৈরি করছেন গয়না। এবার ৯ ক্যারেট সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করেছে কেন্দ্র।