নজির গড়ল সোনা। বৃহস্পতিবার কলকাতায় ১০ গ্রাম সোনার দাম বেড়ে গেল হাজার টাকারও বেশি। যার জেরে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম লাখের দোরগোড়ায়। আর কয়েক দিন বাদেই অক্ষয় তৃতীয়া। এদিন সোনা কেনার রীতি রয়েছে। কিন্তু যে হারে সোনার দাম বাড়ছে, তাতে শঙ্কায় স্বর্ণব্যবসায়ীরা। মাথায় হাত ক্রেতাদেরও। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনার দাম কত রয়েছে?