শীতকাল মানে নলেন গুড়। আবার শীত মানে বাঙালির বিয়েবাড়িও। আর বিয়েবাড়ি তো সোনার গয়না ছাড়া হয় না। কিন্তু সোনার যা আকাশছোঁয়া দাম! তা দাম কি কমবে না আরও বাড়বে? তাহলে সোনা কেনার প্ল্যান এখনই করা যেতে পারে।