হার্লে-ডেভিডসন এবার মোটরসাইকেল প্রেমীদের জন্য নিয়ে আসছে দারুণ সুখবর। বিখ্যাত আমেরিকান বাইক নির্মাতা সংস্থাটি তাদের নতুন এন্ট্রি-লেভেল বাইক ‘Harley-Davidson Sprint’ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে, যার দাম হবে সাধারণের নাগালে।