সোনার দাম (Gold Rate) বেড়েই চলেছে। নিত্যদিনই যেন নতুন রেকর্ড। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) থেকে শুরু করে পাড়ার গয়নার দোকান, সর্বত্রই সোনার দাম গগনচুম্বী।